পথচলা এবং চলার পথে এদিক সেদিক দৃষ্টিপাত করার মহাসম্মানিত সুন্নতী তারতীব-২
এডমিন, ০৩ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ রবি’ ১৩৯১ শামসী সন , ১৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ০৪ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সুন্নত মুবারক তা’লীম

عَنْ حَضْرَتْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ كَانَ النَّبِىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا مَشٰى كَأَنَّهٗ يَتَوَكَّأُ.
অর্থ: হযরত আনাস বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন পথ চলতেন তখন মনে হতো তিনি যেন (লাঠি কিংবা অন্য কোন জিনিসের উপর) ভর দিয়ে পথ চলছেন। (অর্থাৎ তিনি সম্মুখের দিকে ঝুঁকে পথ চলতেন)।
হযরত আনাস বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে উক্ত মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার অনুরূপ আরো মহাপবিত্র হাদীছ শরীফ উল্লেখ রয়েছে-
عَنْ حَضْرَتْ أَنَسٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا مَشٰى تَكَفَّأَ -
অর্থ: হযরত আনাস বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত, তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মুখের দিকে ঝুঁকে পথ চলতেন।
সবলে পা তুলে তুলে হাঁটা খাছ সুন্নত মুবারক, এ ব্যাপারে মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ عَاصِمِ بْنِ لَقِيْطِ بْنِ صَبُرَةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ عَنْ أَبِيْهِ أَنَّهٗ أَتٰى حَضْرَتْ اُمَّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَةَ الصِّدِّيْقَةَ عَلَيْهَا السَّلَامُ هُوَ وَصَاحِبٌ يَطْلُبَانِ النَّبِیَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يَجِدَاهُ فَلَمْ يَنْشَبْ أَنْ جَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَقَلَّعُ يَتَكَفَّأُ.
অর্থ: হযরত আসিম ইবনে লাক্বীত ইবনে সাবুরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার পিতার সূত্রে বর্ণনা করেন যে, তিনি (হযরত আসিম ইবনে লাক্বীত ইবনে সাবুরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার পিতা) উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার খিদমত মুবারকে উপস্থিত হন। এ সময় তিনি ও উনার এক সাথী উভয়ে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে খুঁজছিলেন। কিন্তু উনারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে উপস্থিত পাননি। কিছুক্ষণ পরেই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এমন অবস্থায় আগমন করলেন যেন তিনি (মাটিতে মহাসম্মানিত নূরুদ দারাজাত মুবারক (মহাসম্মানিত পা মুবারক) টেনে চলার পরিবর্তে) মাটি থেকে মহাসম্মানিত নূরুদ দারাজাত মুবারক (মহাসম্মানিত পা মুবারক) তুলে তুলে সম্মুখের দিকে ঝুঁকে হাঁটছেন।
মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ أَبِيْ عِنَبَةَ الْخَوْلَانِيِّ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا مَشٰى أَقْلَعَ.
অর্থ: হযরত আবূ ইনাবা খাওলানী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন হাঁটতেন তখন মাটি থেকে সবলে মহাসম্মানিত নূরুদ দারাজাত মুবারক (মহাসম্মানিত পা মুবারক) তুলে তুলে হাঁটতেন।
-আহমদ হুসাইন