রাজাকার এসকে সিনহাকে দেশে এনে বিচার করা জরুরী (২)
এডমিন, ০৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ রবি’ ১৩৯১ শামসী সন , ২০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ০৫ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিশেষ প্রতিবেদন

সিনহার রাজাকারগিরি সম্পর্কে দেশের মন্ত্রী-এমপি আমলা সকলেই জানে। তারপরও কেন তাকে বিচারের মুখোমুখি করা হচ্ছে না? গত ২২ আগস্ট ২০১৭ তারিখে আ’লীগের প্রকাশ ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ নিজেও হিন্দু রাজাকার এস কে সিনহাকে উদ্দেশ্য করে বলেছে, সিনহা আদালতে মামলা চলাকালীন নিজের মুখে স্বীকার করেছে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি বাহিনীকে সহায়তার জন্য রাজাকার আলবদরদের সহায়ক শক্তি হিসেবে গ্রামে গ্রামে যে শান্তি কমিটি গঠন করা হয়েছিল সেই শান্তি কমিটির সদস্য ছিলো। এটি সে নিজে আদালতে স্বীকারোক্তি দিয়েছে। এ পরিচয় সিনহা বিচার বিভাগে প্রবেশের আগ পর্যন্ত গোপন রেখেছিলো।
এছাড়াও ভারতের বিচ্ছিন্নতাবাদীদের সাথে দেশীয় বিচ্ছিন্নতাবাদীদের গোপন নেটওয়ার্কে সেও আছে বলে সিনহার নামে অভিযোগ আছে। বিদেশে বসেও যে, সে এসব বিচ্ছিন্নতাবাদীদের সাথে যোগাযোগ রাখছে না সেটার নিশ্চয়তা আছে কি?
কুখ্যাত রাজাকার ও স্বাধীনতাবিরোধী এই এসকে সিনহা দেশের বাইরে থেকেই দেশবিরোধী চক্রান্তকারীদের সাথে হাত মেলানোর সমূহ সম্ভাবনা আছে। তাই তাকে অতিদ্রুত দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো জরুরী।