সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার শাহাদাতের গুজব এবং বাইয়াতে রিদ্বওয়ান:
সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি উনার নিজ দায়িত্ব মুবারক সম্পূর্ণ করলেন কিন্তু কুরাইশগণ উনাকে তাদের জিম্মায় রাখলো। সম্ভবত উদ্ভূত পরিস্থিতির ব্যাপারে সঠিক কোন সিদ্ধান্ত গ্রহণ করতে না পারার কারণেই এবং কিছুটা বিলম্বে হলেও সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার মাধ্যমে তারা তাদের সিদ্ধান্ত সঠিক রেখেছিল। যেহেতু ব্যাপারটি ছিল তাদের জন্য অত্যন্ত বিতর্কমূলক এবং এ ব্যাপারে তাদের আরও শলা-পরামর্শের প্রয়োজন ছিল সেহেতু বাকি অংশ পড়ুন...
ভুবনজুড়ে ঈদের জোয়ার
ফালইয়াফরাহুর ঢল
গরিব দুখী আম জনতার
চাঙ্গা মনোবল।
আকাশ জুড়ে চাঁদ সিতারা
জ্বলছে ধিকিধিক
গুনগুনিয়ে ছন্দমালা
মিলাচ্ছে আশিক।
ধন্য হলো নতুন করে
শাওয়াল মাসের চাঁদ
তাবাসসুমে মামদুহ আক্বা
দিলেন সুসংবাদ।
আহা, মস্ত সুসংবাদ।
একটি নিসবত বাকি ছিল
এবার পূর্ণ হবে
দুঃখ সরে গম তাড়িয়ে
ফিরছ খুশি ভবে।
বাকি অংশ পড়ুন...
বর্তমান মুসলমানদের মধ্যে আত্মকেন্দ্রীক থাকার প্রবণতা খুব বেড়েছে। সমষ্টিগত চিন্তাভাবনা কেউ করতে চায় না, একত্রিত বা জোটবদ্ধ হওয়ার প্রবণতা নেই বললেই চলে। অধিকাংশ মুসলমানের মধ্যে একলা চলো নীতি বিদ্যমান। ‘আমি একা ভালো থাকলেই হলো’ এমন মানসিকতা সমাজে দেখা যাচ্ছে বেশি। তবে শঙ্কার বিষয় হলো, আমাদের মুসলিম সমাজে ভালো মানুষগুলো একলা চলতে পছন্দ করে অথচ সমাজের চিহ্নিত খারাপ মানুষগুলো একজোট বা সিন্ডিকেট হয়ে বসবাস করে। এ আর এ কজোট থাকার কারণে সমাজে খারাপ মানুষগুলো প্রভাব বিস্তার করে, অপরদিকে ভালো মানুষগুলো বিচ্ছিন্ন থাকায় সমাজে কোন প্ বাকি অংশ পড়ুন...
প্রত্যেক জিন-ইনসানই সুখ প্রিয়, শান্তি প্রিয়। আর এটাই সকলের লক্ষ্য কিভাবে একটু সুখে থাকা যায়, শান্তিতে থাকা যায়। আর এই সূখের জন্যই প্রত্যেকে সব কিছুকে বিসর্জন দেয়। কেউ টাকার পিছনে ছুটে, কেউ বা আবার ক্ষমতার দিকে। সবার উদ্দেশ্যই এক ও অভিন্ন। কিন্তু বাস্তবে কারোরই সুখের দেখা মিলে না। আর মিলবেই বা কি করে? যে পথে সুখের সন্ধান করার কথা সে পথ বাদ দিয়ে অন্য পথে কি করে সুখ মিলতে পারে?
প্রকৃত সুখ, শান্তি বা ইতমিনান লাভ করতে হলে অবশ্যই সেটা মহান আল্লাহ পাক উনার নির্দেশিত পথেই তালাশ করতে হবে। তবেই প্রকৃত সুখ মিলবে, মিলবে ইতমিনান। এখন প্রশ্ন জা বাকি অংশ পড়ুন...
মহান আল্লাহ পাক তিনি তো মুসলমানদের রহমত দিতে চান, কিন্তু মুসলমান সেই রহমত থেকে মাহরূম হচ্ছে কেন? যেহেতু সে মহান আল্লাহ পাক উনার আদেশ নির্দেশ মুবারক, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আদেশ নির্দেশ মুবারক পালন করে না। এটা ফিকির করতে হবে। মুসলমানদেরকে মুসলমান হতে হবে, ঈমানদেরকে ঈমানদার হতে হবে, কুফরীর মধ্যে থাকতে পারবে না। ইহুদী-নাছারাকে সে অনুসরণ করতে পারবে না। একটা ইহুদী, নাছারা, হিন্দু, বৌদ্ধ, মজুসী, মুশরিক কোনদিন শবে বরাত প বাকি অংশ পড়ুন...
নফসের অনুসারী ব্যক্তি অশ্লীল-অশালীন ও শরীয়তের খিলাফ কার্যকলাপের উপর দৃঢ় থেকেই তওবা করা ব্যতীত মারা যাওয়ার পরেও মহাসম্মানিত ও মহাপবিত্র দুরূদ শরীফ উনার সম্মানার্থে সম্মানিত জান্নাত মুবারক লাভ এবং অত্যন্ত সুখ-শান্তিতে আবস্থান:
কিতাবে বর্ণিত রয়েছেন,
اِنَّ اِمْرَاَةً كَانَ لَهَا وَلَدٌ مُسْرِفٌ عَلٰى نَفْسِهٖ وَكَانَتْ تَأْمُرُهٗ بِالْخَيْرِ وَتَنْهَاهُ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَفِىْ رِوَايَةٍ اُخْرٰى وَكَانَتْ تَأْمُرُهٗ بِالتَّوْبَةِ فَلَمْ يَفْعَلْ وَالْقَضَاءُ وَالْقَدَرُ غَالِبَانِ عَلَيْهِ فَمَاتَ وَهُوَ مُصِرٌّ عَلٰى مَا كَانَ عَلَيْهِ فَحَزِنَتْ عَلَيْهِ اُمُّهٗ حُزْنًا شَدِيْدًا حَيْثُ مَاتَ عَلٰى غَيْرِ تَوْبَةٍ فَ বাকি অংশ পড়ুন...
মহান আল্লাহ পাক উনার খাছ ওলী তথা যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ উনাদের মর্যাদা-মর্তবা বেমেছাল। সমুদ্রের মাছ, গর্তের পিপীলিকা, আকাশ-বাতাস, তরুলতা, সমস্ত সৃষ্টি, কায়িনাত সবকিছুই উনাদের জন্য দোয়া করতে থাকে। গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, মুহিউদ্দীন, হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি বলেছেন, কোন চাঁদ উদিত হয় না, কোন সূর্য অস্ত যায় না আমার অনুমতি ব্যতীত। এতো গেল কায়িনাত চলার ক্ষেত্রে উদাহরণ। আর মহান আল্লাহ পাক উনার কাছে মক্ববুল বান্দা হওয়ার ক্ষেত্রে এ ধরনের ওলীআল্লাহ উনাদের অনুমোদন লাভ তথা নেক দৃষ্টি লাভের প্রয়োজনীয়তা ততোধিকভ বাকি অংশ পড়ুন...
কালোজিরার আরো কিছু স্বাস্থ্য উপকারিতা:
কালোজিরাকে সব রোগের ওষুধ হিসেবে আখ্যায়িত করা হয়। অন্যান্য সব ভেষজের মতো কালোজিরা নিয়েও গবেষণা কম হয়নি। ১৯৬০ সালে মিসরের গবেষকরা নিশ্চিত হন যে, কালোজিরায় বিদ্যমান নাইজেল-এর কারণে হাঁপানী উপশম হয়। জার্মানী গবেষকরা বলেছে, কালো জিরার অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-মাইকোটিক প্রভাব রয়েছে। এটি বোনম্যারো ও প্রতিরক্ষা কোষগুলোকে উত্তেজিত করে এবং ইন্টারফেরন তৈরী বাড়িয়ে দেয়।
আমেরিকার গবেষকরা কালোজিরার টিউমারবিরোধী প্রভাব সম্পর্কে মতামত দেয়। শরীরে ক্যান্সার উৎপাদনকারী ফ্রি-রেডিক্যাল অ বাকি অংশ পড়ুন...
বিষয়টি যে এতদূর গড়াবে তা ভাবতে পারেনি জামিল সাহেব ও তার স্ত্রী। কিছু বুঝে উঠার আগে শুভর উৎপাত আরো প্রকট হয়ে উঠেছে। ক্লাসে তার কয়েকজন সঙ্গীও জুটেছে, যারা নিজেদের মেয়ে ভাবছে। সালোয়ার কামিজ পরা, চুলে মেয়েদের মত বেণী করা, ঠোঁটে লিপিস্টিক দেয়া, মাথায় টিপ দেয়া, অনুষ্ঠানে শাড়ি পরায় তারা গ্রুপ বেঁধেছে। ইতিমধ্যে তারা ফেসবুকে এমন কিছু গ্রুপের সাথে সংযুক্ত হয়েছে, যারা তাদের মতই। ক্লাসের শিক্ষকও বিষয়টি বেশ এপ্রিশিয়েট করেছেন, হিজরা বেশ ধরায় সেসব শিক্ষার্থী মূল্যায়নে ত্রিভুজ পাচ্ছে খুব সহজে।
এদিকে শুভ আরেক বিপদে ফেলেছে, তার মেয়েরূপী একটা বাকি অংশ পড়ুন...












