
কিচেনের সিঙ্ক বা ড্রেনে আবর্জনা আটকে যায়। এ কারণে খুব ধীরে ধীরে পানি বের হয়। এটি প্রতিদিনের কাজকেও বাধাগ্রস্ত করে। মানুষ কিচেন সিঙ্ক ও ড্রেন পরিষ্কার করার জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করে, যা শুধু ড্রেনকেই নয় ঘরের মেঝেকেও নষ্ট করে। তাহলে জেনে নিই কীভাবে কিচেন সিঙ্ক পরিষ্কার করা যাবে।
বেকিং সোডা ও সিরকা:
এক কাপ বেকিং সোডা ও সিরকা মিশিয়ে মিশ্রণটি ড্রেনে ঢেলে দিন। এ প্রক্রিয়া ড্রেনের দুর্গন্ধ থেকে মুক্তি দেবে ও পাইপে থাকা জঞ্জাল দূর হবে।
ফুটন্ত পানি ঢালুন:
ড্রেন ব্লক খুলতে পানি গরম করে ঢেলে দিন। মনে রাখবেন দুই ধা
বাকি অংশ পড়ুন...