রাজাকার এসকে সিনহাকে দেশে এনে বিচার করা জরুরী (৫)
এডমিন, ০৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ রবি’ ১৩৯১ শামসী সন , ২৩সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ০৮ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিশেষ প্রতিবেদন

সাবেক প্রধান বিচারক এস কে সিনহা ৭১’র মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামাত নেত মীর কাসেম আলীর ভাইয়ের কাছ থেকে বড় অংকের টাকা পেয়েছে।
এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এ সম্পর্কে তার জয়ের বক্তব্য- নিন্দিত সাবেক প্রধান বিচারক সিনহা সম্প্রতি নিউ ইয়র্ক এসেছিলো। সেখানে সে গোপনে যুদ্ধাপরাধী মীর কাসেমের ভাই মামুনের সাথে দেখা করে। আমরা জানতে পেরেছি মামুনের কাছ থেকে সে বড় অংকের টাকা পেয়েছে। টাকাটা তাকে দেয়া হয়েছে আমাদের সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য। তাদের এই আলাপ দেখেছে ও শুনেছে এরকম সাক্ষীও আছে।
প্রধানমন্ত্রীর ছেলেও যেখানে স্বাক্ষী-প্রমাণসহ এসকে সিনহার বিরুদ্ধে রাজাকারদের সাথে গোপন আঁতাতের অভিযোগ করেছেন, সেখানে সিনহা যে এখনো পুরোদস্তুর রাজাকারই রয়ে গেছে সেটাই প্রমাণিত হয়।
এসকে সিনহা আগাগোড়া দেশবিরোধী, স্বাধীনতাবিরোধী, বিচ্ছিন্নতাবাদী রাজাকার সেটা এখন ওপেন সিক্রেট। বিদেশে গিয়েও যে সে এখন দেশের বিরুদ্ধে ফন্দি আঁটছে সেটা বলার অপেক্ষা রাখে না।
তাই বড় ধরণের কিছু ঘটার আগেই সিনহাকে কাঠগড়ায় হাজির করে সর্বোচ্চ সাজার ব্যবস্থা গ্রহণ করার কোন বিকল্প নেই।