সৌরজগতের মধ্যমণি সূর্যের পরিচয়
, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
সৌরজগতের কেন্দ্রে আছে সূর্য। পৃথিবীর সব জীব-প্রাণীর জীবনের প্রতিটি ক্ষেত্রে সৌরশক্তি গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে। সৌরশক্তি তথা সূর্যের আলো ও তাপ একটা চক্রের মতো করে কাজ করে। সূর্যের আলোয় পৃথিবী আলোকিত হয়। সূর্যের আলো দ্বারা সালোকসংশ্লেষণের মাধ্যমে গাছ সেই আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে। পাশাপাশি আবহাওয়া ও পানিবায়ু নিয়ন্ত্রণেও সূর্যের ভূমিকা অপরিসীম।
অনেক আগ থেকেই মানুষ বুঝতে পেরেছিলো সূর্যের গুরুত্ব। আর এখন আবিষ্কৃত হয়েছে, মহাবিশ্বের কোটি কোটি নক্ষত্রের মতো সূর্যও একটি নক্ষত্র মাত্র।
সূর্য ও চাঁদকে ভিত্তি করেই দিন, মাস, বছর ও ঋতু গণনা করা হয়ে থাকে।
বিজ্ঞানের স্বর্ণযুগ তথা মধ্যযুগে জ্যোতিঃর্বিজ্ঞান নিয়ে ব্যাপক কাজ করেন মুসলিম বিজ্ঞানীরা। মুসলিম বিজ্ঞানীরা সৌরকেন্দ্রিক মডেল নিয়েও কাজ শুরু করেছিলেন। এদের মধ্যে নাসির আলদ্বীন আল তুসি উল্লেখযোগ্য। আল-তুসির সৌরকেন্দ্রিক মডেল থেকেই ইউরোপীয় জ্যোতির্বিদরা ধারণা নেয়।
সৌরজগতের সবচেয়ে বড় বস্তু সূর্য। সৌরজগতের মোট ভরের ৯৯.৮ শতাংশ সূর্যের দখলে। পৃথিবীর ব্যাসের প্রায় ১০৯ গুণ। সূর্যের মধ্যে পৃথিবীর সমান প্রায় ১০ লাখ ৩০ হাজার গ্রহ এঁটে যাবে অনায়াসে।
সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ১০ হাজার ডিগ্রি ফারেনহাইট বা ৫ হাজার ৫০০ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সূর্যের কোর বা কেন্দ্রের তাপমাত্রা ২ কোটি ৭০ লাখ ডিগ্রি ফারেনহাইট বা প্রায় দেড় কোটি ডিগ্রি সেলসিয়াসের চেয়েও বেশি।
প্রায় ৩ লাখ ৩০ হাজার পৃথিবী একসঙ্গে করলে সূর্যের ভরের সমান হবে।
মিল্কিওয়ে গ্যালাক্সিতে সূর্যের মতো নক্ষত্রের সংখ্যা প্রায় ১০০ বিলিয়নেরও বেশি। আমাদের সূর্য ২৫ হাজার আলোকবর্ষ দূরে থেকে মিল্কিওয়ে গ্যালাক্সিকে প্রদক্ষিণ করে। একবার মিল্কিওয়ে গ্যালাক্সিকে প্রদক্ষিণ করতে সূর্যের সময় লাগে ২৫০ মিলিয়ন বছর। তবে সূর্য তুলনামূলকভাবে তরুণ নক্ষত্র। এটি ‘পপুলেশন ১’ নক্ষত্র প্রজন্মের অংশ। যেসব নক্ষত্রে ভারী মৌলিক পদার্থের পরিমাণ বেশি, সেগুলো পপুলেশন ১ নক্ষত্র প্রজন্মের অন্তর্ভূক্ত। অর্থাৎ এ ধরনের নক্ষত্রে হিলিয়ামের চেয়ে ভারী উপাদানগুলো তুলনামূলক বেশি থাকে।
সূর্য একটি মাঝারি আকারের নক্ষত্র। এর ব্যাসার্ধ প্রায় ৪ লাখ ৩৫ হাজার মাইল বা ৭ লাখ কিলোমিটার। এর চেয়ে বড় আকারের কোটি কোটি নক্ষত্র আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতেই আছে। পৃথিবীর সঙ্গে সূর্যের ভরের তুলনা করা যায়। প্রায় ৩ লাখ ৩০ হাজার পৃথিবী একসঙ্গে করলে সূর্যের ভরের সমান হবে।
পৃথিবী থেকে সূর্যের দূরত্বও কম নয়। প্রায় ৯ কোটি ৩০ লাখ মাইল বা ১৫ কোটি কিলোমিটার। সূর্যের পরে আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র আলফা সেন্টাউরি নক্ষত্রম-লী। তিনটি নক্ষত্র আছে এই সিস্টেমে। এর মধ্যে লাল বামন নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরি পৃথিবী থেকে ৪.২৪ আলোকবর্ষ দূরে অবস্থিত। সূর্যের আকারের নক্ষত্র আলফা সেন্টাউরি এ ও বি পরস্পরকে ৪.৩৭ আলোকবর্ষ দূর থেকে প্রদক্ষিণ করে।
সূর্যের প্রতি ১০ লাখ পরমাণুর বিপরীতে ৯৮ হাজার হিলিয়াম, ৮৫০টি অক্সিজেন, ৩৬০টি কার্বন, ১২০টি নিয়ন, ১১০টি নাইট্রোজেন, ৪০টি ম্যাগনেসিয়াম, ৩৫টি আয়রন ও ৩৫টি সিলিকন থাকে। তারপরেও এই উপাদানগুলোর মধ্যে হাইড্রোজেন সবচেয়ে হালকা। সূর্যের ভরের ৭২ শতাংশই হাইড্রোজেন। হিলিয়াম আছে ২৬ শতাংশ।
সূর্যের মূল জ্বালানী হাইড্রোজেন। এখন পর্যন্ত সূর্যে মূলত হাইড্রোজেন-হাইড্রোজেন ফিউশন বিক্রিয়ায় একসঙ্গে মিলে হিলিয়াম তৈরি হয়। দুটো হাইড্রেজেনের মোট ভর এবং তা থেকে সৃষ্ট হিলিয়ামের ভর তার চেয়ে কিছুটা কম। এই যে হারিয়ে যাওয়া ভর, এটিই পরিণত হয় শক্তিতে। এই শক্তিকেই আমরা দেখতে পাই আলো হিসেবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এক কাপ ডালিমের দানা খেলে কি হয়?
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় ভারী বৃষ্টিতে ১০ জনের মৃত্যু
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯০ লাখ নিউরনের ভার্চুয়াল মস্তিষ্ক বানালেন বিজ্ঞানীরা
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একই দিকেই ঘুরছে মহাবিশ্বের বিরল গ্যালাক্সি-দল
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ব্রেস্ট ক্যানসারের চিকিৎসায় ভ্যাকসিন, বিজ্ঞানীদের অবিশ্বাস্য সাফল্য
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একমাস ধরে প্রতি রাতে দুধ ও গুড় একসঙ্গে খেলে কি হয়?
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্রান্সে সমুদ্রতলে কিংবদন্তির শহর, ৭০০০ বছর আগের বিশাল প্রাচীরের সন্ধান
১৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মঙ্গল গ্রহে প্রথমবারের মতো বজ্রপাত শনাক্তের দাবি
১৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীতে কেন খাবেন নিম পাতার রস?
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যে কারণে বিশ্বের ধনীদের সবচেয়ে পছন্দের ঠিকানা দুবাই
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘরেই তৈরি করুন খাঁটি গাওয়া ঘি
১১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাতারের এয়ার অ্যাম্বুল্যান্স ‘ভাসমান হাসপাতাল’, রয়েছে যেসব সুবিধা
১১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












