পবিত্র সূরা নূর শরীফ উনার ১৬ নম্বর আয়াত শরীফ: যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَلَوْلا إِذْ سَمِعْتُمُوهُ قُلْتُم مَّا يَكُونُ لَنَا أَن نَّتَكَلَّمَ بِهَذَا سُبْحَانَكَ هَذَا بُهْتَانٌ عَظِيمٌ.
অর্থ: যখন তোমরা তা শুনতে পেলে তখন কেন বললে না, এ বিষয় আমাদের কথা বলার কোন অধিকার নেই। সেই মহান খ¦লিক মালিক রব আল্লাহ পাক তিনি পবিত্র, উনারাও পবিত্র। সুবহানাল্লাহ! এটা একটা কঠিন অপবাদ। ” নাঊযুবিল্লাহ!
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বারবার বিভিন্নভাবে এ বিষয়টি উল্লেখ করেছেন। তিনি হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্ন বাকি অংশ পড়ুন...
মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ উনাকে তারা তাহরীফ বা পরিবর্তন-পরিবর্ধন করতে পারেনি, আর কস্মিনকালেও পারবে না। কারণ, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
اِنَّا نَـحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَـحٰفِظُوْنَ
অর্থ: “নিশ্চয়ই মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ আমিই নাযিল করেছি এবং নিশ্চয়ই আমিই উনাকে হেফাযত করবো।” সুবহানাল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা হিজ্র শরীফ : সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ৯)
কিন্তু তারা অত্যন্ত কূটকৌশলে মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে তাদের অনেক মনগড়া, মওযূ, বানোয়াট, বাতিল এবং ইসরাঈলী বর্ণনা প্রবে বাকি অংশ পড়ুন...
ঠোঁট কেটে রান্না করা লোয়া:
জন্ম ইংল্যান্ডে। ১ম দিকে ছিলো পকেটমার। এরপর চুরিসহ অনেক অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। তারপর আমেরিকায় এসে ১৭২২ সালে একটি দস্যু দলের নেতৃত্ব নিজের কাঁধে তুলে নিয়ে নৌদস্যু হিসেবে আত্মপ্রকাশ করে লোয়া। গোড়ার দিকে পোর্ট রোজওয়েতে নোঙর তোলা ১৩টি মাছ ধরার জাহাজ লুট করে লোয়ার দল। বিভিন্ন জাহাজ লুট করার পর বন্দিদের ঠোঁট কেটে রান্না করে তাদের সেটা খেতে বাধ্য করতো লোয়ার।
দস্যুদের মানচিত্র তৈরিকারী টমাস টিউ:
‘পাইরেট রাউন্ড’ নামে পরিচিত নৌদস্যুদের মানচিত্রটি তৈরি করে টমাস। পরে হেনরি এভারি এবং উইলিয়াম কিডের মতো বাকি অংশ পড়ুন...
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন,
عَنْ اِمَامِ الْاَوَّلِ سَيِّدِنَا حَضْرَتْ كَرَّمَ اللهُ وَجْهَهٗ عَلَـيْهِ السَّلَامُ قَالَ اِنَّ النَّبِـىَّ صَلَّى الله عَلَـيْهِ وَسَلَّمَ كَانَ يَـقُوْلُ نَـحْنُ اَهْلُ بَـيْتٍ طَهَّرَهُمُ اللهُ مِنْ شَجَرَةِ النُّـبُـوَّةِ وَمَوْضِعِ الرِّسَالَـةِ وَمُـخْتَلِفِ الْمَلَائِكَةِ وَبَـيْتِ الرَّحْـمَةِ وَمَعْدِنِ الْعِلْمِ
“ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সবসময় ইরশাদ মুবারক করতেন, আমরা মহাসম্মানি বাকি অংশ পড়ুন...
অমুসলিম-বিধর্মীরা খুব ভাব ধরে, দাবি করে- তারা খুব নিরীহ, কখনোই কারো কোনো ক্ষতি করেনি। মুসলমানরা নাকি সন্ত্রাসী। নাউযুবিল্লাহ!
অথচ ইতিহাস কিন্তু বলে ভিন্ন কথা। ইতিহাস বলে, নাস্তিকরা যখনই কোনো দেশের ক্ষমতায় গেছে, কিংবা আক্রমণের সুযোগ পেয়েছে, তারা তখন হয়ে উঠেছে হিংস্র, নৃশংসভাবে হত্যা করেছে অজস্র মানুষকে। আসুন বিভিন্ন দেশে কমিউনিস্ট তথা নাস্তিক্যবাদীদের হত্যাযজ্ঞের একটু হিসেব দেখে নেই-
১) চীনে সাড়ে ৬ কোটি মানুষ হত্যা।
২) সোভিয়েত রাশিয়ায় ২ কোটি মানুষ হত্যা।
৩) কম্বোডিয়ায় ২০ লক্ষ মানুষ হত্যা।
৪) উত্তর কোরিয়ায় ২০ লক্ষ মানুষ হত্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দীকির পর এবার শাহিরয়ারের স্বাধীনতাবিরোধী অবস্থানের বিষয়টি আরো স্পষ্ট করে তুলে ধরেছেন। বিশিষ্ট মুক্তিযোদ্ধদের সেবক ডাক্তার জাফর উল্লাহ। যিনি মুক্তিযুদ্ধকালীন সময়ে আহত মুক্তিযুদ্ধা ও শরণার্থীদের সেবা দেয়ার জন্য নিজেই অস্থায়ী হাসপাতাল করেন। তিনিও শাহরিয়ার কবিরের রাজাকারগিরির প্রমাণ তুলে ধরেছেন। অনলাইন খুঁজলে শাহরিয়ার কবিরের স¦াধীনতা বিরোধী অভিযোগের প্রমাণ ভুরি ভুরি পাওয়া যায়।
শাহিরয়ার কবিরের স্বাধীনতাবিরোধী অবস্থান তথা রাজাকারগিরির অভিযোগ তুলেছেন-
১) ঘাতক দালাল ন বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
“শাহরিয়ার আমরা একসঙ্গে বহুদিন কাজ করেছি, বিশেষ করে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটিতে। কিন্তু যখন জানতে চেয়েছি সে কোথায় যুদ্ধ করেছে, তখনই সে নিশ্চুপ থেকেছে, কোনদিন সদুত্তর দেয়নি”। শাহরিয়ার কবিরের হাক্বিকত এভাবেই ফাঁস করেছেন কর্নেল কাজী নুরুজ্জামান সেক্টর কমান্ডার।
এভাবেই একে একে তার আশপাশের লোকেরাই তার গোমর ফাঁস করে দিয়েছে।
মূলত ১৯৭১ সালে শাহরিয়ার কবির যে, স্বাধীনতার পক্ষে তথা মুক্তিযুদ্ধে কোনভাবেই জড়িত ছিলো না তার প্রমাণ এখন আর লুকোচাপা নেই। বরং দেশের স্বাধীনতার বিরুদ্ধে তার যে ভূমিকা ছিলো সেটাই এখন একে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
শাহরিয়ার কবিরের নামে ১৯৭১ সালে দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেয়ার বিষয়টি শুধুমাত্র ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক আহবায়ক বেগম মোস্তারী শফি লিখিত ‘জাহানারা ইমামের স্মৃতির উদ্দেশে লেখা চিঠি’ নামের বইটিতেই নয়, আরো অনেকের কাছ থেকেই পাওয়া গেছে।
এমনকি বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকীও তার বিরুদ্ধে রাজাকারগিরির অভিযোগ তুলে বক্তব্য দিয়েছেন। ইন্টারনেটে কাদের সিদ্দীকীর উক্ত বক্তব্য ব্যাপকভাবে প্রচারিতও হয়েছে।
মুক্তিযুদ্ধের সময় কাদের সিদ্দিকীর ভূমিকা সকলেই জানে। যে কারনে বাংলাদেশ সরকার তার ক বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সকলেই তাকে চিনে রাজাকারদের বিরোধিতাকারী হিসেবে। কিন্তু সর্ষের মধ্যেই যে ভূত, সেটা আবারো প্রমাণিত হচ্ছে। ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি তথা রাজাকারদের নির্মুল করার সংগঠনের যে কিনা সভাপতি সেই শাহরিয়ার কবিরের নামেই উঠেছে রাজাকারগিরির অভিযোগ। তারই সহযোগী, বন্ধু-বান্ধবরাই ৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা নিয়ে বক্তব্য দিয়েছে, বই লিখেছে। মূলত সে তার রাজাকারগিরিকে আড়াল করতেই কথিত ওই সংগঠনের আড়ালে অবস্থান নিয়েছে বলেই সুশীল সমাজ মনে করছে।
ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক আহবায়ক বেগম মোস্তারী শফ বাকি অংশ পড়ুন...












