আল ইহসান ডেস্ক:
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সুগন্ধি হিসেবে আতর মুবারক ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ! তাই বিশ্বজুড়েই সুন্নত হিসেবে আতর ব্যবহার অত্যন্ত জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সুগন্ধি। কিন্তু দুঃখজনক সত্য যে, কাফির-মুশরিকদের চক্রান্তে এখন দেশ-বিদেশের অনেক আতরেই হারাম এলকোহল মিশ্রিত করা হয়। নাউযুবিল্লাহ! কিন্তু অনেক মুসলমান অজ্ঞতার কারণে এসব এলকোহল মিশ্রিত সুগন্ধি ব্যবহার করছেন। যার কারনে তাদের কাপড় ও শরীর অপবিত্র হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ!
এ কারণেই রাজারবাগ শরীফ উনার সম্মানি বাকি অংশ পড়ুন...
পঞ্চম হিজরী শতকের মুজাদ্দিদ হুজ্জাতুল ইসলাম হযরত ইমাম গাযযালী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার আল মুরশিদুল আমীন কিতাবে উল্লেখ করেন, একবার মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র হুজরা শরীফ-এ অবস্থান মুবারক করছিলেন।
এমতাবস্থায় এক ব্যক্তি এসে মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাক্ষাৎ মুবারক করার অনুমতি চাইলেন।
এ সংবাদ সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
হাদীছ শরীফ উনার মাঝে বর্ণিত আছে, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে খেজুর ও আঙুর মিশ্রিত শরবত পেশ করতেন এবং তা থেকে তিনি খেতেন। সুবহানাল্লাহ!
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- “আঙুর ফল রক্তকে বিশুদ্ধ করে, বলিষ্ঠতা দান করে এবং কিডনিতে শক্তি সঞ্চার করে তাকে পরিষ্কার করে। ” সুবহানাল্লাহ!
বরকতময় এ সকল নিত্যপ্রয়োজনীয় সুন্নতী বিষয়াদিসহ সকল প্রকার সুন্ন বাকি অংশ পড়ুন...
২. হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনাদের পরস্পরের সম্মানিত আমল মুবারক:
হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছেন-
عَنْ حَضْرَتْ صُهَيْبٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ قال رأيت حضرت عليا عليه السلام يقبل يد حضرت العباس عليه السلام ورجله
অর্থ: হযরত ছুহাইব রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম উনাকে দেখেছি সাইয়্যিদুনা হযরত খ্বাতিমুল মুহাজিরীন আলাইহিস সালাম (সাইয়্যিদুনা হযরত আব্বাস আলাইহিস সালাম) উনার সম্মানিত হাত মুবারক-এ এবং সম্মানিত ক্বদম মুবারক-এ বুছা মু বাকি অংশ পড়ুন...
সন্তানকে তিনটি বিষয় ভালভাবে শিক্ষা দিতে হবে (১)
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ
অর্থ: “হে ঈমানদারগণ! তোমরা নিজেকে এবং তোমাদের আহাল-ইয়ালগণকে (পরিবার-পরিজন) জাহান্নামের আগুন থেকে রক্ষা করো যে জাহান্নামের ইন্ধন বা জ্বালানী হবে মানুষ ও পাথর। ” (পবিত্র সূরা তাহরীম শরীফ: পবিত্র আয়াত শরীফ ৬)
প্রত্যেক মুসলমান পিতা-মাতার দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, শিশুকাল থেকে সন্তানকে উত্তম গুণাবলী শিক্ষা দেয়া। উত্তম গুণাবলী সন্তানের স্বভাবে বদ্ধমুল করার কোশেশ করা।
শি বাকি অংশ পড়ুন...
সন্তান জন্মগ্রহণ করলে শিশুকে ধুয়ে পরিস্কার করে কাপড় দিয়ে জড়িয়ে কোন বুযূর্গ ব্যক্তির নিকট নিয়ে যেতে হবে। তিনি শিশুর ডান কানে আযানের লফ্জ বা শব্দগুলি এবং বাম কানে ইক্বামতের লফ্জ বা শব্দগুলি বলবেন। এটাকে তা’যীন বলা হয়। এটা খাছ সুন্নত মুবারকের অর্ন্তভুক্ত। অনুরূপ তাহনীক করাও খাছ সুন্নত মুবারকের অর্ন্তভুক্ত। অর্থাৎ কোন বুযূর্গ ব্যক্তি খেজুর চিবিয়ে অথবা শাহাদাত অঙ্গুলি দ্বারা মধু নিয়ে নিজের জিহ্বায় লাগিয়ে নবজাতকের মুখের ভিতর তালুতে লাগিয়ে দিবেন, যাতে বাচ্চা শিশু চুষে চুষে খেতে পারে।
তাহনীক সম্পর্কে পবিত্র হাদীছ শরীফ উনা বাকি অংশ পড়ুন...












