মাজমা‘উ ফালইয়াফরহূ শরীফ
এডমিন, ১১ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৫ তাসি, ১৩৯০ শামসী সন, ৩রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২০ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ

প্রশ্ন: মহান আল্লাহ পাক তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ব্যাপারে সমস্ত হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের থেকে সম্মানিত ওয়াদা মুবারক গ্রহণ করার পর সবশেষে কি ইরশাদ মুবারক করেছেন?
উত্তর: মহান আল্লাহ পাক তিনি সবশেষে ইরশাদ মুবারক করেছেন- فَمَنْ تَـوَلّٰـى بَـعْدَ ذٰلِكَ فَاُولٰٓـئِكَ هُمُ الْفٰسِقُوْنَ ‘অতঃপর যে বা যারা এই সম্মানিত ওয়াদা মুবারক থেকে মুখ ফিরিয়ে নিবে অর্থাৎ সম্মানিত ওয়াদা মুবারক উনার খিলাফ করবে, তারাই হচ্ছে ফাসিক্ব অর্থাৎ চরম নাফরমান, কাট্টা কাফির।’
প্রশ্ন: مَنْ فَرِحَ بِنَا فَرِحْنَا بِه এই মহাসম্মানিত ও মহাপবিত্র বাক্য মুবারক উনার অর্থ কি?
উত্তর: ‘যে ব্যক্তি আমাদের জন্য খুশি মুবারক প্রকাশ করে, আমরা তার প্রতি সন্তুষ্ট হই।’
প্রশ্ন: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি ঈমান না এনে লক্ষ কোটি বছর নেক আমল করলেও, কোনো আমল গ্রহণযোগ্য হবে কি?
উত্তর: না- কস্মিনকালেও কোনো আমল গ্রহণযোগ্য হবে না; বরং সে কাট্টা কাফির চির জাহান্নামী হবে।