আম্মাজী আম্মাজী
উম্মুল উমাম
আপনার ছানা পড়ে
কায়িনাতের তামাম।
রংধনু সে সাতটি রঙে
কার জন্য সাজে
আমার সৃষ্টি সাত প্রলেপে
ধন্য কোন নাজে!
*
আসমানের ঐ সাতটি পরত
কার কথা বলে
যমিনের ঐ সাতটি ভাঁজে
কার কথা চলে?
*
কুরআন শরীফের সাতটি মঞ্জিল
কার পানে ছোটে
সাত হরফ আর সাত কিরাআতে
কার শান ফোটে?
*
ফাতেহা শরীফের সাতটি আয়াত
কার ছানায় ভরা,
সপ্তাহের সাত দিনগুলি বল
কার জন্যে গড়া।
*
কা’বা শরীফে তাওয়াফ সাতবার
কম বা বেশিতে নয়
সাত সায়ীতে সাফা মারওয়ায়
আমল পূর্ণ হয়।
*
আমার হৃদয়ের সাত প্রকোষ্ঠে
ধ্বনিত যে নাম
সেই নামই উৎস সকল শক্তির
সব নেকের আনজাম।
বাকি অংশ পড়ুন...
শাহরুল আযম, সাইয়্যিদুশ শুহুর, শাহী রবীউল,
আলিশান অতুল, অরাউল অরা আবাদুল আবাদুল।
সাইয়্যিদুল কামিলুন বাশার, ইলাহী ইশকের বাহার,
আলিশান প্রকাশ গ্রহণে বেমেছাল মুবারক শান উনার।
বেমেছাল শানে শানদার হয়ে শামসে সাইয়্যিদী,
খুশির খুশিতে উজালা করেন তামাম ধরণী।
জান্নাতী সাজে সজ্জিত ধরণী, ফের অপেক্ষমান,
ইলাহী ইশকের আশিক আশিকা উনারাও হাজিরান।
সপ্তম তারকা দিবসে নিবেন, উম্মুল উম্মী তাশরীফান,
আহলান সাহলান সেই তাকবীর ধ্বনী, আজো অনির্বাণ।
গগণ বিদারী তাকবীরে প্রকম্পিত ছিলো সারা জাহান,
শুধু কি একটি নুরানী ঘরে? শুধু কি একটি মহান পরিবারে?
আ বাকি অংশ পড়ুন...
নবীজি উনার আওলাদ পরশমণি দুলালী
বসুধায় উম্মুল উমাম তিনি লক্ববে যাহরায়ী ॥
বতূলী সাজে দুনিয়া বিরাগী হয়ে
আনিলেন তাশরীফ এই অবনী মাঝে
শিক্ষা দিলেন উম্মাকে বিরাগী হতে
দুনিয়াবী ভোগ বিলাস থেকে ॥
জান্নাতের মহিলাদের সাইয়্যিদা তখতে বসি
খেজুর পাতার প্রাসাদ আপনার বারেবার গেছে খসি
নাহি চেয়েছেন রাজপদ, নাহি চেয়েছেন ধন
সর্বদা করিছেন মানুষের মাঝে দান ॥
এমনিভাবে রসূলী মুহাব্বতে সমুদয়কে করেছেন দান
নিজ সন্তান উনাদেরকেও ইসলামের তরে করেছেন কুরবান
আপনারই দ্বারা ইসলামের হয়েছে উত্থান
আপনিই কুল মুসলিম-মুসলিমার ঈমান ॥
মাওলাজীর মাহবুবা, মা বাকি অংশ পড়ুন...
জেনে রেখো, তিনি মুসাররিফাতুল ক্বুলুব,
এ তো তিলার্ধ সংশয়ের অবকাশহীন, মহান ধ্রুব।
ঋণাত্মক চিত্তের পরিবর্তন ধনাত্মক সূচকে,
উনার ক্ষণিকের ছোহবতে।
চলার পথের কেন্দ্র যদি ধন্য হয়, সেই মহান ব্যক্তিত্বে,
তবে তারুণ্যের অবাধ্যতা, নফসে আম্মারা, কুচক্রী-বিধর্মী
আর মহাশত্রু শয়তানের বহুমুখী অপকেন্দ্র বল
সব প্রশমিত হয়ে একটা মহান কেন্দ্রমুখী বলের প্রাপ্তিতে,
সুষম মসৃণ বৃত্তাকার সঞ্চার পথে, সুস্থিতিস্থাপন ইস্তিক্বামতে,
চিরন্তন বিচরণশীল সালিকা, ইলমের পরিধিতে;
অতিক্ষুদ্র সময়ের ব্যবধানে, ইলমে তাছাউফের বৃত্তকলা
পরিণত হয় পূর্ণবৃত্তে।
বাকি অংশ পড়ুন...
আমরা নারী জাতি, নারী কুল
ঘুণ ধরা সমাজের।
আমরা বলি,
আমরা সেই দিনই হয়েছি শান্ত
যেদিন জানিলাম আর্তনাদের ধ্বনিগুলো
আকাশে বাতাসে দুলিলো না;
সর্বহারা নারী জাতিদের দুঃখ-কষ্ট রহিলো না;
আমরা সেই দিনই হয়েছি শান্ত।
আমরা সেই দিনই হয়েছি শান্ত
যেদিন জানিলাম-
শয়নে-স্বপনে নারী সকল পুলকিত;
মায়া-মমতায় হৃদচেতনায়
এ ধরার বুকে শিহরিত।
খুশির আমেজ ঝিরিঝিরি হাওয়ায়
বহিয়া চলিলো হেথায় ,
কুল-মাখলুক্বাত পড়িলো ক্বাছীদা
শান্তি পেল সবাই।
আমরা সেই দিনই হয়েছি শান্ত
যেদিন কনকচাঁপা, রজনীগন্ধা,
গোলাপ, হাসনাহেনা
আরো যত ফুল, ফুটিল বাগানে
সুবাসে মাতিলো ধরণ বাকি অংশ পড়ুন...
পরাক্রমশালী দয়াময় খোদার উদার
অন্তহীন অনির্বাণ মহান রহমতী নির্ঝর;
মর্ত ধরায় প্রকাশ পায়,
যে মূল্যবান সময়;
সে, পূত-পবিত্র রবীউল আউওয়াল মাস।
পবিত্র মাস উনার সপ্তম দিবসে,
করুণাময়ী মমতাময়ী মায়ের বেশে;
বিচিত্র পৃথিবীতে নেমে আসে
রহমতী নির্ঝরের নির্গম নির্যাস।
রাজারবাগ দরবার শরীফের,
আম্মাজী আলাইহাস সালাম।
উনার মুবারক বিলাদতী ক্ষণে,
আকাশবাসী সমূদয় ফেরেশতাগণে;
চৌদিকে ছড়ায় জান্নাতী ফুলের সুবাস।
দলে দলে পড়ে সাইয়্যিদুল আ’ইয়াদ উনার মীলাদ;
আকাশে বাতাসে প্রবাহিত হয় ইহার মৃদু নিনাদ।
আহলান সাহলান নূরে মুজাসসাম;
উনার আহলে বাইত আ বাকি অংশ পড়ুন...
মুর্শিদ আমার মুহইউস সুন্নাহ,
করেন রসূলী সুন্নাহ জারী।
মুর্শিদ আমার ইমামুল আইম্মাহ,
সুন্নাত পালনে তিনি গাফেল যে হন না।
মুর্শিদ আমার মুজাদ্দিদ যামান,
উড়াবেন তিনি খিলাফতী নিশান।
আক্বা আমার মাহবুব ওলি,
বাতিল সব করছেন ধূলি।
আক্বা আমার কুতুবুল আলম,
উম্মায় করেন সীমাহীন রহম।
উলামায়ে ‘সূ’ যারা করতেছে হক্বের বিদ্বেষ,
অচিরেই ছাড়তে হবে এই বাঙলাদেশ।
বাতিলের আছে যত বংশ,
উনার তাজদীদে সব হয়ে যাচ্ছে ধ্বংস।
উলামায়ে সূ দের বুক করতেছে থর থর,
কোন সময় যে বাইয়্যিনাতের উঠে কলচর।
আক্বা আমি আপনার দরবারের ভিখারী,
আমার লিখায় হচ্ছে অসংখ্য বাকি অংশ পড়ুন...
আগমনে উম্মুল উমাম,
মোদের ক্বিবলা আম্মাজী।
পেয়েছি মোরা আত তহিরা আত তইয়্যিবা,
হয়েছি মোরা ধন্য।
আগমনে আম্মাজ্বী ক্বিবলা,
জমীন বাসী ধন্য।
আঁধার দূরীভূত করে দিলেন আলো,
সকল সালিকার ক্বলবে।
মোদেরকে দান করেন নছীহত,
করেন অন্তর ইসলাহপ্রাপ্ত।
কায়িনাত হলো আলোকিত,
আম্মাজ্বী উনার তাশরীফানে।
দূরীভূত হচ্ছে সকল,
কুফরী মন্ত্র -তন্ত্র।
সালিকাদের অন্তরে জ্বেলে দিচ্ছেন আলো,
দিচ্ছেন ইলমে ফিক্বহ,তাছাওফ শিক্ষা।
পড়ি মোরা উম্মুল উমামী শান,
জানাই মুবারক সালাম।
মোদেরে করিলেন আম্মাজী ধন্য,
নূরানী ছোহবত দিয়ে।
-তাসমিয়া জান্নাত।
বাকি অংশ পড়ুন...
ঠিক ফজরের আগে
রবীউন নূরে
কে এসেছেন ধরার বাগে
মক্কা নগরে
তিনি খোদার হাবীবী
তিনি শামসী আরাবী
উম্মু রসূল উনার ঘরে মহান এক নূর
যেই নূরেতে পুরো ধরার আঁধার হলো দূর
জাহিলিয়ার মূর্তি গুলো থুবড়িয়ে পরে
উনার নূরী আগমনে রব তায়ালা
আনন্দিত হয়ে পড়েন ছল্লু আলা
আদেশ করেন উম্মাহ যেন পড়ে সাদরে
শাহাদাতের বাণী শুনান নূরী যবানে
রিসালতী ঝা-া উড়ান সকল স্থানে
খতমে রসূল, মাদানী গুল, সালাম দিল ভরে
১২ই চাঁদে সৃষ্টি মাঝে ঈদের বারতা
ধরায় আসেন শাহে রসূল নূরানী দাতা
পুরো আলম ঝুঁকে পরে উনারই তরে
রহমতেরই আলম আক্বা সাকিয়ে কাউছার
দানুন আমায় শাহী দীদার বাকি অংশ পড়ুন...
আগমনে উম্মুল উমাম,
মোদের ক্বিবলা আম্মাজী।
পেয়েছি মোরা আত তহিরা আত তইয়্যিবা,
হয়েছি মোরা ধন্য।
আগমনে আম্মাজী ক্বিবলা,
যমীনবাসী ধন্য।
আঁধার দূরীভূত করে দিলেন আলো,
সকল সালিকার ক্বলবে।
মোদেরকে দান করেন নছীহত,
করেন অন্তর ইছলাহপ্রাপ্ত।
কায়িনাত হলো আলোকিত,
আম্মাজী উনার তাশরীফানে।
দূরীভূত হচ্ছে সকল,
কুফরী মন্ত্র-তন্ত্র।
সালিকাদের অন্তরে জেলে দিচ্ছেন আলো,
দিচ্ছেন ইলমে ফিক্বহ, তাছাউফ শিক্ষা।
পড়ি মোরা উম্মুল উমামী শান,
জানাই মুবারক সালাম।
মোদেরে করিলেন আম্মাজী ধন্য,
নূরানী ছোহবত দিয়ে।
বাকি অংশ পড়ুন...
এই দুনিয়া যতই দুঃখ দেয়
শাহযাদাজী বলেন ‘কাছে আয়’
সব হারিয়ে যখন করি হায়হায়
শাহযাদাজী বলেন ‘কাছে আয়’
অসংখ্য অধঃপতন আমার
দু‘চোখে দেখি যে অন্ধকার
এত এত গালিজের এত ভার
আর সইতে পারি না চাই নিস্তার
মুহলিকাতে মোর ঈমান যায় যায়
শাহযাদাজী বলেন ‘কাছে আয়’
হর-হামেশা হয় যে ভুল-ত্রুটি
তাই এলোমেলো ইশকের গুটি
কবে হবে আমার নফসের ছুটি
অজানা ভয়ে কাঁপছে খুটি
কাঁদছি আমি খাদের কিনারায়
শাহযাদাজী বলেন ‘কাছে আয়’
খুব কষ্টে গড়া স্বপ্নের প্রাসাদ
নিমিষে ভেঙে আজ সবই বরবাদ
আর আসবে কি ফিরে শুভ্র চাঁদ
বিনিদ্র অপেক্ষার আর্তনাদ
শেষ আশা নিয়ে অধম কাতরায়
শ বাকি অংশ পড়ুন...
আমাদের বড় ইমাম সাব
গোলামের সঙ্গে করেন ভাব
অপরূপ নূরানী ছুরত
হুবহু হাবীবী হুরমত
ছিফতে সুন্নতি স্বভাব
আমাদের বড় ইমাম সাব
ছহিবে কাবা কাউছাইন
কুওওয়াতে দোনো হাসনাইন
মহাবীর সাইয়্যিদুশ শাবাব
আমাদের বড় ইমাম সাব
মুবারক সুন্নি সিলসিলা
মুবারক নূরে উজ্বালা
বেমেছাল হায়দারী প্রভাব
আমাদের বড় ইমাম সাব
মাদানীউল আরাবী শান
দিদারে মিলে ইতমিনান
মালিকে মাওলা বেহিসাব
আমাদের বড় ইমাম সাব
আখেরী জামানে আজ
ফায়িজে সাজালেন সমাজ
না-হক্বের দাঁতভাঙা জবাব
আমাদের বড় ইমাম সাব
মুর্শিদী সেরা অহংকার
অপূর্ব শাহী রিশতাদ্বার
আশিকের ইশকি ইনকিলাব
বাকি অংশ পড়ুন...












