হামাসের বীরত্ব:
-হামাস পরাজিত কিংবা নির্মূল কোনওটিই হয়নি: মার্কিন থিংক ট্যাংক
-প্রতিশোধ নিতে ইসরায়েলি বাহিনীর ওপর মিসাইল ছুড়ল হিজবুল্লাহ -সালেহ আল-আরুরির রক্ত বৃথা যাবে না: ইসমাইল হানিয়া
, ২১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ সামিন, ১৩৯১ শামসী সন , ০৪ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২০ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
দীর্ঘ দিনের নির্যাতন, নিপীড়ন ও দখলদারিত্বের প্রতিশোধ নিতে গত বছরের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের অভ্যন্তরে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যোদ্ধারা।
সেদিন হামাসের অতর্কিত হামলায় হতবিহ্বল হয়ে পড়ে ইসরায়েলি কর্তৃপক্ষ। কেননা, তাদের গোয়েন্দাদের ফাঁকি দিয়ে হামাস যে হামলা চালিয়েছিল তা ছিল নজিরবিহীন। হামাসের পরিকল্পনা ও কৌশলের কাছে বলা যায় অসহায় হয়ে গিয়েছিল ইসরায়েলি বাহিনী।
হামাসের হামলার প্রতিশোধ নিতে ৭ অক্টোবরই যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। ওই দিন থেকেই গাজায় নির্বিচারে বোমা হামলা শুরু করে। ২৮ অক্টোবর থেকে শুরু করে স্থল অভিযান। দীর্ঘ ৮৮ দিন ধরে ইসরায়েলি বাহিনীর বর্বর এই আগ্রাসন চলছে।
এদিকে, দীর্ঘ প্রায় তিন মাস ধরে চলা এই যুদ্ধে ইসরায়েল কোনভাবেই উঠে দাঁড়াতে পারছে না।
এমতাবস্থায় গাজা যুদ্ধের কৌশলে পরিবর্তন এনেছে ইসরায়েল। তারা সেখান থেকে কয়েক হাজার সেনাকে প্রত্যাহার করে নিয়েছে।
এই অবস্থায় যুদ্ধের কৌশল পরিবর্তন করা নিয়ে মন্তব্য করেছে মার্কিন থিংক ট্যাংক ‘দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ)’ এবং ‘ক্রিটিকাল থ্রেটস প্রজেক্ট (সিটিপি)।’
তাদের মতে, ইসরায়েল গাজায় দীর্ঘ প্রায় তিন মাস ধরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালালেও এই যুদ্ধে হামাসের পরাজয় কিংবা ধ্বংস কিছুই হয়নি।
তারা বলেছে, ইসরায়েল উত্তর গাজা থেকে পাঁচটি ব্রিগেড প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে। এটিকে তারা ফিলিস্তিনি ভূখ-ে যুদ্ধের নতুন পর্যায় হিসেবে আখ্যা দিচ্ছে।
মার্কিন-ভিত্তিক সামরিক থিংকের ট্যাংকের মতে, যুদ্ধের এই নতুন পর্যায় মানে হল- বড় ধরনের যুদ্ধ অভিযানের সমাপ্তি। সেই এই যুদ্ধ এখন থেকে “টার্গেটেড রেইড” তথা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান চালানোয় রূপান্তর করা।
এর অর্থ হল- সশস্ত্র গোষ্ঠী হামাস সামরিক বাহিনী হিসেবে “পরাজিত কিংবা ধ্বংস কোনওটিই হয়নি”। একই সঙ্গে ইসরায়েলের কৌশল পরিবর্তন “হামাসকে তার সামরিক সক্ষমতা এবং অবকাঠামো পুনর্নির্মাণের সুযোগ দেবে।”
আমেরিকার যুদ্ধ মূল্যায়ন বিষয়ক ওই দুই সংস্থা আরও বলেছে, হামাস যেহেতু একটি প্রচলিত সামরিক কাঠামো মেনে চলে, সুতরাং তারা যুদ্ধে নিহত কমান্ডারদের স্থলে দায়িত্বশীলদের প্রতিস্থাপন করবে।
সংস্থা দুইটি আরও বলেছে, ৩১ ডিসেম্বরও গাজা থেকে তেল আবিব অভিমুখে মুহুর্মুহু রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনি যোদ্ধারা। এরপর ২ জানুয়ারিও গাজা থেকে ইসরায়েলে বেশ কিছু রকেট নিক্ষেপ করা হয়েছে। এটি প্রমাণ করে, ইসরায়েলের দীর্ঘ সামরিক অভিযান সত্ত্বেও হামাস তার রকেট সক্ষমতা ধরে রেখেছে।
প্রতিশোধ নিতে ইসরায়েলি বাহিনীর ওপর মিসাইল ছুড়ল হিজবুল্লাহ:
লেবাননে থাকা ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা সালেহ আল আরুরিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ।
সালেহ আল- আরুরি ছিলেন হামাসের পলিটব্যুরোর উপপ্রধান। মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতের একটি ভবনে ড্রোন হামলা চালিয়ে আরুরি ও আল-কাসেম ব্রিগডসের দুই কমান্ডারসহ সাতজনকে হত্যা করে ইসরায়েল। ওই হামলার পরই প্রতিশোধ ও ‘শাস্তি’ দেওয়ার হুমকি দেয় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, হিজবুল্লাহ জানিয়েছে- ইসরায়েলের দখলকৃত মার্জ এলাকায় ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করা হয়েছে।
সালেহ আল-আরুরির রক্ত বৃথা যাবে না: ইসমাইল হানিয়া
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রবাসী পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া তার ডেপুটি সালেহ আল-আরুরির হত্যাকা-কে ‘পরিপূর্ণ সন্ত্রাসবাদ ও লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন এ হত্যাকা-ের জন্য ইহুদিবাদী ইসরাইলকে মূল্য দিতে হবে।
হানিয়া বলেন, যে আন্দোলন তার জাতিকে নিজের প্রতিষ্ঠাতা ও কমান্ডারদের শাহাদাতকে উপহার হিসেবে পেশ করে সেই আন্দোলন কখনও পরাজিত হয় না। হামাসের সর্বোচ্চ নেতা বলেন, এ ধরনের হত্যাকা- কেবল হামাসের শক্তি, স্থিতিস্থাপকতা এবং অটল সংকল্পকে আরো শক্তিশালী করবে। তিনি বলেন, ইতিহাস সাক্ষী, প্রতিরোধ আন্দোলনের প্রতিটি নেতার হত্যাকা-ের পর এই আন্দোলন আগের চেয়ে বেশি শক্তিশালী ও দৃঢ়সংকল্প হয়ে উঠেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আল কাসসাম ব্রিগেডে ৩০ হাজার তরুণকে অন্তর্ভুক্ত করলো হামাস
২২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চরমপন্থীরা ওই এলাকার মধ্যে আসতে পারবে কেন -পররাষ্ট্র উপদেষ্টা
২২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপিকে যে পরামর্শ দিলেন গণমাধ্যম কর্তাব্যক্তিরা
২২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফুলকপির কেজি মাত্র ২ টাকা!
২২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫০ জন শিক্ষার্থীর জন্য একটি টয়লেট, মানদ- মানছে মাত্র ২৮.৬ শতাংশ স্কুল
২২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি -তারেক রহমান
২২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি হাসপাতালের রোগী ভাগিয়ে নেয়া হচ্ছে বেসরকারিতে!
২২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রেনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জাতীয় কমিটির
২২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রেনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জাতীয় কমিটির
২২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ পবিত্র রজবুল আছম্ম শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি দখলদারিত্বের অবসান ছাড়া কোন অস্ত্র ত্যাগ নয়
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সীমান্তের পাশে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে স্লোগান
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












