
মুসলমানগণ যখন মিশর বিজয় করলেন তখন সেখানকার প্রধান হযরত আমর ইবনে আস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নিকট মিশরবাসীগণ আবেদন জানালো যে, আমাদের দেশ কৃষিনির্ভর এবং এই কৃষিকর্ম নীলনদের উপর নির্ভরশীল। আর নীলনদের একটি স্বভাব হচ্ছে, প্রতি বছর তার মধ্যে কোনো পিতার একমাত্র সন্তান, একটি অতি সুন্দরী কুমারী কন্যাকে, স্বর্ণ গয়না দিয়ে সাজিয়ে দামী পোশাক পরিয়ে নীলনদে নিক্ষেপ করতে হয়। এরূপ না হলে নীলনদ প্রবাহিত হয় না, পানি বাড়ে না; ফলে দুর্ভিক্ষ দেখা দেয়। এটা শুনে হযরত আমর ইবনে আস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন, ‘দেখুন আমরা সম্মানিত দ্বীন
বাকি অংশ পড়ুন...