পায়ের পেশির ব্যথা উপশমে করণীয়
এডমিন, ২৪ নভেম্বর, ২০২২ ০৪:১৫:৪৪ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) চিকিৎসা
১। দীর্ঘক্ষণ হাঁটা, এক জায়গায় বসে কাজ করা, গাড়ি চালানো এবং কম্পিউটারে বসে অনেকক্ষণ কাজ করলে কাঁধ, ঘাড় ও পিঠের পেশিতে টান ধরতে পারে, শরীরে পানির অভাব হলে পেশিতে ব্যথা হতে পারে।
২। ব্যায়াম বা যে কোনো শারীরিক কসরতের আগে ওয়ার্মআপ না করলে ব্যথা হতে পারে।
৩। পেশি ক্লান্ত থাকাবস্থায় আকস্মিক নড়াচড়া করলে ব্যথা হতে পারে।
৪। হঠাৎ ভারী কিছু তুলতে গেলে টান লেগেও ব্যথা হয়।
৫। মানসিক চাপ ও দুশ্চিন্তার কারণেও ব্যথা হতে পারে।
৬। শরীরে সোডিয়াম, পটাশিয়ামের অভাব হলে ব্যথা হতে পারে।
৭। আঘাতে পেশি সম্পূর্ণ বা আংশিক ছিঁড়ে গেলে অথবা বাতরোগেও পেশিতে ব্যথা হয়।
৮। কিছু অসুখে নির্দিষ্ট কিছু পেশির নির্দিষ্ট স্থানে ব্যথা হতে পারে, যেমন ফাইব্রোমায়ালজিয়া।
৯। বিভিন্ন রকম ট্রমা বা আঘাতের কারণে হাড়ের জোড় ছুটে গেলে (জয়েন্ট ডিসলোকেশন) অথবা হাড়ের জোড় আংশিক ছুটে গেলেও (সাবলাক্সেশন) নির্দিষ্ট পেশিতে ব্যথা হয়।
চিকিৎসা
পেশির ব্যথার মেয়াদ অনুযায়ী এবং কারণ অনুযায়ী চিকিৎসা ভিন্ন ভিন্ন।
● হঠাৎ পায়ের পেশিতে ব্যথা হলে রোগীরা ঘরে কিছু প্রাথমিক চিকিৎসা নিতে পারেন। যেমন ঠান্ডা ও গরম পানিতে পা ডোবানো। পায়ে ব্যথা অনুভব করলে রক্ত চলাচল বাড়ানোর প্রক্রিয়া অনুসরণ করলে সুফল মিলতে পারে। পায়ে রক্তপ্রবাহ বৃদ্ধি করতে একটি গামলায় ঠান্ডা পানি ও আরেকটি গামলায় গরম পানি নিন। উঁচুতে বসে পা দুটিকে ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখুন এবং পাঁচ মিনিট পর গরম পানিতে পা দুটিকে ডুবিয়ে রাখুন।
● পেশির ব্যথার প্রাথমিক চিকিৎসার জন্য আরেকটি চিকিৎসা পদ্ধতি হলো রাইস।
আর-রেস্ট বা বিশ্রাম ব্যথার সময় চলাফেরা না করা।
আই-আইচ বা বরফ ব্যথায় আক্রান্ত স্থানে বরফের টুকরা বা বরফকুচি দিয়ে ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত ম্যাসাজ করা।
সি-কম্প্রেশন বা চাপ আক্রান্ত পেশি কোনো কিছু দিয়ে চাপ দিয়ে বেঁধে রাখা।
ই-এলিভেশন বা উঁচু করে রাখা আক্রান্ত স্থান হৃৎপিণ্ডের অবস্থানের (হার্ট লেভেল) চেয়ে একটু উঁচুতে রাখা।
এই পদ্ধতি তিন দিন অনুসরণ করার পরও ব্যথা না কমলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
● স্ট্রোক বা বিভিন্ন রকম নিউরোলজিক্যাল কারণে নার্ভের সাপ্লাই না পেলে পেশি অবশ হয়ে দুর্বল হয়ে যায়। সে ক্ষেত্রে পেশির শক্তি বাড়ানোর জন্য স্ট্রেন্থেনিং ব্যায়াম, খিঁচুনি হলে বিভিন্ন রকম স্ট্রেচিং ব্যায়াম, পেশির টেনডন (হাড়ের সঙ্গে পেশিকে জুড়ে রাখে যে টিস্যু) যদি আংশিক ছিঁড়ে যায়, তবে ফিজিওথেরাপি দরকার হয়।
● পেশির ব্যথার চিকিৎসায় সাধারণত ব্যথানাশক ওষুধ ব্যবহার না করাই ভালো। ব্যথার ওষুধ শুধু সাময়িকভাবে ব্যথা কমাতে পারে, কিন্তু যেসব কারণে পেশির ব্যথা হয়, তার সমাধান করে না।