
সাইয়্যিদুনা হযরত ফারূকে আযম আলাইহিস সালাম উনার খিলাফত মুবারককালে বেশ কয়েকটি জিহাদ সংগঠিত হয়েছিলো। যার মাধ্যমে অত্যাচারী বাইজেন্টাইনদের সমুচিত শায়েস্তা করেন এবং সিরিয়া, জর্ডান, কিন্নিসিরিন, এন্টিওক, সিডন, মিশর প্রভৃতি ভূখ- মুসলমানগণ উনাদের বিজয়ের দ্বারা সমৃদ্ধ হয়।
আজনাদাইনের যুদ্ধে মুসলমানগণ বিজয় লাভ করেন এবং ফিলিস্তিন ও সিরিয়া বিজয়ের পর উন্মুক্ত হয়। তখন আমিরুল মুমিনীন সাইয়্যিদুনা হযরত ফারুকে আযম আলাইহিস সালাম তিনি মুসলিম সেনাবাহিনী এবং উনার নেতৃত্বভারে থাকা হযরত আমর ইবনুল আস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে ফিলিস্ত
বাকি অংশ পড়ুন...