মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
مَنْ كَانَ يُرِيْدُ الْـحَيَاةَ الدُّنْـيَا وَزِيْـنَـتَهَا نُـوَفِّ إِلَيْهِمْ أَعْمَالَـهُمْ فِـيْـهَا وَهُمْ فِيْـهَا لَا يُـبْخَسُوْنَ ﴿১৫﴾ أُولٰئِكَ الَّذِيْنَ لَيْسَ لَـهُمْ فِي الْاٰخِرَةِ إِلَّا النَّارُ ۖ وَحَبِطَ مَا صَنَـعُوْا فِيْـهَا وَبَاطِلٌ مَّا كَانُـوْا يَـعْمَلُوْنَ ﴿ ১৬﴾ سورة الـهود
যারা দুনিয়া (পার্থিব জীবন) এবং এর সৌন্দর্য চায় আমি তাদেরকে তাদের আমলের পুরোপুরি বদলা সেখানেই (দুনিয়াতে) দিয়ে দেই। তাদেরকে কোনো কিছুই কম দেয়া হয় না। কিন্তু পরকালে তাদের জন্য জাহান্নাম ব্যতীত আর কিছুই থাকবে না। তারা দুনিয়াতে যা করেছে তা নষ্ট হয়ে গিয়েছে। (কারণ) তারা যা আমল কর বাকি অংশ পড়ুন...
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
يَا أَيُّهَا النَّاسُ إِنَّـمَا بَـغْـيُكُمْ عَلٰى أَنْــفُسِكُمْ ۖ مَّتَاعَ الْـحَيَاةِ الدُّنْــيَا ۖ ثُـمَّ إِلَـيْـنَا مَرْجِعُكُمْ فَـنُـنَــبِّـئُكُمْ بِـمَا كُـنْـتُمْ تَـعْمَلُوْنَ ﴿২৩﴾ سورة يونس
হে লোক সকল! নিশ্চয়ই তোমাদের বিরোধীতা তোমাদের উপরই বর্তাবে অর্থাৎ নিজেদেরই ক্ষতি করবে। তোমরা সামান্য দুনিয়াবী সম্পদ ভোগ করে নাও। তারপর তোমরা আমার নিকট প্রত্যাবর্তন করবে। তোমরা যা আমল করতে, সে বিষয়ে আমি তোমাদেরকে অবহিত করবো। [সূরা ইউনূস শরীফ: ২৩]
এখানে বিরোধীতা মানে অবাধ্যতা বা নাফরমানী যা মহান আল্লাহ পাক তিনি অপছন্দ করেন। বান্দা যখন মহান আল বাকি অংশ পড়ুন...












