খোদায়ী বলে বলীয়ান মোরা
হটবোনা কভু পিছু,
কাপুরুষ হয়ে কাফির সমীপে
করবনা মাথা নিচু।
সত্যের জয় হবেই হবে
একথা আছে জানা
জীবন যাক তবুও শোন
বিপথে যেতে মানা।
কালাম পাকে জানিয়েছেন খোদা
আমরাই বিজয়ী সৈনিক
জিসিমে রয়েছে উষ্ণ রক্ত
আমরাই চির নির্ভীক।
রসূল মোদের শিখিয়ে দিয়েছেন
কুরআন সুন্নাহর বিধান
আমরাই করব সত্য প্রচার
হক্বের পথে আহবান।
বাকি অংশ পড়ুন...












