সুলতানায়ে সিলসিলা
মেসুত আল ফাহীম
এডমিন, ২৩ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ রবি’ ১৩৯১ শামসী সন , ০৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৬ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) কবিতা

যিনি আসেন পহেলা
মাওলা....শাহযাদী উলা
(শাহে কিবলা)
মাওলা শাহযাদী উলা
মাওলা শাহযাদী উলা
যাহরায়ী শানে ঈদী লগণে
(আজ) তাশরীফ জাহানে
এই কারণে খুশিরবানে
ফিদা আশিকানে
শাহী স্মরণে মন ও কাননে
তাই সদা ছল্লু আলা
মাওলা....শাহযাদী উলা
নাকীবায়ে উমাম খোদায়ী কারাম
(নূর) বিনতে মুহতারাম
শীর্ষ মাকাম সাইয়্যিদা গুলফাম
তাজেদারে হারাম
সিজদাতে আওয়াম শুকরিয়া তামাম
ইশকে সবে উজ্বালা
মাওলা....শাহযাদী উলা
রহমানী রাহবার শাফিয়া শান্দার
(পাক) ছহিবায়ে হায়দার
আল মুতহ্হার নূরে মুনাওওয়ার
মালিকায়ে নামদার
সেরা জামিনদার অসীমা অপার
সুলতানায়ে সিলসিলা
মাওলা....শাহযাদী উলা
কাছীদায় আজি দরূদ ভেজি
(ইয়া) নকশায়ে আম্মাজি
করি আরজি নিছবতি রাজি
চাহি যে মুহতাজি
মুবারক নাজি সর্বদা খুজি
পাপী অধম নিরালা
মাওলা....শাহযাদী উলা