এনসিপির জোটে ফাটল -‘জামাতের গর্ভে বিলীন হয়ে যাবে কার্যত এনসিপি’ -এনসিপির চট্টগ্রাম মহানগর প্রধান সমন্বয়কারীর পদত্যাগ
, ০৫ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৬ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১১ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে গঠিত নতুন রাজনৈতিক জোট 'গণতান্ত্রিক সংস্কার জোট'-এ ফাটল ধরেছে। বড় দুই রাজনৈতিক দলের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে শরিকদের মধ্যে এই মতভেদ দেখা দিয়েছে। নেতারা বলছেন, অভ্যন্তরীণ বিরোধে এখন এই দুই জোট অস্তিত্বের হুমকিতে আছে।
গত ৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই জোটের যাত্রা শুরু হয়। কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বরের মাত্র পাঁচ দিন আগে এই সংকট সামনে এল।
জোটের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এনসিপি ও এবি পার্টি বড় দুই দল বিএনপি ও জামাতের সঙ্গে আসন সমঝোতার পক্ষে। তবে এতে আপত্তি জানিয়েছে জোটের আরেক শরিক রাষ্ট্র সংস্কার আন্দোলন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছে, আমরা বিএনপি ও জামাতের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করছি।
নাম প্রকাশ না করার শর্তে এবি পার্টির এক নেতা বলেছে, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এনসিপি যদি নিজেদের মধ্যে কোনো সমঝোতায় পৌঁছাতে পারে, তবে তার দল যেকোনো বড় দলের সঙ্গে আসন ভাগাভাগিতে রাজি।
তবে বিএনপি বা জামাতের সঙ্গে জোটবদ্ধ হতে নারাজ রাষ্ট্র সংস্কার আন্দোলন। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভুঁইয়া বলেন, সোমবার রাতে এনসিপি আমাদেরকে বিষয়টি জানিয়েছে। আমরা বিএনপি বা জামাতÍকারও সঙ্গেই আসন ভাগাভাগিতে রাজি নই।
জোট ভেঙে যাওয়ার আশঙ্কার কথা জানিয়ে দিদার ভুঁইয়া বলেন, এনসিপি এই জোটের একটি বড় দল। তারা যদি অন্য কোনো জোট বা দলের সঙ্গে সমঝোতা করে, তবে এই জোট স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যাবে। গত রাতেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা ছিল।
‘জামাতের গর্ভে বিলীন হয়ে যাবে কার্যত এনসিপি’ :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাংলাদেশ জামাতের সঙ্গে জোট করাকে তারুণের রাজনীতির কবর রচিত হয়েছে বলে মন্তব্য করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। একইসঙ্গে এরইমধ্য দিয়ে কার্যত এনসিপি জামাতের গর্ভে বিলীন হয়ে যাবে বলে মনে করেছে সে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) নিজের অনলাইনে দেয়া এক পোস্টে সে এসব তথ্য জানায়।
পোস্টে আব্দুল কাদের লেখেছে, তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামাতের সাথেই সরাসরি জোট বাঁধতেছে। সারাদেশে মানুষের, নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটিকয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে। আর এরিমধ্য দিয়ে কার্যত এনসিপি জামাতের গর্ভে বিলীন হয়ে যাবে।
জামাতের থেকে এনসিপি ৫০ আসন চেয়েছিল জানিয়ে সে বলেছে, দরকষাকষির সর্বশেষ পর্যায়ে সেটা ৩০ আসনে গিয়ে চূড়ান্ত হয়েছে। জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি ২৭০ আসনে কোনো প্রার্থী দিতে পারবে না, সেগুলোতে জামাতকে সহযোগিতা করবে এনসিপি।
সে আরও বলেছে, জামাতের পক্ষ থেকে জোটসঙ্গী হিসেবে আসনপ্রতি এনসিপিকে নির্বাচনি খরচ দেওয়া হবে দেড় কোটি টাকা। সমঝোতার ৩০ আসনে কারা চূড়ান্ত হবেন সেই দায়িত্ব জামাতের পক্ষ থেকে এনসিপির একজনকে ঠিক করে দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন জামাতের অন্যতম আস্থাভাজন, নাসীরুদ্দীন পাটওয়ারী আর জামাতের দিক থেকে থাকবেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই দুজন মিলেই এনসিপির ৩০ জন প্রার্থী চূড়ান্ত করবেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক বলেছে, ছোটন গংয়ের সঙ্গে নাহিদের আরও এক ধাপ আগানো সমঝোতা হয়েছে। ছোটন গং জানিয়েছে, পশ্চিমারা প্রধানমন্ত্রী কিংবা বিরোধীদলীয় নেতা হিসেবে সংসদে জামাতকে চায় না। সেই হিসেবে নির্বাচনে জিতলে নাহিদ হবেন প্রধানমন্ত্রী আর বিরোধী দলে গেলে নাহিদ হবেন বিরোধীদলীয় নেতা।
সে বলেছে, ‘এতো এতো তরুণ নিজের গোছানো ক্যারিয়ার, পরিবার-পরিজন বাদ দিয়ে দেশের হাল ধরতে এসেছিল, একটা সম্ভাবনা তৈরি করেছিল, স্বপ্ন দেখেছিল; নাহিদরা গতকাল রাতে গিয়ে সেই স্বপ্নকে মাটিচাপা দিয়ে এসেছেন!’
ঘোষণা দিয়ে এনসিপির চট্টগ্রাম মহানগর প্রধান সমন্বয়কারীর পদত্যাগ:
এক ঘোষণায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) নিজের অনলাইন পোস্টে তিনি এনসিপির সব ধরনের পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান। একই সঙ্গে তিনি জানান, আসন্ন নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে আর প্রার্থী হবেন না।
এছাড়া ওই পোস্টেই মীর আরশাদুল হক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানান।
তার এই ঘোষণাকে ঘিরে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দুদিন পর ‘কোপা শামছু বাহিনী’ প্রধানের লাশ উদ্ধার, নিহত বেড়ে ৬
২৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী সোমবার থেকে আমানতের অর্থ ফেরত পাবেন পাঁচ ব্যাংকের গ্রাহকরা
২৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা
২৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ
২৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘চাঁদাবাজির সময়’ সম্রাট বাহিনীর প্রধান অমৃতকে পিটিয়ে হত্যা
২৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ সুরভী গ্রেপ্তার
২৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক লড়াইয়ের ইতিবাচক প্রতিফলন’
২৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘তারেক রহমানের ফেরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে সংহত করবে’
২৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছুটির দিনেও রিটার্ন জমা নেবে এনবিআর
২৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘তারেক রহমানের প্রত্যাবর্তন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সহায়ক হবে’
২৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে’
২৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন
২৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












