অবাধ্য সন্তান! যা করা উচিত.....(১)
, ০৩ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২০ সাদিস ১৩৯১ শামসী সন , ১৮ নভেম্বর, ২০২৩ খ্রি:, ০২ অগ্রহায়ণ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) আপনাদের মতামত
কিন্তু সেই সন্তান যখন বিরূপ আচরণ শুরু করে, যা দেখে বাবা-মা সন্তানের বর্তমান ও ভবিষ্যত নিয়ে চিন্তিত হয়ে ওঠে। আচরণে অবাধ্যতা, কথা না শোনা, খেয়াল খুশি মত চলা, খারাপ সঙ্গীদের সাথে উঠা বসা, বদ অভ্যাস ধরে ফেলা, মন্দের দিকে আকর্ষণ বেশি হওয়া, নানান খারাপ কর্মে জড়িয়ে যাওয়াসহ আরো নানান কিছু। তার মন মত না হলে খাওয়া বন্ধ, দেরী করে ঘরে ফেরা, আত্মহত্যার হুমকি দেয়া বাবা-মা যেন সর্বদা তটস্থ থাকে। যেই সন্তানকে নিয়ে তারা এতদিন স্বপ্ন বুনছিলো, সন্তানের মুখের দিকে তাকিয়ে সব কষ্ট ভুলে গিয়েছিলো, সেই সন্তান যখন এমন আচরণ শুরু করে তখন প্রতিটা বাবা-মার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে। জীবনটাই তাদের কাছে অর্থহীন হয়ে মেন হয়।
কয়েক বছর আগে, পুলিশের এক উর্ধ্বতন অফিসারের সাথে আমার কথা হয়। তিনি একান্তে আমাকে তার সন্তানের বখে যাওয়ার কথা বলেছিলেন, আর কাঁদছিলেন। আমি শুধু তার দিকে তাকিয়ে অবাক হই, আর ভাবি, বেশ প্রতাপশালী একজন পুলিশ কর্মকর্তা। তার কথায় হাজার হাজার লোক উঠে বসে। অপরাধী-আসামীরা ভালো হয়ে যায়। কিন্তু নিজ সন্তানের বেলায় তিনি কত অসহায়।
সন্তান বখে যাওয়া, অবাধ্য হওয়া, কথা না শোনা এগুলো আমাদের সমাজে খুব ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। কিছুদিন আগেও সন্তান ভালো লেখাপড়া করলে বাবা-মা গর্ব করে বলতো, আমার সন্তান মানুষ হয়েছে। কিন্তু এখনও সেটাও বলতে পারছে না। কারণ ভালো পড়ালেখা করে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েও তারা নেশা ধরে ফেলে, নানান অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ছে, ভুল ডিসিশন নিয়ে জীবন এলোমেলো করছে, কেউ কেউ আবার আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।
আবার অনেকে সন্তানকে বহু কষ্ট করে সমাজে প্রতিষ্ঠিত করেছেন। তারা ভালো চাকুরী, নয়ত ভালো ব্যবসা করছে, ভালো জায়গায় বিয়ে করে সংসার করছে। কিন্তু সবকিছুর পরও সব কেন যেন ঠিকঠাক মত হচ্ছে না। বাবা-মার বয়স হয়েছে, চলাচলে অক্ষম। সেই বাবা-মা এখন সন্তানের যে খিদমত চান, সেটা পাচ্ছেন না। দেখা যাচ্ছে, বৃদ্ধ বাবা-মায়ের ভার সন্তান নিতে চাচ্ছে না। নিজ বাসা থেকে বৃদ্ধ বাবা-মাকে ভাগিয়ে দিতে পারলেই যেন তারা বেঁচে যায়। শেষ বয়সে সন্তানদের এহেন আচরণ দেখে অনেক বাবা-মা সৃষ্টিকর্তার কাছে দ্রুত মৃত্যু কামনা করতে থাকেন। আবার বাবা-মার মৃত্যুর পর সন্তানরা রেখে যাওয়া সম্পত্তি নিয়ে মারামারি-কাটাকাটি শুরু করে দেয়, কিন্তু বাবা-মার জন্য একবারও হাত তুলে দোয়া করে না।
আসলে সন্তান অবাধ্য হয়ে যাওয়ার পেছনে মূল কারণ হলো শিক্ষার অভাব।
হয়ত, বলতে পারেন, আমি তো আমার সন্তানকে শিক্ষা দিয়েছি। কিন্তু সে শুনেনি।
হ্যাঁ আপনি আপনার সন্তানকে শিক্ষা দিয়েছেন ঠিকই, কিন্তু সে আপনি ছাড়াও অনেকের থেকে শিক্ষা গ্রহণ করেছে।
শিশু বয়সে সন্তান বাবা-মায়ের কোলের ভেতর থাকলেও জ্ঞান বুদ্ধি হওয়ার পরে সে বেশিরভাগ সময় বাইরের সমাজের সাথেই বেশি সময় দেয়। ফলে তাদের থেকে জ্ঞানও তার কাছে বেশি আসে। সেটা তার বন্ধু বান্ধব হতে পারে, মিডিয়ার নাটক সিনেমা হতে পারে, বইপত্র হতে পারে।
পাশাপাশি আপনি সন্তানকে নীতি নৈতিকতার শিক্ষা দিতে চাইলেও আপনার শিক্ষা দানের পদ্ধতির সীমাবদ্ধতা আছে।
কিন্তু তার বন্ধু-বান্ধব, মিডিয়া নাটক সিনেমা, বইপত্র আরো অত্যাধুনিক পদ্ধতিতে তার মাথায় তথ্য প্রবেশ করাচ্ছে, নিত্যনতুন জিনিস নিয়ে আসছে, যার সামনে আপনার দেয়া সামান্য জ্ঞান সেকেলে ও অপ্রতুল। যা দিয়ে কথিত আধুনিক সমাজে চলা যায় না, আনন্দ ফুর্তি পাওয়া না। তাই সে আপনার বিষয়টি গ্রহণ না করে তাদেরটা গ্রহণ করছে, তাদেরকেই বেশি আপন ভাবছে। আর সেই সব অসৎ সঙ্গেই আপনার এত সাধের সন্তানটা শেষ হয়ে যাচ্ছে।
-এস হাবীব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খ্রিস্টানদের অনুষ্ঠানকে ‘বড়দিন’ বলা যাবে না
০২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বাধীন আরাকান চাই!
২৭ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের সার্বভৌমত্বের সংকটে- দেশপ্রেমিক সেনাবাহিনীকে এগিয়ে আসতেই হবে
১৬ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পৃথিবীর সবচাইতে কুখ্যাত কিছু নৌদস্যুর অপকীর্তি
২৫ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফসলের একটি অংশ যায় রাজাকার ত্রিদিবের সন্তান দেবাশীষের ঘরে! -এদেশে উপজাতি চৌকিদারকে কেন ‘রাজা’ হিসেবে স্বীকৃতি দেয়া হচ্ছে?
২৪ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
উলামায়ে ছু’দের বদ আমলই কি এর জন্য দায়ী নয়?
২২ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশে জিএম ফুড প্রচলনের সকল ষড়যন্ত্র বন্ধ করতে হবে
১৯ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জান্নাতী এবং জাহান্নামী ব্যক্তিদের কিছু আলামত
১৮ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলা ভাষা ও সাহিত্যে ঔ পনিবেশিক-ব্রাক্ষণ্যবাদী আগ্রাসন ও ষড়যন্ত্র পরিভাষা, শব্দ ও বানান আগ্রাসন (১)
১৫ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত প্রকার অশ্লীলতাই হারাম
১২ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইলিশ ধরায় বাংলাদেশ-ভারতের নিষেধাজ্ঞার সময়ে বড় পার্থক্য নিষেধাজ্ঞার নামে ভিনদেশী জেলেদের জামাই আদরে সাগর থেকে ইলিশ নিয়ে যাওয়ার সুযোগ করে দেয়া হয় আর দেশীয় জেলেদের জেলে পুরা হয় জেলেদের প্রতি এ নির্মম জুলুম আর কতকাল?
১১ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আধুনিকতা নাম দিয়ে হারাম ‘ছবি’ তোলা থেকে বিরত থাকুন
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












