মারহাবা মারহাবা, ত্বলায়াল শাহযাদা
মাদানী ধারাতে, নববী আক্বিদা
মুবারক বিলাদত, খোদায়ী ইরাদা।
আরশে আযিমে, মহা ঈদ আঞ্জামে
ফেরেশতা মালাইক, পড়েন সুবহ শামে
আসসালাতু আলাই, ওয়াসসালামু আলাই
কবিতা কালামে, হামেশা সালামে
বেকারার গোলামে, শাহী ইশকে ফিদা।
৯ই রমাদানে, এসেছেন ভুবনে
শুভ আগমনে, খুশি জনে জনে
আলিশান সিলসিলায়, এসেছেন এ বাংলায়
আশিক ইশকী সামায়, পড়ি তাই ক্বাছিদা।
রাসুলী নিয়ামত, খোদায়ী রহমত
ওয়ালিদাইনি নিসবত, খলিফা হযরত
হাবীবী মহিমায়, এসেছেন কায়িনায়
গোলাম শাহী ছানায়, রুযু রই সর্বদা।
করি আরজি, আক্বা শাহজাদাজী
দিলে চাই মুহতাজি, অ বাকি অংশ পড়ুন...
মুবারক তাজদীদ, তাজদীদে মুজাদ্দিদ আ’যম
তামাম জাহান জুড়ে
করেননি কেহ এমন তাজদীদ
ধরা পৃষ্ঠের উপরে।
বাইশে জুমাদাল ঊলা শরীফ
এক মহিমান্বিত মুবারক দিন
এই দিনেতে আক্বদ করেছেন
যিনি সাইয়্যিদুল মুরসালীন।
কুল-উম্মতের মহান মাতা
হযরত কুবরা আলাইহাস সালাম
উনার সাথে মহান মহব্বত
তাই আজ ঈদে আকরাম।
ঈদেরও ঈদ নিকাহিল আযীম
হাবীব হাবীবা উনাদের নিসবত
ধরার মাঝে জারি করেন
খোশ কারাম মুর্শিদে ইজ্জত।
মাতারও মাতা উম্মুল মু’মিনীন
যিনি ঊলায়ে মুহতারাম
উনার ছানা-ছিফতে তোলপাড় রয়
ত্রিভুবনের সকল খাছ ও আওয়াম।
ইসলাম গ্রহণে প্রথমা তিনি
আসমান যমীন ম বাকি অংশ পড়ুন...
নব মহরত হবে আজ
নব ক্বাছিদায় সে রেওয়াজ,
মহা উল্লাসে মাতে ধরা
শানে শাহযাদা বেনিয়াজ।
ঈদী আমেজ জাগায় সতেজ প্রাণ
জোড় নিনাদে ধুম জোড় নিনাদে,
আরশ আযিম করে তাযিম পাক
শান ইয়াদে পাক শান ইয়াদে,
কতো মনোরম আজি ভুবন
পেয়ে মাহবুবী মিরাজ।
সেরা ইনাম পেয়ে সুবহ শাম
সামা করি পাক সামা করি,
রহম নাজে আশিক মাঝে নেই
আহাজারি নেই আহাজারি,
মনে চাহে যে ফানা হতে
জ্বেলে মাদানী সিরাজ।
শুভ শানে ব্যাকুল মনে আজ
তাবেদারি চাই তাবেদারি ,
আশিক হয়ে শাহী নিসবত আজ
সরাসরি চাই সরাসরি,
আরজ করি রোজ সজল চোখে
মাবরূর করুন মহান আল্লাহপাক।
বাকি অংশ পড়ুন...
ওই আমরা সকল মুসলমান
করছি এক্বিন সবে
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফই
সেরা উৎসব ভবে
হুর-মালাইক, জ্বীন-ইনসান
তামাম মাখলুকাত
ওই উৎসবে রহেন গৌরবে
খুশিতে দিবস রাত
ইবলিস হায় রয় সমস্যায়
ভুগতেছে অপমান
হাবিয়া অগ্নি তাকেই জ্বলছে
বিতাড়িত শয়তান
এই বরকতময় বিরল নেয়ামত
পেয়েই মুসলমান
করতে শোকর রইছি বিভোর
আবাদুল আবাদান।
বাকি অংশ পড়ুন...
এসো মুসলিম দলে দলে
হাবীবুল্লাহ উনার ছায়া তলে,
দুর্বার প্রতিরোধ গড়ে তুলে
কাফির মুনাফিক দাও হটিয়ে।
বিষাদের ছায়া ছড়িয়ে
তামাম জাহান জুড়িয়ে,
কাফেরেরা আজ এক হয়েছে
মুসলিম উম্মাহর নিধনে,
সহায় মোদের আর কেউ নেই
আঁক্বা ছাড়া এই জাহানে।
চারদিকে আর্তনাদ আর্তচিৎকার
একি বীভৎস কারবার,
অগণিত স্বজন নিহত
মজলুম করছে রোনাজার,
আজ কেনো তোমরা নির্বাক
প্রতিবাদের ভাষা হারিয়ে।
খন্নাসের বন্দেগীতে
হলে নিপতিত এই জগতে,
শূন্যসার জিন্দেগীতে
সব হারালে বোকা হয়ে,
নিশ্চুপ যদি থাকো এখনো
ধংস হবে অনিবার্য।
নিরাশ হয়োনা মুসলিম হয়ে
খোদায়ী শক্তি বীর বাকি অংশ পড়ুন...
সাইয়্যিদু সাইয়্যিদিল
আ’ইয়াদ শরীফ,
উনাকে মু’মিন, মু’মিনা
করছি তা’রীফ।
উনিতো খোদায়ী
সেরাহী শান
উনিতো রব্বী
নূরী মহান।
সাইয়্যিদুশ শুহুর
শাহরুল আ’যম
এ মাহে সজ্জিত
গোটা আলম।
এ মাহে মু’মিন
হয় নবায়ন
ওই লয় নবরুপে
খোশ চয়ন।
তিনি হাবীবে খোদার
নিয়ে ইহসান
সাজালেন ফের
মু’মিন মুসলমান
বাকি অংশ পড়ুন...
মহামহিম ৭ই শরীফ
চারিদিকে মহা ঈদ
আম্মাজী ক্বিবলা
উনার বিলাদত শরীফ।
সাইয়্যিদা আম্মা
মালিকায়ে দোজাহান
আপনার গোলাম হলে
তবে কামিয়াব অফুরান।
ললাটে লিখে দিয়েন গোলাম
মোর নিদান কালে
আবাদুল আবাদ থাকি যেন
নিসবতী বাঁধনে।
আম্মাজীর নিসবতই হয়
দোজাহানে মুক্তি
রহমত বরকত আপনি
মোদের নাজাতী তরী।
আঁধারী এ দুনিয়ায়
আপনি আলোর দিশারী
শাহী মালিকা মোদের
আম্মাজী কিবলা শাফি।
ঐ আসমান যমীনে
ধ্বনিত আজ,
আম্মাজি আম্মাজি ডাক
আম্মাজীর ফায়িজে
দীলের সব গালিজ
চিরতরে মুছে যাক!
বাকি অংশ পড়ুন...
নূর আম্মাজি, যার হয়ে যান
তিনি যে মহিয়ান, তিনি তো মহিয়ান
তিনি কামিয়াব, হন বেহিসাব, চরম ভাগ্যবান।
পাক, ছোহবত মাঝে মিলে যায় নাজা
আল্লাহ রসূল ও মুর্শিদী রেজা
তাই, খুব দূর থেকে আছি যে ঝুঁকে
যদি পাই শাহী শান....
তিনি যে মহিয়ান, তিনি তো মহিয়ান।
এমনই নছীব হবে কি আমার
কোশেশেও করি ভূল
হোকনা রসম তবুও অধম
মুনাজাতে মশগুল
মায়াবী ইশকে বেকারার হয়ে
পরাজয় থেকে ফিরবো জয়ে
যে করেই হোক হাসিল করবো
নিছবতে মুসকান....
তিনি যে মহিয়ান, তিনি তো মহিয়ান।
বাকি অংশ পড়ুন...
ইয়া সাইয়্যিদা আম্মাজি
অভাগা সদা কাতরায়
এই জিন্দেগী যে বৃথা
যদি না পাই আপনায়।
সর্বহারা হয়ে এসেছি
কুবরায়ী হুজরায়
আড়াল থেকে মালিকা
দিশা দানুন ইশারায়
ইয়া সাইয়্যিদা অ াম্মাজি
অভাগা সদা কাতরায়।
গালিজ মাখা হৃদয় নিয়ে
হতাশ অতিমাত্রায়
কত যে অপরাধ মোর
ক্ষমা চাইছি এ যাত্রায়
ইয়া সাইয়্যিদা আম্মাজি
অভাগা সদা কাতরায়।
কবে হবে তরক্কি আমার
মুছিবত উতরায়
মক্ববুল করুন মেরি মা
সকল ভূল-ত্রুটি শুধরায়
ইয়া সাইয়্যিদা আম্মাজি
অভাগা সদা কাতরায়।
ইশকের সাগরে আশিক
যেমন সর্বদা সাতরায়
তেমন নছীব গড়তে রোজ
অসহায় দিন গুজরায়
ইয়া সাইয়্যিদা আম্মা বাকি অংশ পড়ুন...
চাহি শাহী রাজি চাহি শাহী রাজি
চাহি শাহী রাজি আম্মাজী....
দরূদ সালাম পাক ভেজি
চাহি শাহী রাজি....
মুবারক দরোজাতে শুন্য দু'হাতে
করি যে আরজি.....
শাফিয়া নাজ উম্মে শাহবাজ
(বেশাক) সুন্নি শিরোতাজ
ঘুঁচিয়ে লাজ রসমি রেওয়াজ
(আমায়) বানান সরফরাজ
ইশকি সিরাজ ইশকি মিরাজ
হোকনা বিরাজ কুবরাজি
নূর কারুকাজ নূরানী সাজ
দিলে দানুন দারাজি
চাহি শাহী রাজি....
মায়াবী মুহাব্বতে পাক মুলাকাতে
ডেকে নিন আজি
চাহি শাহী রাজি চাহি শাহী রাজি
চাহি শাহী রাজি আম্মাজী....
শাহে জাহান শাহে মারজান
(বিলকুল) হাদিয়ে জামান
খাস দয়া-দান চায় দায়িমান
(তামাম) জীন পরী ইনসান
নছীব জাগা বাকি অংশ পড়ুন...
যিনি দফেন সকল চূ-চেরা
তিনিই ধ্বসান মুনাফিকদের ডেরা
ও আমার আম্মাজী সেরা
ও আমার আম্মাজী সেরা
সেরা সেরা আম্মাজী সেরা
রসূলী নূরেতে রন ঘেরা।
তাজদীদী রোবে জাহেলি ভবে
পর্দা পুশিদাতে জেগেছে সবে
সুন্নি গৌরবে আরব-অনারবে
হবেই মহান বিজয় আবারও হবে
শাহী তাশরীফে ঘুঁচলো যে খরা
শাহী তা'রীফে বেকারার এই ধরা
ও আমার আম্মাজী সেরা
ও আমার আম্মাজী সেরা।
সাইয়্যিদা শানে দোনো জাহানে
দিপ্তি ছড়ান সদা নিজ দয়া দানে
মুবারক বয়ানে ইতমিনান আনে
প্রাণে জাগে জজবা সব প্রাণে প্রাণে
আজ দিশা পেলো দিশেহারা
আজ তাকবীরে জোরেশোরে নারা
ও আমার আম্মাজী সেরা
ও আমার বাকি অংশ পড়ুন...












