আল ইহসান ডেস্ক:
ঢাকায় ভারতীয় হাইকমিশনের ‘জরুরি নয়’ এমন দাবি করে অনেক কর্মকর্তাকে দ্রুত ভারতে সরিয়ে নেয়া হয়েছে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকালে তারা ঢাকা থেকে দিল্লি এসে পৌঁছেছে। সরকারি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
খবর অনুযায়ী, এই সময়ে হাইকমিশনে কর্মরত যেসব কর্মীর উপস্থিতি জরুরি নয়, যারা জরুরি কাজের সঙ্গে যুক্ত নয়, তেমন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
সূত্র জানিয়েছে, হাইকমিশনে কর্মরত সব কূটনীতিকই সে দেশে রয়েছে ও কাজ করছে। হাইকমিশনের স্বাভাবিক কাজকর্ম চালু আছে।
ঢাকায় হাইকমিশ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে আকরির কাছে দুটি সামরিক ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে। এছাড়া ইসরায়েলের অপর একটি স্থানে সামরিক বাহিনীর একটি গাড়িতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।
হিজবুল্লাহ জানিয়েছে, স্থানীয় সময় গত মঙ্গলবার (৬ আগস্ট) ইসরায়েলের উত্তরাঞ্চলে ড্রোন এবং রকেট দিয়ে সিরিজ হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে ইসরায়েলের দিকে বেশ কিছু ড্রোন শনাক্ত করা হয়েছে এবং এর মধ্যে একটি ভূপাতিত করা হয়েছে। দক্ষিণাঞ্চলীয় নাহারিয়া শহরে হামলা বাকি অংশ পড়ুন...
আপনার পঞ্চম মাসয়ালাটা কি? আপনার পঞ্চম মাসয়ালা?
উনি বললেন, হুযূর! আমি আবার পবিত্র কুরআন শরীফ ফিকির করতে লাগলাম। পবিত্র কুরআন শরীফ নিয়ে গবেষণা করতে লাগলাম। গবেষণা করতে করতে আমি একটা পবিত্র আয়াত শরীফ পেয়ে গেলাম।
আমি দেখলাম- মানুষের মধ্যে মারামারি-কাটাকাটি, পরের সম্পদ আহরণ করার জন্য বৈধ-অবৈধভাবে মানুষ কোশেশ করে। অথচ মহান আল্লাহ পাক তিনি বলেছেন-
نَحْنُ قَسَمْنَا بَيْنَهُمْ مَعِيشَتَهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا
“আমি তোমাদের প্রত্যেকের যিন্দেগীতে যা দরকার, মায়ীশাতে যিন্দেগীতে যা দরকার আমি প্রত্যেককেই তা যথাযথ বণ্টন করে দিয়েছি। প্রত্যেককেই যথা বাকি অংশ পড়ুন...
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন,
قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ نَادٰى مُنَادٍ يَا مُحَمَّدُ قُمْ فَادْخُلِ الْـجَنَّةَ بِغَيْـرِ حِسَابٍ فَيَقُوْمُ كُلُّ مَنِ اسْـمُهٗ مُحَمَّدٌ وَيَتَوَهَّمُ اَنَّ النِّدَاءَ لَهٗ فَلِكَرَامَةِ سَيِّدِنَا مَوْلـٰـنَا مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُـمْنَعُوْنَ
অর্থ: “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ক্বিয়ামতের দিন একজন ঘোষণাকারী ঘোষণা দিবেন- ‘হে মুহম্মদ’! উঠো, অতঃপর বীনা হিসাবে সম্মানিত জান্নাত মুবারক উনার মধ্যে প্রবেশ কর বাকি অংশ পড়ুন...
উল্লেখ্য যে, একবার হযরত শায়েখ শামস তাবরেজী রহমতুল্লাহি আলাইহি তিনি অত্যন্ত বিনয়ের সাথে, আবেগ-আপ্লুত হয়ে মহান আল্লাহ পাক উনার নিকট দোয়া করলেন, আয় আল্লাহ পাক! আপনার এমন একজন খাছ বান্দা আমাকে মিলিয়ে দিন, যিনি আমার ধারণকৃত মহান নিয়ামতের যথাযথ কদর করতে পারবেন। তৎক্ষণাৎ গায়েবী নেদা হলো, “আপনি রোম দেশে যান। ”
এ গায়েবী নেদা হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি রোম দেশের দিকে রওয়ানা হয়ে গেলেন। পথিমধ্যে কাউনিয়া নামক স্থানে পৌঁছে সওদাগরদের পান্থশালায় অবস্থান করেন। পান্থশালার দরজার সামনে একটি উঁচু বেদী ছিলো, অধিকাংশ সময় আমীর ও রাজ কর্মচারীগণ এসে বাকি অংশ পড়ুন...
সুওয়াল :
মৃত ব্যক্তিকে (পুরুষ-মহিলা) জানাযার নামাজের পূর্বে ও কবরে রাখার পর মুখ খুলে তার আত্মীয়-স্বজন ও জন-সাধারণকে দেখানো হয়। সম্মানিত শরীয়ত উনার মধ্যে ইহা জায়েয আছে কি-না?
জাওয়াব :
হ্যাঁ, মৃত ব্যক্তিকে জানাযা নামাজের পূর্বে, পরে ও কবরে রাখার পর সর্বাবস্থায় তার আল-আওলাদ, আত্মীয়-স্বজন, জ্ঞাতি-গোষ্ঠী, প্রতিবেশী ইত্যাদি সকলেই দেখতে পারবে। তবে বিশেষ করে মহিলাদের লাশ দেখানোর ক্ষেত্রে পর্দার খেয়াল রাখতে হবে। অর্থাৎ পর্দা রক্ষা করতে হবে যাতে কোন অবস্থাতেই পর্দার খেলাফ না হয়।
এজন্য মাসয়ালা হলো- পুরুষের লাশকে কবরে নিয়ে যাওয়ার সময় খা বাকি অংশ পড়ুন...
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
قُلْ إِنَّمَا حَرَّمَ رَبِّيَ الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَالْإِثْمَ وَالْبَغْيَ بِغَيْرِ الْحَقِّ وَأَنْ تُشْرِكُوْا بِاللهِ مَا لَمْ يُنَزِّلْ بِهٖ سُلْطَانًا وَّأَنْ تَقُوْلُوْا عَلَى اللهِ مَا لاَ تَعْلَمُوْنَ
অর্থ: আমার সম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলে দিন, আমার রব তায়ালা তিনি সমস্ত প্রকার অশ্লীল বিষয়সমূহ হারাম করেছেন সেটা প্রকাশ্য হোক এবং অপ্রকাশ্য হোক। আর হারাম করেছেন সমস্ত গুনাহের কাজ, অন্যায়-অত্যাচার। মহান আল্লাহ পাক উনার সাথে এমন বস্তুকে শরীক করা, তিনি যার কোন সনদ বা দলীল নাযিল করেননি। আর মহান আল্লাহ বাকি অংশ পড়ুন...












