কথিত ট্রান্সজেন্ডার বিষয়ে শরঈ ফতওয়া (৭)
, ২০ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৩ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৯ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
সুওয়াল:
বর্তমানে তথাকথিত ট্রান্সজেন্ডার নিয়ে দেশ-বিদেশের মানুষ কঠিন ভয়াবহ ফিতনার সম্মুখীন হয়েছে। এ ব্যাপারে সম্মানিত দ্বীন ইসলাম উনার সঠিক ফায়ছালা কি? জানিয়ে বাধিত করবেন।
জওয়াব (ধারাবাহিক):
৩. ট্রান্সজেন্ডার শয়তানের কাজ:
ট্রান্সজেন্ডার বা লিঙ্গ পরিবর্তন করার মানে মহান আল্লাহ পাক উনার সৃষ্টিকে পরিবর্তন করা। এটা শয়তানের কাজ এবং এটা যারা করে তারা শয়তানের শাগরিদ। তারা ইহকাল ও পরকালে ক্ষতিগ্রস্থদের অন্তর্ভুক্ত এবং চির জাহান্নামী। যেমন- মহান আল্লাহ পাক তিনি শয়তানের সম্পর্কে ইরশাদ মুবারক করেন,
لَعَنَهُ اللهُ وَقَالَ لَاَتَّخِذَنَّ مِنْ عِبَادِكَ نَصِيْبًا مَّفْرُوْضًا. وَلَاُضِلَّنَّهُمْ وَلَاُمَنِّيَنَّهُمْ وَلَاٰمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ اٰذَانَ الْاَنْعَامِ وَلَاٰمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللهِ
অর্থ : মহান আল্লাহ পাক তিনি তার (শয়তানের) উপর লা’নত বর্ষণ করেছেন। শয়তান বললো, অবশ্যই আমি আপনার বান্দাদের মধ্য থেকে নির্দিষ্ট অংশকে (নিজের দলে) গ্রহণ করবো। অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করবো, তাদেরকে (মিথ্যা) আশ্বাস দিবো, অবশ্যই আমি তাদেরকে নির্দেশ দিবো, ফলে তারা পশুর কর্ণচ্ছেদ করবে এবং অবশ্যই আমি তাদেরকে নির্দেশ দিবো, ফলে তারা মহান আল্লাহ পাক উনার সৃষ্টিকে বিকৃত করবে। না‘ঊযুবিল্লাহ! (পবিত্র সূরা নিসা : আয়াত শরীফ ১১৮-১২১)
এই পবিত্র আয়াত শরীফ উনার স্পষ্ট প্রতিফলন আজ আমরা ট্র্যান্সজেন্ডারবাদের মধ্যে দেখতে পাই। ট্রান্সজেন্ডার আক্ষরিক অর্থেই একটি শয়তানী এজেন্ডা। যা শয়তান তার খাছ শাগরিদ ইহুদী-নাছারা, কাফির-মুশরিক ও তাদের অনুচরদের মাধ্যমে বাস্তবায়ন করে যাচ্ছে। মহান আল্লাহ পাক তিনি এ সমস্ত শয়তান প্রকৃতির লোকদের ভয়াবহ কঠিন পরিণতি সম্পর্কে ইরশাদ মুবারক করেন,
وَمَنْ يَّتَّخِذِ الشَّيْطٰنَ وَلِيًّا مِّنْ دُوْنِ اللهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُبِيْنًا. يَعِدُهُمْ وَيُمَنِّيْهِمْ وَمَا يَعِدُهُمُ الشَّيْطٰنُ اِلَّا غُرُوْرًا. اُولٰئِكَ مَأْوٰىهُمْ جَهَنَّمُ وَلَا يَجِدُوْنَ عَنْهَا مَحِيْصًا
অর্থ : আর যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার পরিবর্তে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করবে, অবশ্যই সে সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত হবে। সে তাদেরকে (মিথ্যা) প্রতিশ্রুতি দেয় এবং (মিথ্যা) আশ্বাস দেয়। শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয়, তা প্রতারণা ছাড়া কিছুই নয়। তাদের বাসস্থান জাহান্নাম। তারা সেখান থেকে কোথাও পালানোর জায়গা পাবে না। না‘ঊযুবিল্লাহ! (পবিত্র সূরা নিসা : আয়াত শরীফ ১১৯-১২১)
আল্লামা কাযী ছানাউল্লাহ পানীপথী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন,
وَلَاٰمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللهِ عَنْ وَجْهِهٖ صُوْرَةً اَوْ صِفَةً وَيَنْدَرِجُ فِيْهِ فَقُوْعِيْنَ الْحَامِىْ وَخِصَاءَ الْعَبِيْدِ وَالْوَشِيْمَ وَالْوَشِيْرَ وَالْمُثْلَةَ وَاللِّوَاطَةَ وَالسَّحَقَ وَعِبَادَةَ الشَّمْسِ وَالْقَمَرِ وَالْحَجَارَةِ لِاَنَّهَا مَا وَضَعَتْ لَهَا وَاِسْتِعْمَالَ الْجَوَارِحِ وَالْقُوٰى فِيْمَا لَا يَعُوْدُ عَلَى النَّفْسِ كَمَالًا وَتَغْيِيْرَ فِطْرَةِ اللهِ اَلَّتِىْ هِىَ الْاِسْلَامُ
অর্থ : وَلَاٰمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللهِ ‘অবশ্যই আমি তাদেরকে নির্দেশ দিবো, ফলে তারা মহান আল্লাহ পাক উনার সৃষ্টিকে বিকৃত করবে। ’ এ কথার অর্থ হচ্ছে- ছূরত বা আকৃতি ও ছিফত বা গুণগত উভয় প্রকার বিকৃতি সাধন করবে। মহান আল্লাহ পাক উনার সৃষ্টি বিকৃতির মধ্যে আরো রয়েছে উটের এক চোখ অন্ধ করে দেয়া, গোলাম বা দাসকে খাসী বা নিবীর্যকরণ, শরীরে উলকি আঁকা, শরীরে চিত্রাংকন করা, দাঁত ধারালো করা, প্রাণীকে বিকলাঙ্গ করা অর্থাৎ হাত, পা, কান, নাক ইত্যাদি অঙ্গ কেটে ফেলা, সমকামিতা, নারী নির্যাতন এবং চন্দ্র, সূর্য ও পাথরের পূজা করা। কেননা এগুলো এজন্য সৃষ্টি করা হয়নি। মহান আল্লাহ পাক উনার সৃষ্টি বিকৃতির মধ্যে আরো হচ্ছে- মানুষের শরীরের হাত, পা, নাক, চোখ, কান ইত্যাদি বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গ কেটে ফেলা এবং শক্তি বিনষ্ট করা, যা আর কোনো প্রকারে পূর্বের ন্যায় পরিপূর্ণতা সাধন সম্ভব না। আর আরেকটি বিকৃতি হচ্ছে ফিতরাত অর্থাৎ সম্মানিত দ্বীন ইসলাম উনার বিকৃতি। না‘ঊযুবিল্লাহ! (তাফসীরে মাযহারী ২/২৩৯)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তা’লীমুল মাসায়িল (১৮)
১৫ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
১৫ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৫ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মওযূ ও ছহীহ হাদীছ শরীফ নির্ণয়ের প্রকৃত মানদন্ড (১)
১৫ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনন্য এক বেমেছাল বৈশিষ্ট্য মুবারক
১৪ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যে নিজে পর্দা করে না ও অধীনস্থদের পর্দা করায় না সে দাইয়ূছ
১৪ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৪ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আরব দেশ থেকে ইহুদী-নাছারা তথা সমস্ত কাফির-মুশরিকদেরকে বের করে দেয়ার ব্যাপারে কঠোর হুশিয়ারী
১৪ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
১৩ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলা ভাষা ও সাহিত্যে ঔপনিবেশিক-ব্রাক্ষণ্যবাদী আগ্রাসন ও ষড়যন্ত্র পরিভাষা, শব্দ ও বানান আগ্রাসন (১১)
১৩ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
১৩ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৩ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












