হিলাল
এ বছরেও (১৪৪৬ হিজরী) পবিত্র হজ্জ বাতিল হতে যাচ্ছে
, ০৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ৩১ মে, ২০২৫ খ্রি:, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) আন্তর্জাতিক মাজলিসু রুইয়াতিল হিলাল

আমরা আগেই প্রকাশ করেছিলাম যে, সউদি আরব যেভাবে যিলক্বদ মাস গণনা করছে তাতে এটা সহজেই বোঝা যাচ্ছে, আগামী ২৭শে মে, মঙ্গলবার হবে তাদের ২৯শে যিলক্বদ অর্থাৎ পবিত্র যিলহজ্জ শরীফ মাসের চাঁদ তালাশের দিন। আর তাদের উম্মুল কুরা বর্ষপঞ্জিতে (ক্যালেন্ডারে) পবিত্র যিলহজ্জ শরীফ মাসের শুরু আগাম দেখানো আছে ২৮ মে, বুধবার থেকে। বাস্তবেও তাই হয়েছে। সেদিন (২৭শে মে) তারা চাঁদ দেখার নামে প্রহসন করে যিলহজ্জ মাস এবং পবিত্র হজ্জের তারিখ ঘোষণা করেছে। নাঊযুবিল্লাহ।
এটা সকলেরই জানা, হিজরী সনের প্রতিটি মাস শুরু হতে হবে চাঁদ দেখার সাপেক্ষে। চাঁদ দেখা গেলে মাসটি ২৯ দিনে গুনতে হবে আর দেখা না গেলে মাসটি ৩০ দিনে পূর্ণ করতে হবে। এটি সম্মানিত হাদীছ শরীফ দ্বারা সমর্থিত এবং সকল মাযহাবে মাস শুরুর ক্ষেত্রেই এই ফতওয়াই প্রদান করা হয়েছে।
বর্তমানে সউদি আরবসহ আরও অনেক মুসলিম দেশে জ্যোতির্বিদ্যার মাধ্যমে গণনা (এস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন) করে মাস শুরুর যে প্রচলন দেখা দিয়েছে, তা স্পষ্টতই বিদয়াত ও গুমরাহী এবং খালি চোখে চাঁদ না দেখে বরং এই ভুল গণনা (ক্যালকুলেশন) পদ্ধতিতে মাস গণনা এবং এর কারণে সঠিক তারিখে আরবী মাস শুরু না হবার কারণে মুসলমানগণের অনেক ইবাদত-বন্দেগী নষ্ট হয়ে যাচ্ছে, পবিত্র হজ্জ বাতিল হয়ে যাচ্ছে।
পবিত্র হজ্জ পালনের ক্ষেত্রে আরাফার ময়দানে ৯ই যিলহজ্জ শরীফ সূর্য ঢলার পর থেকে অবস্থান করা ফরয। এখন ১৪৪৬ হিজরী সনের যিলহজ্জ শরীফ মাস চাঁদ না দেখে বা মনগড়া নিয়মে গণনা (ক্যালকুলেশন) পদ্ধতিতে শুরু হওয়াতে ৮ই যিলহজ্জ শরীফ আরাফার ময়দানে অবস্থান করতে হবে ফলে বিশ্বের অগণিত হাজী সাহেবগণ হজ্জের আর যত অনুষঙ্গই পালন করুক না কেন পবিত্র হজ্জ বাতিল বিবেচিত হবে।
২৭শে মে, মঙ্গলবার, সউদি আরবে যে চাঁদ দেখা যাবে না তার প্রমাণ আমরা আগেই উপস্থাপন করেছিলাম। ------
সেদিন সউদি আরবে (বিশেষভাবে পবিত্র মক্কা শরীফের অবস্থান বিবেচনায়) সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে ১৪ ঘন্টা ১৩ মিনিট, সূর্যাস্তের পর চাঁদ অস্ত যাবার সময়ের পার্থক্য হবে ৩৮ মিনিট, দিগন্তরেখার উপর চাঁদের উচ্চতা হবে ৬ ডিগ্রী ৪১ আর্ক মিনিট, কৌণিক দূরত্ব হবে ৮ ডিগ্রী ৬ আর্ক মিনিট। চাঁদের এরকম অবস্থানে কখনোই চাঁদ খালি চোখে দৃশ্যমান হয় না। চাঁদ প্রথম খালি চোখে দেখার আকৃতিতে আসবে কানাডা ও আমেরিকার পূর্ব অঞ্চলের দিকে (তবে চাঁদ দেখা যাবে বা যাবে না তা নির্ভর করে আকাশ পরিস্কার থাকার সাথে) যেখান থেকে সউদি আরবের সময়ের পার্থক্য হবে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা। ২৭শে মে পবিত্র মক্কা শরীফে সন্ধ্যা হবে ৭টার দিকে আর চাঁদ যে অঞ্চলে খালি চোখে দৃশ্যমান হবার আকৃতিতে আসবে সেখানকার স্থানীয় সময়ের বিবেচনায় পবিত্র মক্কা শরীফে সময় হবে রাত ১২টা ৩০ মিনিট। যদিও নিজ নিজ অঞ্চলে খালি চোখে চাঁদ দেখা সম্মানিত শরীয়তের শর্ত তারপরেও যারা দাবি করে পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেলে সারা বিশ্বের জন্য প্রযোজ্য, সেই অবান্তর নিয়মও প্রয়োগ করা সম্ভব হবে না কারণ চাঁদ সউদি আরবের পূর্বের কোন দেশ থেকে দৃশ্যমান হবে না বরং তা দেখা যেতে পারে তাদের পশ্চিমের কোন জায়গা থেকে আর এই অবস্থায় অর্থাৎ রাত ১২টা ৩০ মিনিটের দিকে যিলহজ্জ মাসের চাঁদ ঘোষণা হবে অবান্তর।
কিন্তু সৌদি আরব তাদের পূর্বের দেশ ইন্দোনেশিয়া থেকে চাঁদ দেখার মিথ্যা খবর প্রমাণ হিসেবে হাজির করে চাঁদের তারিখ ঘোষণা দিয়ে দেয়। যদিও পাশের দেশ মালয়েশিয়া এবং ব্রুনাইতে চাঁদ দেখা যায়নি এবং তারা কোন মনগড়া তারিখ ঘোষণা করেনি। এখানে উল্লেখ্য ইন্দোনেশিয়া কখনো চাঁদ দেখে মাস গণনা করে না বরং তারা উম্মুল কুরার মত একটা জ্যোতির্বিদ্যা বিষয়ক গণনা পদ্ধতি (এস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন) ব্যবহার করে থাকে। ফলাফল হচ্ছে এবছরেও হজ্জ বাতিল হতে যাচ্ছে।
সকল মুসলিম বিশ্বের উচিত, সম্মানিত হাদীছ শরীফ উনার দিকে ফিরে আসা। অর্থাৎ চাঁদ তালাশ করতে হবে দেখা না গেলে মাস ৩০ দিনে গুনতে হবে। কোন রকম গণনা পদ্ধতি ব্যবহার করে মাস গণনা ইসলাম সমর্থন করে না। কারণ কারও উপর এখন নতুন ওহী নাযিল হয় না।
এবিএম রুহুল হাসান
(বাংলাদেশ প্রতিনিধি ICOP)
(Islamic Crescent Observation Project)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন চাঁদ তালাশের গুরুত্ব ও শরয়ী তরতীব (২)
২৯ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মাজলিসু রুইয়াতিল হিলাল মজলিস’ সংবাদ: পবিত্র মুহররমুল হারাম শরীফ উনার চাঁদ দেখা গেছে
২৭ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আজ মুহররমুল হারাম শরীফ উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা
২৬ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র রবীউছ ছানী মাস উনার চাঁদ দেখা যায়নি
০৪ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চাঁদ এবং ইসলামী মাস নির্ধারণে সউদী ওহাবী ইহুদীদের ষড়যন্ত্র চক্রান্ত (১৫)
০৭ মার্চ, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খোদ সউদী গণমাধ্যমেই চাঁদ নিয়ে ষড়যন্ত্রের তথ্য উপস্থাপন
২৩ নভেম্বর, ২০২২ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)