পথ চলার ক্ষেত্রেও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ইতায়াত অর্থাৎ অনুসরণ-অনুকরণ মুবারক করা আবশ্যক।
এজন্য আমরা এ-পর্বে হাঁটা-চলার মহাসম্মানিত সুন্নত মুবারক সম্পর্কে আলোকপাত করবো।
উল্লেখ্য যে, পথ চলার প্রকারভেদ দশটি-
১) هَوْنٌ (হাউন): হাউন হচ্ছে পূর্ণ পদচারণা এবং গতিময় পদক্ষেপে হাঁটা।
২) تَحَادَت (তাহাদাত): নির্জীব ও শীর্ণ শুকনো কাঠিসাদৃশ্য লোকের ধীরগতিসম্পন্ন হাঁটা।
৩) اِزْعَاجٌ (ইযআজ): রাগের বশবর্তী হয়ে দ্রুত গতিতে বিরক্তিকর ও পেরেশানীর হাঁটা।
এ দুই ধরনের হাঁটাই নিন্দনীয় যা মৃত অন্তর বিশিষ্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি আশূরা মিনাল মুহররম তথা ১০ই মুহররম শরীফ উনার দিন মেশক মিশ্রিত সুরমা চোখে দিবে, তার পরবর্তী এক বছর চোখে কোনো রোগ হবে না। সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরও ইরশাদ করেন, তোমরা ‘ইসমিদ সুরমা’ ব্যবহার কর, এতে তোমাদের চোখের জ্যোতি বৃদ্ধি পাবে।
চোখে ‘সুরমা’ দেয়ার সুন্নতী নিয়ম: একটি সুন্নতী নিয়ম হলো, প্রথমে বাকি অংশ পড়ুন...
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় ইসিম বা নাম মুবারক মাত্র একবার বুছা দিলে, চোখে স্পর্শ মুবারক করলে অথবা উনার প্রতি একবার সম্মানিত ছলাত মুবারক পাঠ করলে যদি দুইশত বছরের সমস্ত গুনাহ্খতা মাফ করে দেয়া হয়, জাহান্নাম হারাম করে দিয়ে সম্মানিত জান্নাত মুবারক ওয়াজিব করে দেয়া হয়, ৭০ জন হুরের সাথে বিবাহ দেওয়া হয় এবং একজন চরম নাফরমান, চরম গুনাহগার ও পাপিষ্ঠ ব্যক্তির গোসল, কাফন ও দাফনের ব্যবস্থা করা এবং তার জানাযার নামায পড়ানোর জন্য জলীলুল ক্বদর নবী এবং রসূল হযরত কালীমু বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, সিরকা কতোইনা উত্তম খাদ্য, হে মহান আল্লাহ পাক! সিরকার উপর আপনার অশেষ রহমত কেননা এটি আমার পূর্ববর্তী হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদেরও খাদ্য ছিল এবং যে ঘরে সিরকা থাকবে সে ঘর কখনো দারিদ্রতার মুখ দেখবে না।”
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরও ইরশাদ মুবারক করেন, “যে ঘরে সিরকা আছে, সে ঘর তরকারীশূন্য নয়।”
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যখন কোনো ক্বওম বা সম্প্রদায় একটি বেদ‘আত উদ্ভাবন করে, প্রচলন করে, তখন সমপরিমণ একখানা মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক বিলুপ্ত হয়ে যান। নাঊযুবিল্লাহ! কাজেই একখানা মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক আকড়ে ধরে থাকা একটি বিদআত উদ্ভাবন করা থেকে, প্রচলন করা থেকে অতি উত্তম।” সুবহানাল্লাহ!
একটি জিহাদের সময় হযরত ছাবাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনারা একটি সামুদ্রিক মাছ কুদরতী রিযিক হিসেবে পেয়ে সেটা গ্রহণ করেন। এবং বাকি অংশ পড়ুন...
উঁচু বা বুরনুস টুপি:
উঁচু বা উপরের দিকে লম্বা টুপি যাকে আরবীতে ‘বুরনুস্’ বলা হয়। এ টুপি পরিধান করাও হারাম। কেননা বুরনুস টুপি খৃষ্টান সন্নাসীদের খাছ টুপি। এ প্রসঙ্গে বিখ্যাত মুহাদ্দিছ, হাফিজে হাদীছ, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের শরাহ্ ফাতহুল বারী ফী শরহে বুখারী ১০ম খ- ২৭২ পৃষ্ঠায় উল্লেখ করেন-
وَقَدْ كَرِهَ بَعْضُ السَلَفِ لُبْسَ الْبُرْنُسِ لِاَنَّهُ كَانَ مِنَ اللِّبَاسِ الرُّهْبَانِ ......... اِيَّاكُمْ وَلُبُوْسَ الرُّهْبَانِ فَاِنَّهُ مِنْ تَزَيَّا بِهِمْ اَوْ تَشَبَّهَ فَلَيْسَ مِنِّىْ اَخْرَجَهُ الطَبَرَانِىُّ فِى الْاَوْسَطِ بِسَنَدِهِ لَابَأْسَ بِهِ.
অর্থ: সলফে সা বাকি অংশ পড়ুন...
মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
مَنْ سَمِعَ اِسْمِىْ فِى الْاٰذَانِ وَوَضَعَ اِبْهَامَيْهِ عَلٰى عَيْنَيْهِ فَاَنَا طَالِبُهٗ فِىْ صُفُوْفِ الْقِيَامَةِ وَقَائِدُهٗ اِلَى الْجَنَّةِ.
অর্থ:- “যে ব্যক্তি পবিত্র আযান উনার মধ্যে আমার মহাসম্মানিত নাম মুবারক শুনে বুদ্ধাঙ্গুলীদ্বয় চোখের উপর বুলাবে (রাখবে) আমি তাকে ক্বিয়ামতের দিন কাতারের মধ্যে তালাশ করব। (কাতার থেকে বের করে) টেনে সম্মানিত জান্নাতে নিয়ে যাব অর্থাৎ সম্মানিত জান্নাতে প্রবেশ করাব। ”
উল্লেখিত মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ খানাকে অনেকেই জঈফ, এমনকি মওজু হিসাবেও উল্লেখ করেছে। বাকি অংশ পড়ুন...












