আমায় কে চিনে
আম্মাজি বিনে
আমায় কে চিনে?
আমার
শুন্যতার মাঝে
তাহাজ্জুদ নামাজে
শান্তনা দেন তিনি নিজে...
ভিখারীর বেশে, আম্মাজির দেশে
এসেছি অবশেষে
দিল খুলে তাই, খয়রাতি চাই
রছমী ইশকে ভেসে
কবুল করুন হেসে।
আম্মা, কবুল করুন হেসে
পাক মায়া মমতায় রাখুন অভাগায়
সর্ব কঠিন দিনে
আমায় কে চিনে...
হৃদয়ের নালা, শুকিয়ে কারবালা
লুকাই তবুও জ্বালা
মুখ বুজে রোজ, করে যাই খোঁজ
কোশেশে হই উতলা
সজীব করুন মাওলা
নূরে, সজীব করুন মাওলা
এই গোলামের আশা থাকবো হামেশা
রুজু শাহী শানে
আমায় কে চিনে...
মরণের কালে, অধমের কপালে
লিখিত হোক আম্মিজান
আমার এ অসিয়ত, হাকীকী আ বাকি অংশ পড়ুন...
আমায় কে চিনে
আম্মাজি বিনে
আমায় কে চিনে?
আমার
শুন্যতার মাঝে
তাহাজ্জুদ নামাজে
শান্তনা দেন তিনি নিজে...
ভিখারীর বেশে, আম্মাজির দেশে
এসেছি অবশেষে
দিল খুলে তাই, খয়রাতি চাই
রছমী ইশকে ভেসে
কবুল করুন হেসে।
আম্মা, কবুল করুন হেসে
পাক মায়া মমতায় রাখুন অভাগায়
সর্ব কঠিন দিনে
আমায় কে চিনে...
হৃদয়ের নালা, শুকিয়ে কারবালা
লুকাই তবুও জ্বালা
মুখ বুজে রোজ, করে যাই খোঁজ
কোশেশে হই উতলা
সজীব করুন মাওলা
নূরে, সজীব করুন মাওলা
এই গোলামের আশা থাকবো হামেশা
রুজু শাহী শানে
আমায় কে চিনে...
মরণের কালে, অধমের কপালে
লিখিত হোক আম্মিজান
আমার এ অসিয়ত, হাকীকী আ বাকি অংশ পড়ুন...












