সকল সৃষ্টির-ই তিনি মা
এডমিন, ০৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ রবি’ ১৩৯১ শামসী সন , ২৩সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ০৮ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) কবিতা
সর্বশ্রেষ্ঠা কায়িনায়।
ভিখারী সবে হাবীব-খোদা বিনে,
উনার ফায়িযী আঙ্গিনায়।
‘মা’ তিনি শুধুই নন যে মোদের,
সকল সৃষ্টির-ই তিনি মা।
গোলামীতে উনার মশগুল রহে
সবে দায়িমান দায়িমা।
জান্নাত রয় মওজূদ উনার,
পবিত্র নূরুদ্ দারাজায়।
ঐ জান্নাত বিলান তিনি সবারে
খোদ রহমানী কায়দায়।
মাল‘ঊন তারা, জাহান্নামী তারা
যারা মানে না আম্মা উনাকে।
তাদের শাস্তি হবেই আলবৎ
দেয়া হবে না রেহাই কাউকে।
‘কুত্তিলূ তাক্বতীলা’ করো তাদের
রয় হুকুম পাক কুরআনে।
চূ-চেরা, ক্বীল-ক্বাল করে পরিত্রাণ
পাবে না কেউ কোন জাহানে।
নক্শায়ে উম্মাহাতুল মু’মিনীন
হন মোদের আম্মা ক্বিবলা।
ভিখারীর বেশে রই পড়ে গোলাম,
হে আম্মা ছিদ্দীক্বাহ্-কুবরা!
হাক্বীক্বী ছোহবত, দীদার-নিসবত
দানে ধন্য করুন সবারে।
ফালইয়াফরহূতে রবো দায়িম
মা! মোরা অনন্তকাল ধরে।
শব্দার্থ: (১) নূরুদ দারাজাহ্= পা মুবারক, (২) দায়িমান দায়িমা= সব সময়, অনন্তকাল, (৩) ফালইয়াফরহূ= খুশি মুবারক প্রকাশ করা।
-মুহাদ্দিছ মুহম্মদ আল আমীন।