নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অন্য কারো মতো মনে করা কুফরী এবং কাফির ও জাহান্নামী হওয়ার কারণ
এডমিন, ০৩ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ রবি’ ১৩৯১ শামসী সন , ১৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ০৪ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আপনাদের মতামত

অতএব, যিনি সকল নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদেরও সম্মানিত নবী ও রসূল, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেও যারা নিজেদের মতো বা অন্য কারো মতো মনে করবে, তারাও ইবলীস শয়তানের মতো সম্মানিত জান্নাত থেকে বিতাড়িত হবে, অভিশপ্ত ও চির লা’নতগ্রস্ত হবে। নাউযুবিল্লাহ!
যেমন হযরত নূহ আলাইহিস সালাম উনার এবং উনার আওলাদ ও উনার ক্বওম এবং ক্বওমে আদ ও ক্বওমে ছামুদ তারা তাদের যিনি নবী ও রসূল আলাইহিমুস সালাম উনাদের শানে বেয়াদবী প্রদর্শন করে বলেছিল যে, “আপনারা তো আমাদের মতোই বাশার (মানুষ)। (পবিত্র সূরা ইবরাহীম শরীফ: পবিত্র আয়াত শরীফ ১০) ফলে তারা ধ্বংস হয়ে জাহান্নামী হয়েছে।
-আল্লামা সাইয়্যিদ শুয়াইব আহমদ।