গরীবের পাতে ইলিশ ফিরবে কবে? (২)
এডমিন, ০৬ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৩ সাদিস ১৩৯১ শামসী সন , ২১ নভেম্বর, ২০২৩ খ্রি:, ০৫ অগ্রহায়ণ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আপনাদের মতামত

তাছাড়া মা ইলিশ রক্ষা পেলেই ইলিশের সংখ্যা বাড়বে, এটাও আসলে ভুল মনে হয়। কারণ পানির নিচে একটা বাস্তুসংস্থান আছে। সেখানে এক প্রাণী অপর প্রাণীর খাবার। একটি ইলিশ ২৫-৩০ লক্ষ ডিম পাড়ে। এই ডিমও অন্য প্রাণী খায়। একইসাথে ইলিশের পোনা এমনকি বড় ইলিশও বড় কোন প্রাণীর খাবার হতে পারে। সুতরাং আমরা যদি ইলিশ না খাই, তবে সেই ইলিশ যে আরেক প্রাণীর খাবার হবে না, সেটা আমরা নিশ্চিত হলাম কিভাবে। মূলত মহান আল্লাহ পাক এভাবেই প্রকৃতিতে ভারসাম্য রক্ষা করেন। যদি এভাবে ভারসাম্য রক্ষা না হতো, তবে কোন একটি প্রাণীর আধিক্যে পুরো পরিবেশ নষ্ট হয়ে পড়তো।
তবে বছরে প্রায় ৫ মাস নদী-সমুদ্রে মাছ ধরা বন্ধ করে ইলিশসহ অনেক দেশী মাছ এখন ধনী শ্রেণীর খাবারের পাতে আশ্রয় নিয়েছে। মধ্যবিত্ত বা গরীবরা দেশী মাছের নাগাল আর পায় না।
আসলে বর্তমানে নিয়ম আর আইনগুলো এমনভাবে হয়, যেখানে ধনী আর কর্পোরেটরা লাভবান হয়। গরীব আর মধ্যবিত্তের পেটে জুটে না কিছু। সমুদ্র বা নদীতে বছরে ৫ মাস মাছ ধরা বন্ধ করে সেই বিষয়টি কিন্তু ঘটছে। ইলিশসহ নদীর দেশী মাছগুলো ধনীর পাতে চলে গেছে, গরীব আর মধ্যবিত্তের পাতে আর তাদের দেখা মিলছে না।
-এস হাবীব।