ঘটনা থেকে শিক্ষা
অপাত্রে ইলিম দান তদ্রুপ হয়ে থাকে যেমন শুকরের গলায় জাওহার, মুক্তা ও স্বর্ণের হার দিলে হয়ে থাকে
, ১৬ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৯ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৫ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনার ছাত্রদের মধ্য হতে একজন ছাত্র খুব ভাল ছিলো, যে খুব মেধাবী ও সমঝদার ছিলো। সে ছাত্রটাকে তিনি একদিন মাদরাসা বা দর্সগাহ থেকে বের করে দিলেন। যখন বের করে দেয়া হলো, তখন অন্যান্য ছাত্র যারা ছিলো, তারা হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনার রোবের কারণে, উনাকে কিছুই জিজ্ঞাসা করতে সাহস পেলো না, চুপ করে রইলো। কিন্তু তারা মনে মনে ফিকির করলো, এই ছেলেটা ছাত্র হিসেবে খুবই ভাল, তাকে কেন বের করে দেয়া হলো। অবশ্যই এটার কারণ জানতে হবে। কোন এক অবসর সময় অন্য এক বিশিষ্ট ছাত্র, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনাকে জিজ্ঞাসা করলো হুযূর! বেয়াদবী মাফ করবেন, একটা খুব জরুরী বিষয় রয়েছে, যেটা আমাকে জানতেই হবে। সেটা হচ্ছে- কয়েকদিন পূর্বে, আপনি যে ছাত্রটাকে বের করে দিলেন দর্সগাহ থেকে, তার কি কারণ ছিলো, আমরা জানি সে ছেলেটা খুব ভাল ও মেধাবী ছিলো এবং খুব সমঝদারও ছিলো। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, অপাত্রে ইলিম দান করলে, তদ্রুপ হয়ে থাকে, যেমন শুকরের গলায় জাওহার, মুক্তা ও স্বর্ণের হার দিলে হয়ে থাকে, ঠিক তদ্রুপ এ ছেলের বেলায়ও সেই ঘটনা ঘটেছে। ছাত্র জিজ্ঞাসা করলো- সে কেমন? হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, যে, আমি স্বয়ং নিজে আমার চোখে দেখেছি এই ছেলেটাকে। তার বাড়ী ওমুক স্থানে, সে রাস্তা থেকে মাটি তুলে তার বাড়ীর বা ঘরের যে দেয়াল রয়েছে, দেয়ালটা ল্যাপ দিয়েছে। কিছু দুব্বা ঘাসও সে নিয়েছে, এর কারণে তার দেয়ালটা যেমন কয়েক সুতা বেশী মোটা হয়ে গিয়েছে তেমনি রাস্তাটিও কয়েক সুতা সংকীর্ণ বা নিচু হয়ে গিয়েছে। আমি ফিকির করলাম, যে ব্যক্তি মানুষের হক্ব ও রাস্তার হক্ব সম্পর্কে বুঝে না, রাস্তার মাটি নেয়া জায়িয বা নাজায়িয, তা উপলব্ধি করতে পারে না, অথচ নিজেরটা সে সম্পূর্ণ বুঝলো, কিন্তু জনগণের হক্বটা সে বুঝলো না। এ ধরণের লোককে নিশ্চয়ই অতিরিক্ত ইলিম দেয়া উচিত হবে না। তার ফরয পরিমাণ ইলিম হাছিল হয়ে গেছে, বরং তাকে অতিরিক্ত কিছু ইলিমও দেয়া হয়েছে। তারপরেও সে যখন এই জিনিসটা বুঝতে পারলো না- হক্কুল্লাহ এবং হক্কুল ইবাদ সম্পর্কে, যার জন্য সে রাস্তা থেকে মাটি তুলে নিয়ে তার ঘর ল্যাপ দিয়েছে। এটা অবশ্যই তার অন্যায় হয়েছে, তাকে অতিরিক্ত ইলিম শিক্ষা দেয়া কখনো উচিত হবে না। সেজন্য আমি তাকে বের করে দিয়েছি, কারণ সে ইলিমের অপব্যবহার করবে।
ফিকিরের বিষয়, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি, যিনি ছিদ্দীক্ব তবকার বুযূর্গ ও মহান আল্লাহ পাক উনার ওলী ছিলেন। তিনি ছাত্রকে বের করে দিলেন শুধু এই সামান্য ত্রুটির জন্য, যে তাকে অতিরিক্ত ইলিম দেয়া যাবে না। সে ইলিমের অপব্যবহার করবে। কাজেই তাকে বের করে দেয়া উচিত, ফরয পরিমাণ ইলিম তাকে দেয়া হয়ে গিয়েছে।
তাই সকলকেই অতিরিক্ত ইলিম দেয়া উচিত নয়, মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিষেধ রয়েছে। কাজেই এখন ফিকিরের বিষয়, ইলিম তলব করা ফরয, তবে অতিরিক্ত যেটা সেটা সকলের জন্য নয়। ওটা বিশেষ বিশেষ ব্যক্তির জন্য। যারা সেই সম্পর্কে বুঝবে, অপব্যবহার করবে না এবং তা যাদের পক্ষে অনুধাবন করা সম্ভব হবে। ফরয ইলিম জরুরত আন্দাজ সকলকে হাছিল করতেই হবে। আর এই ইলিমের ফযীলত বুযূর্গী সম্পর্কে হযরত আবু দারদা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, আমি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বলতে শুনেছি, তিনি বলেন- “যে ব্যক্তি ইলিম (তলব করার জন্য) হাছিল করার জন্য কোন একটা পথ অবলম্বন করলো, সেই পথ অবলম্বন করার কারণে মহান আল্লাহ পাক তিনি তাকে জান্নাতে যাওয়ার রাস্তাসমূহের একটা রাস্তা দিয়ে দিবেন। ” সুবহানাল্লাহ!
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হযরত আবদুল্লাহ ইবনে সালাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৩)
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক করেন-
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত আবদুল্লাহ ইবনে সালাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (২)
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যাকাত সম্পর্কিত আহকাম, মাসায়িল ও ফাযায়িল (২)
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে মুহব্বত মুবারক করা সমস্ত জিন-ইনসান, তামাম কায়িনাতবাসীর জন্য ফরযে আইন
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের আলোকে ছিরাতুল মুস্তাক্বীম উনার ছহীহ তাফসীর- ০১
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












