কাকে আজ বলবো এ কথা
- মেসুত আল ফাহীম
এডমিন, ০৩ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২০ আগস্ট, ২০২৩ খ্রি:, ০৫ ভাদ্র শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) কবিতা

সহসা সব এলোমেলো
কলিজা দু:খে ছিড়ে যায়
হায়হায়, হায়হায়
প্রিয় চাচাজী কোথায়?
হৃদয় শুধু কাতরায়
প্রিয় চাচাজী কোথায়?
ও মালিক এমন বিদায়
আমাদের খুবই কাঁদায়
চারিদিকে হয় দেখো
শোকেরই মাতম
মাদরাসাতে চলছে সদা
কুরআনী খতম
অন্ধকারে ছেয়ে গেছে
গোটা দো'আলম
অভিভাবক হারানোর এই
বেদনা চরম
কি করে সইবো সে ব্যাথা
কাকে আজ বলবো এ কথা
বেদিশা সবে হয়ে যায়
হায়হায়, হায়হায়
প্রিয় চাচাজী কোথায়?
কারবালার এই মাহিনায়
নতুন হাহাকার
চলে গেলেন আহ্লু বাইতে
ছাকিয়ে কাওসার
বর্ণনাতীত কষ্ট নিয়ে
কাঁদছি গুনাহগার
মিষ্টি রসিক চাচা হুজুর
হাসবেনা যে আর
এই অভাব হবে না পূরণ
দিলে তাই হচ্ছে যে ক্ষরণ
অভাগা আছি হতাশায়
হায়হায়, হায়হায়
প্রিয় চাচাজী কোথায়?
আগড় বাতি জালিয়ে
সাইয়্যিদি দরগায়
আশিকেরা অশ্রু ঝরায়
ইশকের-ই ভাষায়
মিয়া বাড়ির সাহেবজাদার
অন্তিম জানাজায়
খলীফাতুল উমাম আসেন
মুর্শিদী নকশায়
কি মহান ছোট চাচাজান
শাহযাদা করলেন তা প্রমাণ
রেখে দেন খোদায়ী জিম্মায়
হায়হায়, হায়হায়
প্রিয় চাচাজী কোথায়?