ইলমে তাছাউফ
কামিল শায়েখ উনার ছোহবত মুবারকের গুরুত্ব ও ফযীলত (১০)
, ০৬ অক্টোবর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ইলমে তাছাউফ
এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করা হয়েছে-
عن حضرت بهذ بن حكيم عن ابيه عن جده رضى الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من استقبل العلماء فقد استقبلنى ومن زار العلماء فقد زارنى ومن جالس العماء فقد جالسنى ومن جالسنى فكانما جالس ربى وفى رواية اخرى من زار عالما فكانما زارنى ومن زارنى فكانما زار الله ومن زار الله فقد غفر له.
অর্থ: “হযরত বাহয ইবনে হাকীম রহমতুল্লাহি আলাইহি তিনি উনার পিতা থেকে, উনার পিতা উনার দাদা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণনা করেন, মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি উলামায়ে হক্কানী-রব্বানীগণ উনাদেরকে সম্মান করলো সে মূলত আমাকেই সম্মান করলো এবং যে উনাদের যিয়ারত মুবারক লাভ (সাক্ষাৎ) করলো প্রকৃতপক্ষে সে আমারই পবিত্র যিয়ারত মুবারক লাভ করলো এবং যে উনাদের সাথে বসলো প্রকৃতপক্ষে সে আমার সাথে বসলো আর যে আমার সাথে বসলো সে মূলত খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার সাথেই বসলো। ”
অপর রেওয়ায়েতে বর্ণিত রয়েছে, “যে ব্যক্তি কোনো হক্কানী-রব্বানী আলিম, মহান আল্লাহ পাক উনার ওলী উনার যিয়ারত মুবারক করলো, সে প্রকৃতপক্ষে মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যিয়ারত মুবারক করলো। আর যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যিয়ারত মুবারক করলো সে প্রকৃতপক্ষে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার সাথে যিয়ারত মুবারক করলো। আর যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার যিয়ারত মুবারক করলো মহান আল্লাহ পাক তিনি তাকে ক্ষমা করে দিবেন। ” সুবহানাল্লাহ! (কানযুল উম্মাল, র্আ রাফিয়ী)
সুতরাং পবিত্র হাদীছ শরীফ ও উক্ত ওয়াক্বিয়া থেকেই ছোহবত ইখতিয়ারের বিষয়টি স্পষ্টভাবে ফুটে উঠেছে। কাজেই আমাদের সকলের উচিত হক্কানী রব্বানী আলিম তথা আল্লাহওয়ালা উনাদের ছোহবত মুবারক ইখতিয়ার করা।
ছোহবত মুবারক ইখতিয়ারের আদব:
প্রত্যেকটি জিনিসের আদব রয়েছে। আর ইলমে তাছাউফ উনার মূলেই হলো আদব। কাজেই আদব ছাড়া কিছুই হাছিল করা কসি¥নকালেও সম্ভব নয়। আদব উনার তো কোন শেষ নেই। এখানে ছোহবত ইখতিয়ার করার কতিপয় আদব উল্লেখ করা হলো-
. মহাসম্মানিত হযরত শায়েখ আলাইহিস সালাম উনার প্রতি সর্বোচ্চ হুসনে যন পোষণ করতে হবে। কোন প্রকার চূ-চেরা, ক্বীল-ক্বাল করা যাবে না।
* মহাসম্মানিত হযরত শায়েখ আলাইহিস সালাম উনার প্রতিটি আদেশ-নির্দেশ মুবারক অক্ষরে অক্ষরে পালন করার সর্বাত্মক কোশেশ করতে হবে।
* হযরত শায়েখ আলাইহিস সালাম উনার ছোহবত মুবারক ইখতিয়ারের সময় নিজেকে জ্ঞান শূণ্য মনে করতে হবে। নিজের অনেক জ্ঞান বিদ্যা রয়েছে তা কোন জাহির করার চেষ্টা করা যাবে না। অন্যথায় হালাক হতে হবে।
* মহাসম্মানিত হযরত শায়েখ আলাইহিস সালাম উনার মুবারক অনুমোদন ছাড়া বসা চরম আদবের খিলাফ এবং হালাকীর কারণ।
* হযরত শায়েখ আলাইহিস সালাম উনার সামনে বসার ক্ষেত্রে অত্যন্ত আদব বজায় রাখবে। নামাযের ছূরতে বসতে হবে।
* বসার ক্ষেত্রে অবশ্যই কাতার কাতার হয়ে সুন্নতী কায়দায় বসতে হবে। খেজুরের দানার ন্যায় ছড়িয়ে-ছিটিয়ে বসা সুন্নতের খিলাফ।
* মহাসম্মানিত হযরত শায়েখ আলাইহিস সালাম উনার প্রতিটি ক্বওল শরীফ অত্যন্ত আদব, মুহব্বত ও মনযোগ সহকারে শুনতে হবে।
* মহাসম্মানিত হযরত শায়েখ আলাইহিস সালাম তিনি বায়াত করানোর সময় খালিছ নিয়তে, মনযোগ সহকারে শুনতে হবে, তারপর উনার বাক্য মুবারক শেষ হলে অতঃপর সালিক বলবে।
* মহাসম্মানিত হযরত শায়েখ আলাইহিস সালাম উনার মকবুল মুনাজাত শরীফ উনার সময় তিনি বাক্য মুবারক শেষ করার পর; সালিক জোরে জোরে আমীন আমীন বলবে।
ছোহবত মুবারক ইখতিয়ার করার প্রসঙ্গে মহাসম্মানিত হযরত শায়েখ আলাইহিস সালাম উনার আদেশ মুবারক:
এ প্রসঙ্গে পঞ্চদশ হিজরী শতাব্দীর মুজাদ্দিদ ও ইমাম, মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, “প্রত্যেক মুরীদের জন্য স্থানকালের পার্থক্য অনুযায়ী স্বীয় মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার ছোহবত মুবারক ইখতিয়ার করতে হবে। সেই সাথে উনার পৃষ্ঠপোষকতায় প্রকাশিত আহলে সুন্নত ওয়াল জামায়াত উনার আক্বীদা ও আমল সম্বলিত, সম্মানিত শরীয়ত ও সম্মানিত সুন্নত মুবারক উনাদের পথিকৃত, যামানার তাজদীদী মুখপত্র দৈনিক আল ইহসান শরীফ, মাসিক আল বাইয়্যিনাত শরীফ পাঠ এবং আনজুমানে আল বাইয়্যিনাত উনার মজলিস করতে হবে। ”
উল্লেখ্য, হযরত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার ছোহবত মুবারক ইখতিয়ার করা সম্পর্কে তিনি আরো ইরশাদ মুবারক করেন, “যারা নিকটে অবস্থান করে তারা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাযে পাঁচবার ছোহবত মুবারক ইখতিয়ার করবে। যারা একই মহল্লায় থাকে তারা প্রতিদিন কমপক্ষে একবার। যারা একই শহর বা গ্রামে থাকে তারা সপ্তাহে কমপক্ষে জুমুয়াসহ আরো দুই বা মোট তিনবার। যারা সেই শহর বা গ্রামের বাইরে বসবাস করে তারা সপ্তাহে কমপক্ষে একবার। যারা পার্শ্ববর্তী জেলাগুলোতে বসবাস করে তারা মাসে অন্ততপক্ষে একবার। যারা দূরবর্তী জেলাগুলোতে অবস্থান করে তারা কমপক্ষে তিন মাসে একবার। যারা নিকটবর্তী দেশে অবস্থান করে তারা কমপক্ষে ছয় মাসে একবার। আর যারা দূরদেশে বসবাস করে তারা কমপক্ষে বৎসরে একবার শায়েখ আলাইহিস সালাম উনার ছোহবত মুবারক ইখতিয়ার করবে। তবে যে ব্যক্তি তার শায়েখ বা মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার যতবেশি ছোহবত মুবারক ইখতিয়ার করবে তার মর্যাদা-মর্তবা ততবেশি হবে। পবিত্র ইছলাহ বা পরিশুদ্ধি, তায়াল্লুক, নিসবত এবং নৈকট্য মুবারক ততবেশি হাছিল হবে। ” সুবহানাল্লাহ!
কাজেই, মহান আল্লাহ পাক তিনি সবাইকে হাকীকীভাবেই খালিছ আল্লাহওয়ালা হওয়ার জন্য সাইয়্যিদুনা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার নিকট বাইয়াত হয়ে উনার ছোহবত মুবারক ইখতিয়ার করার তাওফীক্ব নছীব করুন। আমীন! (সমাপ্ত)
-মুহম্মদ হুসাইন নাফে’।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (৪৬)
৩০ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (৪৫)
২৯ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র ছোহবত মুবারক গ্রহণের ফাযায়িল-ফযীলত, গুরুত্ব-তাৎপর্য ও আবশ্যকতা:
২৮ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (৪৪)
২৬ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (৪৩) শায়েখ বা মুর্শিদ ক্বিবলা যখন যা আদেশ করবেন তখন তা পালন করাই মুরীদের জন্য সন্তুষ্টি লাভের কারণ
২৫ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলমে তাছাউফ
১৪ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র ছোহবত মুবারক গ্রহণের ফাযায়িল-ফযীলত, গুরুত্ব-তাৎপর্য ও আবশ্যকতা:
০৭ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র নক্শবন্দিয়ায়ে মুজাদ্দিদিয়া তরীক্বার শাজরা শরীফ
০৭ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র ছোহবত মুবারক গ্রহণের ফাযায়িল-ফযীলত, গুরুত্ব-তাৎপর্য ও আবশ্যকতা:
৩১ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যামানার মূল নায়িবে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে তায়াল্লুক-নিসবত ব্যতীত খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার ও উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সাথে তায়াল্লুক-নিসবত মুবারক রাখার দাবি বাতুলতার নামান্তর:
২৪ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র ক্বাদিরিয়া তরীক্বার শাজরা শরীফ
২৪ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইলমে তাছাউফ
১৭ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












