আপনাদের মতামত
মাহফিলের নামে সিনেমার গান গাওয়া আহাজারি অবশেষে হলিউড তারকাদের ন্যায় লাল-গালিচায় সংবর্ধিত হল! লাল গালিচার মতো বিজাতীয় এবং বিধর্মীয় সংস্কৃতি গ্রহণ করে নিজেদেরকে আহাজারি গং কাদের সাথে হাশর নাশরের যোগ্য করলো?
, ২৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৩ ছামিন, ১৩৯২ শামসী সন , ৩১ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ১৫ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) আপনাদের মতামত
আজহারী কি আহাজারি? এ প্রশ্ন এখন হক্ব তালাশীদের। ওয়াজের নামে সিনেমার গান গাওয়া। এবং প্রশ্ন ছুড়ে দেয়া- এসব (গান) আছে? নাকি নাই? তারমানে আহাজারির ওয়াজে যাওয়ার এবং ওয়াজ শোনার জন্য একটা যোগ্যতা নয় কুযোগ্যতা লাগে। সেটা হল সিনেমা দেখা এবং সিনেমার গান মুখস্থ করা। এবং আজহারির মাহফিলে যে গান স্মরণের পরীক্ষা দেয়া হয়। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ!! নাউযুবিল্লাহ!!!
প্রবাদ রয়েছে যেরকম রুহ সেরকম ফেরেশতা। যা আহাজারির ক্ষেত্রেও ঘটেছে। আহাজারি পন্থীরা ২৭/১২/২৪ কক্সবাজার পেকুয়া মাহফিলে কথিত লক্ষ লোকের তৃপ্তির ঢেকুর তুলেছে। কিন্তু এই কথিত লক্ষ লোক যে বিজাতীয় সংস্কৃতির চর্চা করে, গ্রহণ করে, মূল্যায়ন করে গোমরাহ হয়েছে, হালাল মনে করে কুফরী করেছে তা কি তারা বুঝতে পেরেছে?
এখন আহাজারিকে যে কথিত লালগালিচা সংবর্ধনা দেয়া হলো তার ইতিহাস থেকে একটু পর্যালোচনা করা যাক:
প্রাচীন গ্রিসের ইস্কিলুসের ট্র্যাজেডিতে লালগালিচার উল্লেখ পাওয়া যায়। যখন গ্রিসের সম্রাট আগামেমনন ট্রোজান যুদ্ধে বিজয়ী হয়ে দেশে ফিরে আসেন, তখন সম্রাজ্ঞীর নির্দেশে তাকে স্বাগত জানাতে লালগালিচা বিছানো হয়েছিল। অর্থাৎ খ্রিষ্টের জন্মেরও ৫০০ বছর আগে রাজকীয় সংবর্ধনায় লালগালিচা ব্যবহৃত হতো বলে ধারণা পাওয়া যায়।
মধ্যযুগের ইউরোপে লাল রংকে আভিজাত্যের প্রতীক হিসেবে তুলে ধরা হতো। তাই রেনেসাঁ যুগের শিল্পকর্মে সাধু, সম্রাট কিংবা অভিজাত ব্যক্তিদের পায়ের নিচে লালগালিচার অস্তিত্ব পাওয়া যায়।
আধুনিক যুগে, ১৮২১ সালে মার্কিন প্রেসিডেন্ট জেমস মনরোর সাউথ ক্যারোলাইনায় আগমনকে স্বাগত জানাতে সেখানে লালগালিচা ব্যবহার করা হয়েছিল বলে জানা যায় এবং এরপর থেকেই মূলত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় উচ্চপদস্থ ব্যক্তিদের সম্মান প্রদর্শনে লালগালিচা ব্যবহার করা হয়ে থাকে।
তবে লালগালিচাকে আধুনিককালে সবচেয়ে বেশি জনপ্রিয় করেছেন হলিউড তারকারা। মূলত বিংশ শতাব্দীতে যুক্তরাষ্ট্রে চলচ্চিত্রশিল্পের ব্যাপক উন্নতি ঘটে এবং হলিউডের তারকাদেরও অভিজাত ব্যক্তি হিসেবে গণ্য করা হতে থাকে।
১৯২২ সালে সিদ গ্রাউম্যান নামের একজন পরিচালক ‘রবিন হুড’ চলচ্চিত্রের প্রিমিয়ারে তারকাদের অভ্যর্থনা জানানোর জন্য লাল গালিচার ব্যবস্থা করেছিলেন। এর মাধ্যমে চলচ্চিত্র তারকাদের অভ্যর্থনায় প্রথমবারের মতো ব্যবহৃত হয়েছিল লাল গালিচা।
এর অনেক পরে ১৯৬১ সালে অস্কার নাইট-এ পুনরায় লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। ১৯৬৪ সালে অস্কার প্রদান অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল লাল গালিচায় তারকাদের হাঁটার ব্যাপারটি।
প্রসঙ্গত হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে- যে যে সম্প্রদায়ের সাথে, সংস্কৃতির সাথে মিল রাখে তার হাশর-নাশর তাদের সাথে হবে।
সেক্ষেত্রে আহাজারি গং রা গ্রীস, ইউরোপীয় খ্রীষ্টান এবং হলিউড তারকাদের সংস্কৃতির অনুসরণ, পালন এবং মূল্যায়ন করে কাদের সাথে হাশর-নাশরের জন্য নিজেদের উপযোগী করল; তা বুঝতে খুব বেশী আক্বল খাটানো লাগে কী? আর আক্বল-মন্দের জন্য তো ইশারাই যথেষ্ট।
-মুহম্মদ ওয়ালীউল্লাহ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খ্রিস্টানদের অনুষ্ঠানকে ‘বড়দিন’ বলা যাবে না
০২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বাধীন আরাকান চাই!
২৭ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের সার্বভৌমত্বের সংকটে- দেশপ্রেমিক সেনাবাহিনীকে এগিয়ে আসতেই হবে
১৬ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পৃথিবীর সবচাইতে কুখ্যাত কিছু নৌদস্যুর অপকীর্তি
২৫ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফসলের একটি অংশ যায় রাজাকার ত্রিদিবের সন্তান দেবাশীষের ঘরে! -এদেশে উপজাতি চৌকিদারকে কেন ‘রাজা’ হিসেবে স্বীকৃতি দেয়া হচ্ছে?
২৪ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
উলামায়ে ছু’দের বদ আমলই কি এর জন্য দায়ী নয়?
২২ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশে জিএম ফুড প্রচলনের সকল ষড়যন্ত্র বন্ধ করতে হবে
১৯ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জান্নাতী এবং জাহান্নামী ব্যক্তিদের কিছু আলামত
১৮ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলা ভাষা ও সাহিত্যে ঔ পনিবেশিক-ব্রাক্ষণ্যবাদী আগ্রাসন ও ষড়যন্ত্র পরিভাষা, শব্দ ও বানান আগ্রাসন (১)
১৫ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত প্রকার অশ্লীলতাই হারাম
১২ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইলিশ ধরায় বাংলাদেশ-ভারতের নিষেধাজ্ঞার সময়ে বড় পার্থক্য নিষেধাজ্ঞার নামে ভিনদেশী জেলেদের জামাই আদরে সাগর থেকে ইলিশ নিয়ে যাওয়ার সুযোগ করে দেয়া হয় আর দেশীয় জেলেদের জেলে পুরা হয় জেলেদের প্রতি এ নির্মম জুলুম আর কতকাল?
১১ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আধুনিকতা নাম দিয়ে হারাম ‘ছবি’ তোলা থেকে বিরত থাকুন
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












