বাবার বুকে মাথা রেখে ঘুমাবে বলে জেগে থাকে ৫ বছরের সিনহা
, ৩০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ ছালিছ, ১৩৯২ শামসী সন , ০৬ আগষ্ট, ২০২৪ খ্রি:, ২২ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
গত ১৯ জুলাই বিকেলে কোটা সংস্কার আন্দোলন ঘিরে রংপুর নগরীর সিটি বাজার সংলগ্ন কৈলাশরঞ্জন উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশ ও আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থানে ছিল। তাদের মধ্যে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া থেকে একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এদিন সিটি বাজারে সবজি কিনতে এসে গুলিবিদ্ধ হয়ে মারা যান ত্রিশ বছর বয়সী সাজ্জাদ হোসেন।
রংপুর নগরীর শিক্ষাঙ্গণ উচ্চ বিদ্যালয় সংলগ্ন কামাল কাছনা রোডে বাড়ি সাজ্জাদের। তার বাবা ইউসুফ আলী চার বছর আগে মারা গেছেন। সাজ্জাদ হোসেন ভ্যানে করে নগরীর আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজ মোড়ে আদা, রসুন, পেঁয়াজসহ শাক-সবজি বিক্রি করতেন। পাশাপাশি তিনি রাজমিস্ত্রির কাজও করতেন।
সাজ্জাদকে হারিয়ে দিশেহারা তার বিধবা মা, স্ত্রী ও শিশু সন্তানসহ পরিবারের অন্য সদস্যরা। মা-বাবার তিন মেয়ে ও দুই ছেলে সন্তানের মধ্যে সাজ্জাদ ছিল ভাইদের মধ্যে বড়। সাত বছর আগে বিয়ে করা সাজ্জাদের সংসারে রয়েছে ৫ বছরের একমাত্র সন্তান সিনহা।
এখন সেই শিশুসন্তানের মুখের দিকে তাকিয়ে কেউ যেন কথা বলতে পারছেন না। নির্বাক হয়ে আছেন স্বামীকে হারানো স্ত্রী জিতু বেগম। আর সন্তানকে হারানো মা ভাবছেন তার ছেলের স্ত্রী-সন্তানের ভবিষ্যৎ নিয়ে। এক অন্ধকার ভবিষ্যতের দুশ্চিন্তায় আচ্ছন্ন পরিবারটিতে এখন সুনসান নীরবতা। শোকে স্তব্ধ প্রতিটি মানুষ সাজ্জাদকে খুঁজতে থাকা শিশুকন্যা সিনহার একটি প্রশ্নের কাছে থমকে যাচ্ছেন বারবার। সিনহার প্রশ্ন ‘বাবা কখন বাড়িতে আসবে?’ কিন্তু এর উত্তর কেউ দিতে পারছেন না।
পরিবারের সদস্যরা বলছেন, রাতে বাবার (সাজ্জাদের) বুকে মাথা রেখে ঘুমাবে বলে অপেক্ষায় জেগে থাকে পাঁচ বছরের ছোট্ট শিশু সিনহা। তার বিশ্বাস বাবা দূরে কোথাও কাজে গেছেন। কয়েক দিন পর বাসায় ফিরে আগের মতো কোলে নিয়ে আদর করে কপালে চুমু দেবেন। দোকান থেকে নাস্তা কিনে দেবেন। হাত ধরে মাদরাসায় নিয়ে যাবেন। সেই আশা নিয়ে গত ১২ দিন ধরে রাত জেগে বাবার অপেক্ষায় থাকে সিনহা। গভীর রাত পর্যন্ত অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে আবারও বাবা বাবা বলে ডাক শুরু করে। কিন্তু বাবার দেখা মেলে না। বাড়িতে সবাই আছে শুধু তার বাবা নেই।
অবুঝ সিনহার কাছে তার বাবা কোথায় আছে জানতে চাইলে মলিন মুখে উত্তর দেয়, জানি না।
সাজ্জাদের দুলাভাই আলী হোসেন বলেন, গত ১৯ জুলাই সাজ্জাদ হোসেন বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে কৈলাশরঞ্জন উচ্চ বিদ্যালয়ের গেট দিয়ে সিটি বাজারে যাওয়ার পথে আকস্মিক পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষের মধ্যে আটকা পড়েন। অবস্থা বেগতিক দেখে একপর্যায়ে লুকাতে গিয়ে একটি গুলি এসে তার পেটের বাম পাশে লাগে। গুলিটি পেটের বাম পাশে ঢুকে ডান পাশ দিয়ে হাতের কনুই হয়ে বের হয়ে যায়।
নিহত সাজ্জাদের মা ময়না বেগম বলেন, ছেলে আমার বাজারে গেল ব্যবসার জন্য সবজি কিনতে। বাড়ি ফিরলো লাশ হয়ে। সাজ্জাদের টাকায় আমাদের সংসার চলত। এখন কীভাবে সংসার চলবে জানি না। কয়েক দিন থেকে প্রতিবেশীরা খাবার দিচ্ছে, তাই খেয়ে আছি। এভাবে আর কতদিন চলবে? নাতনিটা সব সময় বাবা বাবা বলে কাঁদে। আমার ছেলে তার মেয়েকে খুব ভালোবাসতো। বাবাকে ছাড়া সে কখনো ঘুমাত না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দুদিন পর ‘কোপা শামছু বাহিনী’ প্রধানের লাশ উদ্ধার, নিহত বেড়ে ৬
২৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী সোমবার থেকে আমানতের অর্থ ফেরত পাবেন পাঁচ ব্যাংকের গ্রাহকরা
২৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা
২৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ
২৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘চাঁদাবাজির সময়’ সম্রাট বাহিনীর প্রধান অমৃতকে পিটিয়ে হত্যা
২৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ সুরভী গ্রেপ্তার
২৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক লড়াইয়ের ইতিবাচক প্রতিফলন’
২৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘তারেক রহমানের ফেরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে সংহত করবে’
২৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছুটির দিনেও রিটার্ন জমা নেবে এনবিআর
২৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘তারেক রহমানের প্রত্যাবর্তন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সহায়ক হবে’
২৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে’
২৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন
২৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












