রাজারবাগ শরীফ উনার পরিচিতি
, ২২ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ০২ এপ্রিল, ২০২৪ খ্রি:, ১৯ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা

সুমহান বিশেষ নাত শরীফ প্রকাশের উদ্যোগ ও প্রচারের গুরুত্ব
যেহেতু সঙ্গীত সম্মানিত ইসলাম উনার মাঝে নিষিদ্ধ কিন্তু হামদ শরীফ, নাত শরীফ শোনা সুন্নত এবং জায়িয তাই মানুষের জন্য, সমাজের জন্য, জাতির জন্য, দেশের জন্য রহমত, বরকত, কল্যাণ বয়ে নিয়ে আসার জন্য পনেরো শতকের সম্মানিত মুজাদ্দিদ হযরত মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম তিনি নাতু উম্মু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ব্যাপক প্রচারের লক্ষ্যে বিশেষ ব্যবস্থা গ্রহন করেন। আমরা সে বিষয়েই সংক্ষিপ্ত আলোচনা করবো। ইনশাআল্লাহ!
নাত শরীফ কি?
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান-মান, ফাযায়িল-ফযীলত নিয়ে লিখিত কবিতাই মূলত নাত-এ রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। নাত শরীফ লিখেছেন হযরত ছাহাবায়ে ক্বিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ, হযরত আউলিয়ায়ে ক্বিরামগণ এবং অনেক পরহেজগার মু’মিন মু’মিনাগণ উনারা।
বিশেষ নাত শরীফ কি?
বিশেষ নাত শরীফ মূলত লিখিত হয়েছে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মান প্রকাশের উদ্দেশ্যে। তবে তা রচনা করেছেন যিনি খাইরুল উম্মাহাত, ত্বহিরা, ত্বইয়্যিবা, মুনাওওয়ারাহ, সাইয়্যিদাতু নিসায়িল আ’লামীন হযরত উম্মু রসূলিনা আলাইহাস সালাম যিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত মাতা। তিনি আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের প্রথম স্তরের। এবং তিনি সমস্ত ইলম-কালামের মালিক। মহান আল্লাহ পাক উনার প্রদত্ত ইলমে গাইব উনার মাধ্যমে রচনা করেন বিশেষ মর্যাদা সম্পন্ন বিশেষ নাত শরীফ।
কি রয়েছে এই বিশেষ নাত শরীফ উনার মধ্যে:
সাইয়্যিদাতু নিসায়িল আ’লামীন হযরত উম্মু রসূলিনা আলাইহাস সালাম তিনি ইলমে গাইব তথা ইলহাম-ইলকা উনার মাধ্যমে স্বীয় আওলাদ পাক নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান শান সম্পর্কে উনার সুমহান জীবনী মুবারক প্রসঙ্গে কালামগুলো আগাম কবিতার ভাষায় ব্যক্ত করেছিলেন। যার বাস্তবতা পরবর্তীতে পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ এবং উনার সমগ্র যিন্দিগী মুবারকে আমরা লক্ষ্য করি। তিনি উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করার সময় (আবৃত্তি) করেছিলেন। যা আল্লামা হযরত জালালুদ্দীন সুয়ূতী শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার কিতাবুল আ’যীম ওয়াস সুন্নাহ কিতাবে সঙ্কলন করেছেন। ” সুবহানাল্লাহ!
এই বিশেষ নাত শরীফ যখন পাঠ করা হয় তখন নিসবত হয় খাইরাতুল উম্মাহাত, ত্বহিরা, ত্বইয়্যিবাহ, হযরত উম্মু রসূলিনা আলাইহাস সালাম উনার সঙ্গে এবং খাছ করে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে। সুবহানাল্লাহ!
এই সুমহান নাত শরীফ লিখিত হয়েছে ১৫০০ বছর আগে। কিতাবে সঙ্কলনের দিক থেকে আমরা দেখতে পাই হযরত জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার কিতাবুল আ’যীম ওয়াস সুন্নাহ” কিতাবে সঙ্কলন করেছেন তাও সঙ্কলন হয়েছে ৮৪৯-৯১১ হিজরী সালে। তখন থেকে কিতাবে রয়েছে কিন্তু এই বিশেষ নাত শরীফ পাঠ করে, পাঠের মাধ্যমে রহমত, বরকত হাছিল করার বিষয়টি, নিসবত হাছিলের বিষয়টি যিনি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম তিনি ছাড়া কেউ তা উপলব্ধি করতে পারেনি এবং এই নাত শরীফ পাঠের কোন আয়োজন হয়নি। তিনিই সর্বপ্রথম ব্যাপকভাবে এই বিশেষ নাত শরীফ পাঠের এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ! শুধু তাই নয়। আরবীতে লিখা বিশেষ নাত শরীফ হয়তো সকলের উপলব্ধির গভীরে পৌঁছেনা তাই তিনি এই নাত শরীফ উনার কাব্যানুবাদ বাংলা এবং ইংরেজী উভয় ভাষায় রচিত হওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন অর্থাৎ পৃথিবীর যে কোন ভাষা-ভাষী মানুষ তা অনুবাদ করে নিয়ে পাঠ করতে পারে তার দিগন্ত উম্মোচন করেছেন।
যদি বিশেষ নাত শরীফ সর্বত্র প্রচলিত হয় তবে তা হবে মানুষের জন্য আরও কল্যাণকর। কারণ বিশেষ নাত শরীফ পাঠের মাধ্যমে
১। মহান আল্লাহ পাক উনার রহমত বর্ষিত হয়।
২। মহান আল্লাহ পাক উনার স্বরণ হয়।
৩। ইলমে গাইবের বিষয়ে মানুষের মধ্যে ফিকির তৈরী হয়।
৪। সাইয়্যিদাতু নিসায়িল আ’লামীন হযরত উম্মু রসূলিনা আলাইহাস সালাম উনার শ্রেষ্ঠত্বের কথা স্মরণ হয়।
৫। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে নিসবত তৈরি হয়।
৬। আমাদের অস্তিত্বের কথা স্বরণ হয়।
৭। (فليفرحوا) ফাল-ইয়াফরাহু অর্থাৎ খুশী প্রকাশ করা হয় আর আমাদের স্মরণ হয় সর্বপ্রথম খুশি প্রকাশ করেছেন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত মাতা।
আমাদের যে অনন্তকালের সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন, খুশী প্রকাশ করা তা এই পবিত্র বিশেষ নাত শরীফ উনার মাধ্যমেই শুরু হয়ে ছিলো।
এখন এই সূক্ষ্ম বিষয়ের প্রচলনকারী যিনি, তিনি হচ্ছেন যামানার ইমাম ও মুজতাহিদ মুজাদ্দিদে আ’যম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি। আমরা বলেছি এই নাত শরীফ আগেও ছিল কিন্তু প্রচলিত ছিলোনা। একটি বিষয় সত্য, কেউ চাইলেই তা প্রচলন করতে পারবে না। যিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে গভীরভাবে নিসবত যুক্ত উনি ছাড়া এই বিষয়ের ফিকির কারো পক্ষে করা সম্ভব নয়। সবার দ্বারা সব কাজ হয়নি, হয়না আর হবেও না। কোন কিছু জারী করার জন্য বা জারী রাখার জন্য মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের কাছে কবুলকৃত হতে হয় । কিয়ামত পর্যন্ত বিশেষ নাত শরীফ পাঠের এই প্রচলন জারী থাকবে। ইনশাআল্লাহ!
যদি দাড়িয়ে হারাম জাতীয় সঙ্গীত পাঠ করতে হয় দেশের সম্মানের জন্য, তাহলে বিশেষ নাত শরীফ শুনতে হবে, পাঠ করতে হবে কতটা আদবের সঙ্গে তা বলার আর অপেক্ষাই রাখে না। তাই রাজারবাগ দরবার শরীফে প্রতিদিন এই বিশেষ নাত শরীফ আরবীতে পাঠ করা হয় এবং পাঠের পূর্বে একটি ঘোষণাও দেয়া হয় যাতে যারা কাছে বা দূরে থেকে শুনবেন উনারা যেন পরিপূর্ণ আদব উনার সাথে তা শুনেন এবং প্রয়োজনে তা সাথে সাথে পাঠ করেন। আর যারা পবিত্র দরবার শরীফে বিশেষভাবে মসজিদে অবস্থান করেন উনারা দাঁড়িয়ে এই বিশেষ নাত শরীফ শুনে থাকেন। সুনহানাল্লাহ। এই বিশেষ নাত শরীফ উনার সার্বিক প্রচলন মূলত মুজাদ্দিদে আ’যম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার অত্যন্ত গভীর, হিকমতপূর্ণ, সূক্ষ্ম তাজদীদ মুবারক উনার অন্তর্ভূক্ত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ট্রান্সজেন্ডার বিষয়ে শরঈ ফতওয়া (৩)
১৯ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ছবি তোলা হারাম ও নাজায়িয
১৯ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তারা প্রত্যেকেই মূর্তিপূজারী ও মুশরিক হয়ে কাট্টা কাফির ও মুরতাদ হয়েছে (২)
১৯ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিজাতীয় বিধর্মী তথা ইহুদী-নাছারাদেরকে অনুসরণ করা ইসলামী শরীয়তে হারাম-নাজায়িয
১৯ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চীশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি (৫০)
১৯ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাক্বীক্বী মুহব্বত-মা’রিফত ও নিসবত-কুরবত মুবারক ব্যতিত কখনোই পবিত্র কুরআন শরীফ এবং পবিত্র হাদীছ শরীফ উনাদের হাক্বীক্বী অর্থ ও ব্যাখ্যা করা সম্ভব না (২)
১৯ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
১৮ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারা প্রত্যেকেই মূর্তিপূজারী ও মুশরিক হয়ে কাট্টা কাফির ও মুরতাদ হয়েছে (১)
১৮ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হযরত শায়েখ আব্দুল ওয়াহিদ বিন আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি
১৮ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত শায়েখ আলাইহিস সালাম তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ক্বায়িম মাক্বাম
১৮ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)