পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে গরুর গোস্ত শি‘আরুল ইসলাম {এবং গরুর গোস্ত নিয়ে সকল বিভ্রান্তির খ-নমূলক জবাব}(৪)
, ২৪ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১০ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
দুনিয়া এবং আখিরাতের খাদ্যের সাইয়্যিদ গোস্ত
দুনিয়া এবং আখিরাতের খাদ্যের সাইয়্যিদ গোস্ত। এ প্রসঙ্গে মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَيِّدُ طَعَامِ أَهْلِ الدُّنْيَا وَأَهْلِ الْجَنَّةِ اللَّحْمُ
অর্থ: “হযরত আবূ দারদা’ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, দুনিয়াবাসী ও জান্নাতবাসীদের খাদ্যের সাইয়্যিদ হচ্ছেন গোস্ত।” সুবহানাল্লাহ! (ইবনে মাজাহ শরীফ: ৩য় খ-: কিতাবুত ত্বয়ামাহ্: পবিত্র হাদীছ শরীফ নং ৩৩০৫, তাহযীবুল কামালঃ রাবী নং ২৫৫০, ১২/৪৩ নং পৃষ্ঠা)
মহান আল্লাহ পাক তিনি গরুর বিষয়ে কি বলেছেন?
(গরু ও গরুর গোস্ত খাওয়ার বিষয়ে মহান আল্লাহ পাক উনার বিশেষ মহাসম্মানিত ও মহাপবিত্র নির্দেশনা মুবারক)
গরু হলো, মহাসম্মানিত মহাপবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে বর্ণিত (الْأَنْعَامِ) চতুষ্পদ হালাল প্রাণীগুলোর মধ্যে একটি। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَمِنَ الْأَنْعَامِ حَمُوْلَةً وَفَرْشًا ۚ كُلُوْا مِمَّا رَزَقَكُمُ اللهُ وَلَا تَتَّبِعُوْا خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ إِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ.
অর্থ: “গবাদিপশুর মধ্যে কতগুলো ভারবাহী এবং কতগুলো ছোট আকৃতির। মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে যে রিযিক দিয়েছেন তা থেকে তোমরা খাও। আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু।” (পবিত্র সূরা আন‘আম : আয়াত শরীফ-১৪২)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
ثَمَانِيَةَ أَزْوَاجٍ ۖ مِّنَ الضَّأْنِ اثْنَيْنِ وَمِنَ الْمَعْزِ اثْنَيْنِ ۗ قُلْ آلذَّكَرَيْنِ حَرَّمَ أَمِ الْأُنثَيَيْنِ أَمَّا اشْتَمَلَتْ عَلَيْهِ أَرْحَامُ الْأُنثَيَيْنِ ۖ نَبِّئُوْنِي بِعِلْمٍ إِنْ كُنتُمْ صَادِقِيْنَ.
অর্থ: “আটটি জোড়া-পশু। মেষ বা দুম্বার মধ্যে (নর ও মাদী) দুটো, ছাগলের মধ্যে (নর ও মাদী) দুটো। আপনি বলুন, তিনি কি নর দুটো হারাম করেছেন, নাকি মাদী দুটো, নাকি মাদী দুটোর গর্ভে যা রয়েছে তা? জানা থাকলে আমাকে জানাও যদি তোমরা সত্যবাদী হও।” (পবিত্র সূরা আন‘আম : আয়াত শরীফ-১৪৩)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
وَمِنَ الْإِبِلِ اثْنَيْنِ وَمِنَ الْبَقَرِ اثْنَيْنِ ۗ قُلْ آلذَّكَرَيْنِ حَرَّمَ أَمِ الْأُنثَيَيْنِ أَمَّا اشْتَمَلَتْ عَلَيْهِ أَرْحَامُ الْأُنثَيَيْنِ ۖ أَمْ كُنتُمْ شُهَدَاءَ إِذْ وَصَّاكُمُ اللهُ بِـهٰذَا ۚ فَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرٰى عَلَى اللهِ كَذِبًا لِّيُضِلَّ النَّاسَ بِغَيْرِ عِلْمٍ ۗ إِنَّ اللهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ.
অর্থ: “আর উটের মধ্যে (নর ও মাদী) দুটো, গরুর মধ্যে (নর ও মাদী) দুটো। আপনি বলুন, তিনি কি নর দুটো হারাম করেছেন, নাকি মাদী দুটো, নাকি মাদী দুটোর গর্ভে যা রয়েছে তা? নাকি তোমরা তখন উপস্থিত ছিলে যখন মহান আল্লাহ পাক তিনি এ বিষয়ে তোমাদেরকে আদেশ মুবারক করেছেন? ঐ ব্যক্তির চেয়ে অধিক যালিম কে রয়েছে, যে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য অজ্ঞতার কারণে মহান আল্লাহ পাক উনার উপর মিথ্যারোপ করে? নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি যালিম সম্প্রদায়কে সম্মানিত হিদায়েত দান করেন না।” নাঊযুবিল্লাহ! (পবিত্র সূরা আন‘আম : আয়াত শরীফ-১৪৪)
এখানে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় উক্ত পবিত্র আয়াত শরীফসমূহ উনাদের থেকে স্পষ্টভাবে বুঝা যায়:
১. পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে বলা হয়েছে, “মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে যে রিযিক দিয়েছেন তা থেকে তোমরা খাও, এ ব্যাপারে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না।” উল্লেখ্য বিষয় হলো এখানে গরু একটি হালাল প্রাণী। কাজেই, এটা গ্রহণ করাও আমাদের কর্তব্য। কাজেই, যদি কেউ বলে, ‘গরুর গোস্ত খাওয়া ঠিক নয় এতে রোগ আছে’, তবে এ কথা মানা ও শোনা এটা শয়তানের পদাঙ্ক অনুসরণ হবে অর্থাৎ যা শুধুমাত্র শয়তানের সূক্ষ্ম একটি ধোঁকা ব্যতীত কিছুই নয়। নাঊযুবিল্লাহ!
২. পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে আরো বলা হয়েছে, আট জোড়া পশুর মধ্যে গরু অন্যতম। বলার বিষয় হলো, পরবর্তীতে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেছেন, ঐ ব্যক্তির চেয়ে অধিক যালিম কে রয়েছে, যে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য অজ্ঞতার কারণে মহান আল্লাহ পাক উনার উপর মিথ্যারোপ করে?
এখানে বিষয়টি পরিপূর্ণরূপে স্পষ্ট যে, যারা একমাত্র জুহালায়ে সূ অর্থাৎ যারা সবচেয়ে নিকৃষ্ট তব্কার মূর্খ; তারাই একমাত্র মহান আল্লাহ পাক উনার প্রতি মিথ্যারোপ করতে পারে। কেননা, গরুর গোস্ত মহান আল্লাহ পাক তিনি হালাল করেছেন, আর তিনি তো কোন রোগযুক্ত খাবার বা খারাপ কোন কিছু আমাদের জন্য হালাল করবেন না। কাজেই, যদি কেউ এমন ভ্রান্ত কথা বলে থাকে, তাহলে সে প্রকৃতপক্ষে ভ-, প্রতারক, উলামায়ে সূ, জুলামায়ে সূ এবং জুহালায়ে সূ। যা মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার মধ্যে উল্লেখিত পবিত্র আয়াত শরীফ উনার মধ্যেই বলা হয়েছে।
৩. উক্ত পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে এটাও বলা হয়েছে যে, সত্যবাদী হলে দলীল পেশ করার জন্যে। কাজেই, যারা গরুর গোস্ত নিয়ে ভ্রান্ত কথা ছড়ানোর ব্যার্থ চেষ্টা করে থাকে তাদের প্রতিও আমাদের প্রকাশ্য বাহাছের ঘোষণা থাকলো।
৪. আর মহান আল্লাহ পাক তিনি এটাও ইরশাদ মুবারক করেছেন যে, যারা এরূপ বিভ্রান্তি ছড়ায় মহান আল্লাহ পাক তিনি তাদেরকে কখনোই সম্মানিত হিদায়েত দেন না অর্থাৎ তারা এমন গুমরাহীতে নিমজ্জিত হয় যে তারা সম্মানিত হিদায়েত লাভের যোগ্যতা হারিয়ে ফেলে। নাঊযুবিল্লাহ!
-মুহম্মদ মুস্তাজিবুর রহমান ওয়াক্বী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইলিম অর্জন করার পর সে অনুযায়ী যে আমল করে না, তার তিনটি অবস্থার যে কোনো একটি হবেই-
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত আবদুল্লাহ ইবনে সালাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৪)
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঢিলা-কুলুখের বিধান
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেপর্দা হওয়া শয়তানের ওয়াসওয়াসাকে সহজ করার মাধ্যম
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক উনার রাস্তায় খরচ করলে তা দ্বিগুণ-বহুগুনে বৃদ্ধি করে ফিরিয়ে দেয়া হয়
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসমাউর রিজাল, জারাহ ওয়াত তা’দীল, উছুলে হাদীছ শরীফ উনার অপব্যাখ্যা করে অসংখ্য ছহীহ হাদীছ শরীফ উনাকে জাল বলছে ওহাবী সালাফীরা (১)
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত আবদুল্লাহ ইবনে সালাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৩)
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক করেন-
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












