আল ইহসান ডেস্ক:
প্রতিদিনের ন্যায় পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানে অনন্তকালব্যাপী মাহফিল মুবারক ও ৯০ দিনব্যাপী বিশেষ মিাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। গত ১৫ই মুহররমুল হারাম শরীফ ১৪৪৭ হিজরী সাইয়্যিদুনা মামদূহ হযরত মুরশিদ কিবলা আলাইহিস সালাম তিনি বা’দ ইশা কুল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে বিশেষ নছীহত মুবারক করেন।
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, ৯০ দিনব্যাপী বিশেষ মাহফিল মুবারক উনার মধ্যে প্রতিযোগিতার তা’লিমী মজলিসের আজকে চতুর্থ দিন হয়ে বাকি অংশ পড়ুন...
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَقَرۡنَ فِیۡ بُیُوۡتِکُنَّ وَلَا تَبَرَّجۡنَ تَبَرُّجَ الۡجَاهِلِیّةِ الۡاُوۡلٰی.
অর্থ: “আর তোমরা নিজগৃহে অবস্থান করবে, আইয়্যামে জাহেলী যুগের মহিলাদের মতো নিজেদেরকে প্রদর্শন করে ঘুরে বেড়াবে না”। (পবিত্র সূরা আহযাব শরীফ, আয়াত শরীফ-৩৩)
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি পরিষ্কার নির্দেশ মুবারক দান করেছেন- মহিলা তথা নারী জাতিকে উদ্দেশ্য করে, তারা যেনো আইয়্যামে জাহিলিয়াতের মতো বেপর্দা-বেশরা হয়ে চলাফেরা না করে। অথচ বর্তমানে মুসলিম নারী জাতি দাবি করে অধিকাংশ মহিলারা বিভিন্ন কারণে-অকারণে নি বাকি অংশ পড়ুন...
সুওয়াল:
আমরা জানি, ছেলে ও মেয়ে উভয়ের জন্য পিতা মাতার প্রতি দায়িত্ব কর্তব্য রয়েছে। ছেলেদের বিয়ের পরও পিতা মাতার ভরণ-পোষণ ও দেখাশুনা করতে হয়। কিন্তু মেয়েরা বিয়ের পর স্বামীর ঘরে চলে যায়। জানার বিষয় হলো, বিয়ের পর পিতা মাতার প্রতি মেয়েদের কতটুকু দায়িত্ব কর্তব্য?
জাওয়াব মুবারক :
যেহেতু বিয়ের পর মেয়েদেরকে স্বামীর ঘরে চলে যেতে হয়, স্বামীর সংসার ও সন্তান-সন্ততি দেখাশুনা করতে হয় সেহেতু মেয়েদের জন্য স্বামীর ঘরের পাশাপাশি পিতা মাতার ভরণ পোষণ ও দেখাশুনা করা কঠিন হয়ে যাবে। আর মহান আল্লাহ পাক তিনি বান্দার জন্য দ্বীন ইসলাম উনাকে কঠিন নয় বরং বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীরা শ্লীলতাহানির শিকার হলেও যথাযথ শাস্তি হচ্ছে না অপরাধীদের। ১৫ বছর আগে হাইকোর্ট যৌন হয়রানি রোধে পৃথক আইন প্রণয়নের নির্দেশ দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি।
আসক’এর নির্বাহী পরিচালক ফারুখ ফয়সাল সমকালকে বলেন, যৌন হয়রানি রোধে পৃথক আইন প্রণয়নের জন্য হাইকোর্ট ২০০৯ সালে ১৪ দফা নির্দেশনা দিলেও তা বাস্তবায়ন হচ্ছে না। বর্তমান প্রেক্ষাপটে যৌন হয়রানি রোধে পৃথক আইন প্রণয়ন জরুরি।
আসকের জরিপে দেখা যায়, রাজশাহীর ৯ উপজেলায় ১৯৮টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে যৌন হয় বাকি অংশ পড়ুন...
সুওয়াল-৪৬: একই ঘরে আহাল ও আহলিয়া পাশাপাশি নামায আদায় করতে পারবে কিনা? এবং স্বামী স্ত্রী কি এক সাথে জামায়াতে নামায আদায় করতে পারবে?
জাওয়াব মুবারক:
জামায়াতে নামায না পড়লে, আহাল ও আহলিয়া পাশাপাশি দাঁড়িয়ে নামায আদায় করা জায়িয। তবে জামায়াতে নামায আদায় করলে আহাল সামনে দাঁড়াবে আর আহলিয়া একটু পিছিয়ে দাড়াবে। এ প্রসঙ্গে কিতাবে উল্লেখ আছে-
المَرْأَةُ إِذَا صَلَتْ مَعَ زَوْجِهَا فِيْ الْبَيْتِ إِنْ كَانَ قَدَمِهَا مَحَلِّ أَقْدَامِ الزَّوْجِ لَا تَجُوْزُ صَلَاتِهِمَا بِالْجَمَاعَةِ، وَإِنْ كَانَ قَدَمُهَا خَلْفَ قَدَمِ الزَّوْجِ إِلَّا أِنَّهَا طَوِيْلَةٌ تَقَعُ رَأْسَ الْمَرْأَةُ فِيْ السُّجُوْدِ قَبْلَ رَأْسِ الزَّ বাকি অংশ পড়ুন...
সুওয়াল-৪৫: হাদীছ শরীফ উনার মধ্যে আছে, “যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার পরিবার বা সৃষ্টিজগতের নিকট উত্তম, সে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার নিকট উত্তম” বর্তমানে অধিকাংশ মানুষ দুনিয়াকে মুহব্বত করে এবং যারা দুনিয়া অন্বেষণকারী তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে ও তাদেরকে উত্তম মনে করে। এখন জানার বিষয় হল মহান আল্লাহ পাক উনার সৃষ্টিজগতের মাঝে কাদের নিকট উত্তম হতে পারলে মহান আল্লাহ পাক উনার নিকট উত্তম হওয়া সম্ভব হবে?
জওয়াব মুবারক:
মহান আল্লাহ পাক উনার পরিবার বা সৃষ্টি জগতের নিকট উত্তম হওয়া বলতে সৃষ্টি জগতের নিকট শরীয়ত উনার আলোকে উত্তম হত বাকি অংশ পড়ুন...
সুওয়াল-৪৩: যে ব্যক্তি তার প্রথম আহলিয়ার ভরণপোষণ ঠিকমতো আদায় করতে পারে না তার জন্য দ্বিতীয় বিবাহ করা জায়েয আছে কি? জানতে বাসনা রাখি।
জাওয়াব মুবারক:
মহান আল্লাহ পাক তিনি একাধিক বিবাহ করা প্রসঙ্গে ইরশাদ মুবারক করেন-
وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَىٰ فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ مَثْنَىٰ وَثُلَاثَ وَرُبَاعَ ۖ فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدَةً
অর্থ: অত:পর তোমাদের পছন্দ হয় এমন দুই, তিন, চার পর্যন্ত নারীদেরকে বিবাহ করতে পার। তবে যদি ইনসাফ করতে না পারার ভয় কর তাহলে একজনকে বিবাহ করো।
পবিত্র দ্বীন ইসলামে যদিও সর্বোচ্চ চারটি বিবাহের অনুমতি দে বাকি অংশ পড়ুন...
সুওয়াল-৪২: হারাম ধন-সম্পদ থেকে দান করলে দানের ফযীলত পাওয়া যাবে কি?
জওয়াব মুবারক:
মহান আল্লাহ পাক উনার রাস্তায় দান করতে হলে অবশ্যই হালাল ধন-সম্পদ থেকে দান করতে হবে। কেননা মহান আল্লাহ পাক তিনি হালাল ব্যতীত দান কবুল করেন না। এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ أَبِي هُرَيْرَةَ رَضِىَ اللهُ تَعَالى عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ تَصَدَّقَ بِعَدْلِ تَمْرَةٍ مِنْ كَسْبٍ طَيِّبٍ وَلاَ يَقْبَلُ اللهُ إِلاَّ الطَّيِّبَ وَإِنَّ اللهَ يَتَقَبَّلُهَا بِيَمِينِهِ ثُمَّ يُرَبِّيهَا لِصَاحِبِهِ كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ حَتَّى تَكُونَ مِثْلَ الْجَبَلِ
অর্থ: হযরত আবূ হুরায়রা বাকি অংশ পড়ুন...
সুওয়াল: বৈপিত্রেয় বোন অর্থাৎ মায়ের অন্য স্বামীর মেয়েকে বিবাহ করলে, সেই বিবাহ শুদ্ধ হবে কি? জানতে বাসনা রাখি।
জওয়াব মুবারক:
বৈপিত্রেয় বোন অর্থাৎ মায়ের অন্য স্বামীর মেয়েকে বিবাহ করা যাবে না কেননা উভয়ের মা একজনই। সম্পর্কে উভয় ভাই বোন।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَٰتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَٰتُكُمْ وَعَمَّٰتُكُمْ وَخَٰلَٰتُكُمْ وَبَنَاتُ ٱلْأَخِ وَبَنَاتُ ٱلْأُخْتِ وَأُمَّهَٰتُكُمُ ٱلَّٰتِىٓ أَرْضَعْنَكُمْ وَأَخَوَٰتُكُم مِّنَ ٱلرَّضَٰعَةِ وَأُمَّهَٰتُ نِسَآئِكُمْ وَرَبَٰٓئِبُكُمُ ٱلَّٰتِى فِى حُجُورِكُم مِّن نِّسَآئِكُمُ ٱلَّٰتِى دَخَلْتُم بِهِنَّ فَإِن لَّمْ تَكُونُواْ دَخَلْتُم ب বাকি অংশ পড়ুন...
সুওয়াল: এক মহিলার আহাল সামান্য বিষয়ে তাকে মারধর করে। এভাবে সামান্য কারণে আহলিয়াকে মারধর করা শরীয়তসম্মত কিনা? জানতে বাসনা রাখি।
জওয়াব মুবারক:
দ্বীন ইসলাম উনার আলোকে সামান্য বিষয়ে আহলিয়াকে মারধর করা জায়িয নেই। কেননা আহলিয়াদের সাথে সদাচরণের ব্যাপারে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ
অর্থ: তোমরা নারীদের সাথে উত্তমভাবে বসবাস করো অর্থাৎ উত্তম ব্যবহার করো। (সূরা নিসা শরীফ-১৯)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ
অর্থ: আহলিয়াদের উপর আহালদের যেরূপ শরীয়তসম্মত বাকি অংশ পড়ুন...
সংশোধিত ও পরিমার্জিত ও পরিবর্ধনরূপে:
সুওয়াল-৪৩: একজন পুরুষ অথবা একজন মহিলার ইন্তেকালের পর তাদের পরিত্যক্ত সম্পত্তি কিভাবে বণ্টিত হবে? জানতে বাসনা রাখি।
জওয়াব মুবারক:
মহান আল্লাহ পাক তিনি পরিত্যক্ত সম্পত্তি বন্টন সম্পর্কে ইরশাদ মুবারক করেন-
یُوۡصِیۡکُمُ اللّٰهُ فِیۡۤ اَوۡلَادِکُمْ لِلذَّکَرِ مِثۡلُ حَظِّ الۡاُنۡثَیَیۡنِ ۚ فَاِنۡ کُنَّ نِسَآءً فَوۡقَ اثۡنَتَیۡنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَکَ ۚ وَ اِنۡ کَانَتۡ وَاحِدَةً فَلَهَا النِّصۡفُ ؕ وَ لِاَبَوَیۡهِ لِکُلِّ وَاحِدٍ مِّنۡهُمَا السُّدُسُ مِمَّا تَرَکَ اِنۡ کَانَ لَهٗ وَلَدٌ ۚ فَاِنۡ لَّمۡ یَکُنۡ لَّهٗ وَلَدٌ وَّ وَرِثَهٗۤ اَبَوٰهُ فَلِاُمِّهِ الثُّلُثُ ۚ فَاِنۡ کَانَ لَهٗۤ اِخْوَةٌ فَلِ বাকি অংশ পড়ুন...
সুওয়াল-৪২: একজন লোক পাঁচটি বিবাহ করেছে এবং তার পাঁচজন আহলিয়াই বর্তমান রয়েছে। জানার বিষয় হলো ৫ম আহলিয়া তার জন্য বৈধ হবে কি? আর সেই আহলিয়ার ঘরে সন্তান হলে, তাদের কি ফায়সালা হবে?
জওয়াব মুবারক:
মহান আল্লাহ পাক তিনি ছেলেদের জন্য বিবাহ করার ক্ষেত্রে সীমা নির্ধারণ করে দিয়েছেন। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَىٰ فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ مَثْنَىٰ وَثُلَاثَ وَرُبَاعَ ۖ فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ.
অর্থ মুবারক: আর যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা ইয়াতীমদের মধ্যে ইনসাফ করতে পা বাকি অংশ পড়ুন...












