
বাগেরহাটে হযরত খানজাহান আলী রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফের কাছে রণবিজয়পুর এক গম্বুজ মসজিদটি অবস্থিত। মসজিদটি দরিয়া খাঁর মসজিদ, ফকিরবাড়ি মসজিদ নামেও পরিচিত, এবং মসজিদের দক্ষিণ দিকের দিঘিটি দরিয়া খাঁর দিঘি নামেও পরিচিত ছিল।
রণবিজয়পুর মসজিদ বাংলাদেশের এক গম্বুজ বিশিষ্ট মসজিদের মধ্যে স্থাপত্যর দিক থেকে সর্ববৃহৎ মসজিদ। বাগেরহাট-ষাটগম্বুজ সড়কে এই ঐতিহাসিক মসজিদটির অবস্থান। মসজিদটি বাংলাদেশের সবচেয়ে সংরক্ষিত একটি মসজিদ এবং স্থাপত্য শৈলীর বিচারে এটি খানজাহান আলী রহমতুল্লাহি আলাইহি উনার সময়ে নির্মিত বলে মনে করা হয়।
বাকি অংশ পড়ুন...