জানা-অজানা ১২টি বিষয়
এডমিন, ২০ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ রবি’ ১৩৯১ শামসী সন , ০৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৩ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) শিক্ষামূলক জিজ্ঞাসা

পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হয়। ইন্টারভিউতে সাধারণ জ্ঞান, ইতিহাস থেকে শুরু করে জীবন সম্পর্কিত এমন অনেক প্রশ্ন করা হয়। আবার কখনো কখনো প্রার্থীর উপস্থিত বুদ্ধির যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন করা হয় যাতে তারা সহজেই বিভ্রান্ত হয়ে পড়ে। এমনই কিছু প্রশ্ন করা হয়েছে, এবার তা উত্তরসহ দেখে নেওয়া যাক।
১) প্রশ্ন: দারুচিনি উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়?
উত্তর: বাকল বা ছাল থেকে।
২) প্রশ্ন: ‘ছজ কোড’ এর পূর্ণরূপ কি?
উত্তর: কুইক রেসপন্স কোড
৩) প্রশ্ন: কোন খাবারটি কখনোই পচে যায় না?
উত্তর: মধু।
৪) প্রশ্ন: কোন প্রাণীকে স্পর্শ করার সাথে সাথে মারা যায়?
উত্তর: টিটোনি পাখি একটু স্পর্শেই মারা যায়।
৫) প্রশ্ন: সমুদ্রের পাশাপাশি আমাদের বাড়িতেও বাস করে, এমন কী?
উত্তর: লবণ।
৬) প্রশ্ন: শরীরের এমন কোন অঙ্গ, যা শৈশব থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত কখনো বাড়ে না?
উত্তর: চোখ।
৭) প্রশ্ন: পানি হজম করতে কতক্ষণ সময় লাগে?
উত্তর: পানি হজম করতে কোনও সময় লাগে না, তাই বেশি বেশি করে পানি পান করার পরামর্শ দেওয়া হয়।
৮) প্রশ্ন: শীতকালে যে জিনিসের বেশি প্রয়োজন কিন্তু গ্রীষ্মকালে বেশি পাওয়া যায়, সেটা কী?
উত্তর: সূর্যের আলো।
৯) প্রশ্ন: কোন পাখি আকাশে ডিম পাড়ে এবং সে ডিম মাটিতে পড়ার আগেই বাচ্চা হয়ে উড়ে যায়?
উত্তর: হোমা পাখি।
১০) প্রশ্ন: কোন গ্রহে হীরের বৃষ্টিপাত হয়?
উত্তর: নেপচুন ও ইউরেনাস।
১১) প্রশ্ন: একজন পূর্ণবয়স্ক ব্যক্তির ফুসফুসে বায়ুধারণ ক্ষমতা কত?
উত্তর: ৬ লিটার।
১২) প্রশ্ন: চাঁদের মাথায় চাঁদ কখন থাকে?
উত্তর: ‘চাঁদ’ বানানটি লেখার সময়।