
পাঁচই শা’বান
নূরী খাইরান
ইমামুছ ছালিছ তাশরীফ আনেন ধরা করে গুলশান,
তয়বা জুড়েই রহে নূরে নূরে ইহসানী আরমান।
আজ মাদানী ঘরে ঘরে,
খুশির ঝরণা ঝরে ঝরে,
ইহা খাছ অনুদান,
পাঁচই শা’বান।
নয়নাভিরাম হৃদি আতমাম রসূলী পাক দুলাল,
ইমামুছ ছালিছ স্বয়ং রইছ ইসলামী আকমাল।
বড় খোশরবি সাইয়্যিদুশ শাবাবী রাব্বানী রায়হান,
তামাম পৃথিবী গ্রহে গৌরবী নও সাজে সাজুয়ান।
আহলে বাইতি হৃদে হৃদে
গরকে দীপ্তি ঈদে ঈদে,
এলেন যে দুলহান
পাঁচই শা’বান।
আজ জান্নাতী বাতায়ন খুলে বহিতেছে সমীরণ,
মদীনা শরীফে পঠিছে তারিফ হামিশাই অগণন।
জাবালে অহুদী ভাজে ভাজে আজ ঝকমকী পরিবেশ
বাকি অংশ পড়ুন...