হিজড়াদের কেন করুণার পাত্র বানাবেন? (১)
, ২০ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ হাদি আশার, ১৩৯১ শামসী সন , ৩১ মার্চ, ২০২৪ খ্রি:, ১৭ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) আপনাদের মতামত
সরকারের হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে। দাবী করা হচ্ছে, এর মাধ্যমে নাকি সমাজে তাদের অধিকার প্রতিষ্ঠা হবে। মিডিয়াতেও হিজড়াদের নিয়ে অনেক ধরনের প্রচারণা আছে, যার মূল উদ্দেশ্য তাদের প্রতি মানুষের সহানুভূতি তৈরী করা। কিন্তু আসলেই কি তৃতীয় লিঙ্গ ঘোষণা করে তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন হয়েছে, নাকি তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে?
প্রকৃত অর্থে কেউ যদি হিজড়াদের জন্য কিছু করতেই চায়, তবে তাকে আগে জানতে হবে, হিজড়াদের সমস্যাটা আসলে কী? পৃথিবীতে জন্মের সময় সকল শিশুই সুস্থ স্বাভাবিক হয়ে জন্ম নেয় না। কিছু শিশু জন্মের সময় নানান সমস্যা বা অসুস্থতা নিয়ে জন্ম নেয়। যেমন- কোন শিশু জন্মান্ধ থাকে, কারো জন্মগত কানে সমস্যা থাকে, কারো হাতে সমস্যা থাকে, কারো পায়ে সমস্যা থাকে, কারো ঠোঁটকাটা হয় ইত্যাদি। তেমনি হিজড়া হচ্ছে তারা, যাদের জন্মের সময় প্রজনন অঙ্গে সমস্যা বা ত্রুটি থাকে। হিজড়ারা হচ্ছে অস্পষ্ট বা ত্রুটিযুক্ত প্রজনন অঙ্গ নিয়ে জন্মগ্রহণ করা শিশু। তাই তারা একধরনের প্রজনন বা লিঙ্গ প্রতিবন্ধী।
দেখা যায়, তাদের ত্রুটিয্ক্তু লিঙ্গ অনেক সময় অস্পষ্ট হয়। যা দেখে কেউ কেউ ভুল ঝুঝে। যেমন- জন্মের সময় ধাত্রী হয়ত অস্পষ্ট লিঙ্গ দেখে মন্তব্য করলো- “বাচ্চা ছেলে হয়েছে” কিন্তু বাচ্চা আসলে মেয়ে। তো ঐ বাচ্চাকে সবাই ছোট থেকে ছেলে মনে করা শুরু করলো। ছেলে হিসেবে বাবা-মা বড় করতে থাকলো। পোশাক-আশাক বেশ-ভূষা কিনে দিলো ছেলেদের মত। কিন্তু ছেলে যত বড় হয়, তার আচরণ আর ছেলেদের সাথে মিলে না, মেয়েদের সাথে মিলে। বয়ঃসন্ধিতে বিষয়টি আরো প্রকট হয়ে উঠে। দেখবেন- মাঝে মাঝে সংবাদ আসে, ঘুম থেকে উঠে অমুক ছেলে মেয়ে হয়ে গিয়েছে কিংবা ঘুম থেকে উঠে তমুক মেয়ে ছেলে হয়ে গিয়েছে। আসলে বিষয়টি ঘুম থেকে উঠার সাথে সম্পর্কিত না। বরং ঐ ব্যক্তি আগেই ছেলে বা মেয়ে ছিলো। কিন্তু লিঙ্গ জন্মগত অস্পষ্ট ছিলো। আর সেই অস্পষ্ট লিঙ্গ দেখে কেউ শুরুতে তার ভুল লিঙ্গ চিহ্নিত করেছে, যা বয়স বৃদ্ধির সাথে সাথে স্পষ্ট হয়ে প্রকৃত লিঙ্গ পরিচয় প্রকাশ পেয়ে যায়।
এ ধরনের অস্পষ্ট লিঙ্গ পরিচয়যুক্ত কোন শিশুকে যদি কোন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া হয়, তবে তিনি শিশুটিকে কিছু পরীক্ষা-নিরীক্ষা করে বলে দেন, শিশুটি ছেলে নাকি মেয়ে। তবে পরিপূর্ণ সুস্থ হতে, অনেক সময় অপরেশনের প্রয়োজন হয়। সঠিক চিকিৎসা পেলে, শিশুটি পরিপূর্ণ ছেলে বা মেয়ের শরীর লাভ করে। বর্তমানে বাংলাদেশে এ ধরনের শিশুদের চিকিৎসা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ২০২১ সালে ‘ডিসঅর্ডার অব সেক্স ডেভেলপমেন্ট বিভাগ’র উদ্বোধন হয়, যেখানে লিঙ্গে ত্রুটিযুক্ত শিশুদের চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়।
কয়েকদিন আগে এ বিষয়টি নিয়ে কথা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জন মুহম্মদ নজরুল ইসলাম আকাশের সাথে। তিনি কথা প্রসঙ্গে বলছিলেন, আমাদের কাছে অনেক বাবা-মা আসেন, যারা ঠিক বুঝতে পারেন না, তাদের সন্তানের লিঙ্গ পরিচয় কী? সন্তান ছেলে নাকি মেয়ে। এ অবস্থায় আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত বলে দেই তার সন্তান ছেলে অথবা মেয়ে। এটা শুনে তারা অনেক খুশি হয়। অনেকে খুশিতে আত্মহারা হয়ে যায়। কারণ বৈজ্ঞানিক পরীক্ষায় সে নিশ্চিত হয়, তার সন্তানের পুরুষ অথবা নারী হিসেবে একটি লিঙ্গ পরিচয় আছে। আর পুরুষ অথবা নারী হিসেবে লিঙ্গ পরিচয় লাভ করা অত্যন্ত জরুরী। কেউ চায় না, তার সন্তান পুরুষ বা নারী ভিন্ন অন্য কোন পরিচয়ে থাকুক।
-এস হাবীব
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খ্রিস্টানদের অনুষ্ঠানকে ‘বড়দিন’ বলা যাবে না
০২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বাধীন আরাকান চাই!
২৭ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের সার্বভৌমত্বের সংকটে- দেশপ্রেমিক সেনাবাহিনীকে এগিয়ে আসতেই হবে
১৬ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পৃথিবীর সবচাইতে কুখ্যাত কিছু নৌদস্যুর অপকীর্তি
২৫ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফসলের একটি অংশ যায় রাজাকার ত্রিদিবের সন্তান দেবাশীষের ঘরে! -এদেশে উপজাতি চৌকিদারকে কেন ‘রাজা’ হিসেবে স্বীকৃতি দেয়া হচ্ছে?
২৪ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
উলামায়ে ছু’দের বদ আমলই কি এর জন্য দায়ী নয়?
২২ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশে জিএম ফুড প্রচলনের সকল ষড়যন্ত্র বন্ধ করতে হবে
১৯ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জান্নাতী এবং জাহান্নামী ব্যক্তিদের কিছু আলামত
১৮ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলা ভাষা ও সাহিত্যে ঔ পনিবেশিক-ব্রাক্ষণ্যবাদী আগ্রাসন ও ষড়যন্ত্র পরিভাষা, শব্দ ও বানান আগ্রাসন (১)
১৫ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত প্রকার অশ্লীলতাই হারাম
১২ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইলিশ ধরায় বাংলাদেশ-ভারতের নিষেধাজ্ঞার সময়ে বড় পার্থক্য নিষেধাজ্ঞার নামে ভিনদেশী জেলেদের জামাই আদরে সাগর থেকে ইলিশ নিয়ে যাওয়ার সুযোগ করে দেয়া হয় আর দেশীয় জেলেদের জেলে পুরা হয় জেলেদের প্রতি এ নির্মম জুলুম আর কতকাল?
১১ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আধুনিকতা নাম দিয়ে হারাম ‘ছবি’ তোলা থেকে বিরত থাকুন
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












