পবিত্র ঈদের নামাযের পদ্ধতি স্বাভাবিক নামাযের মতো নয়। যেমনঃ ঈদের দুই রাকায়াত নামাযে কোনো আযান, ইক্বামাত নেই। এতে অতিরিক্ত ছয়টি তাকবীর রয়েছে। সেগুলো আদায়ের নির্দিষ্ট নিয়ম রয়েছে। নিম্নে সেই নিয়মগুলো তুলে ধরা হলো :
পবিত্র ঈদের নামায আদায় করার পদ্ধতি
পবিত্র ঈদুল আদ্বহা উনার নিয়ত-
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلهِ تَعَالى رَكْعَتَىْ صَلوةِ الْعِيْدِ الْاَضْحى مَعَ سِتَّةِ تَكْبِيْرَاتٍ وَاجِبُ اللهِ تَعَالى اِقْتَدَيْتُ بِهذَا الْإِمَامِ مُتَوَجِّهًا اِلى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللهُ اَكْبَرُ.
বাংলায় নিয়ত করলে এভাবে করবে: মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক হাছিলের লক্ষ্যে পবিত্র বাকি অংশ পড়ুন...
মহাসম্মানিত ও মহাপবিত্র মসজিদে নববী শরীফ উনার মধ্যে অবস্থান:
পবিত্র মসজিদে নববী শরীফ উনার মধ্যে অবস্থান করার সময় উনার গুরুত্ব, ফযীলত, শান, মান ও উনার ইজ্জত মুবারক উনাদের দিকে দৃষ্টি দিতে হবে। মনে রাখা দরকার যে, এ মহাসম্মানিত ও মহাপবিত্র মসজিদ মুবারক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মসজিদ মুবারক। এই মহাসম্মানিত মসজিদ মুবারক উনার প্রতিটি খুঁটি মুবারক, স্তম্ভ মুবারক উনাদের সাথে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিবিড় গাঢ় সম্পর্ক মুবা বাকি অংশ পড়ুন...
পবিত্র কুরবানী করার স্থান:
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র বিদায় হজ্জের সময় মিনাতে কুরবানী করার সময় ইরশাদ মুবারক করেন-
فَانْحَرُوْا فِىْ رِحَالِكُمْ
অর্থ: “আর তোমরা (যারা বাড়িতে অবস্থানকারী) তোমাদের বাড়িতে কুরবানী করবে”। (পবিত্র মুসলিম শরীফ)
কাজেই, কেউ যদি কাফির-মুশরিকদের প্ররোচনায় পড়ে বলে, “রাস্তা-ঘাট দূর্গন্ধ হয়ে যাবে এজন্য দূরে একটি নির্দিষ্ট স্থানে গিয়ে কুরবানী করতে হবে”। এ কথা বলার দ্বারা স্বয়ং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ঘরে খেজুর নেই, সেই ঘরে যেন কোন খাবারই নেই।”
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে সাতটি আজওয়া খেজুর খাবে, সে দিন বিষ এবং জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না।”
এছাড়াও খজুরের রয়েছে অসংখ্য উপকারিতা।
‘পনির’সহ বিভিন্ন ধরণের সুন্নতী খাদ্য এবং নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ধরণের সুন্নতী সামগ্রী পেতে যোগাযোগ করুন-
আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক বাকি অংশ পড়ুন...
ঈদের দিন সকালের মহাম্মানিত সুন্নত মুবারক
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ بُرَيْدَةَ رَضِيَ اللهُ تَعَالٰى عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يَخْرُجُ يَوْمَ الْفِطْرِ حَتّٰى يَطْعَمَ وَكَانَ لَا يَأْكُلُ يَوْمَ النَّحْرِ شَيْئًا حَتَّى يَذْبَحَ فَيَأْكُلُ اَضْحِيَّتَه).مسند احمد(
অর্থ : হযরত বুরায়দা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। “নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ঈদুল ফিতরে না খেয়ে বের হতেন না অর্থাৎ খেয়ে বের হতেন। আর ঈদুল আদ্বহার সময় কোনো কিছু খেতেন না য বাকি অংশ পড়ুন...
দুআ কবুলের বিশেষ রাত্রি
পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার দশম রাত্রি অর্থাৎ পবিত্র কুরবানির ঈদের রাত্রি দুআ কবুুুলের বিশেষ রাত। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,
قَالَ الشَّافِعِىُّ رَحْمَةُ اللهِ عَلَيْهِ وَبَلَغَنَا أَنَّهُ كَانَ يُقَالُ صلى الله عليه وسلم إِنَّ الدُّعَاءَ يُسْتَجَابُ فِى خَمْسِ لَيَالٍ فِى لَيْلَةِ الْجُمُعَةِ وَلَيْلَةِ الأَضْحَى وَلَيْلَةِ الْفِطْرِ وَأَوَّلِ لَيْلَةِ مِنْ رَجَبٍ وَلَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ.
অর্থ: হযরত ইমাম শাফেয়ী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমাদের নিকট সংবাদ পৌঁছেছে, নিশ্চয়ই নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্ বাকি অংশ পড়ুন...
মহাসম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ عَبَّاسِ بْنِ مِرْدَاسٍ رَضِىَ اللّٰهُ تَعَالٰى عَنْهُ قَالَ اَنَّ رَسُوْلَ اللّٰهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعَا لِاُمَّتِه عَشِيَّةَ عَرَفَةَ بِالْمَغْفِرَةِ فَاُجِيْبَ عَنِّىْ قَدْ غَفَرْتُ لَـهُمْ مَا خَلَا الْمَظَالِمَ فَإِنِّي اٰخِذٌ لِلْمَظْـلُـوْمِ مِنْهُ. قَالَ أَيْ رَبِّ إنْ شِئْتَ أَعْطَيْتَ الْمَظْلُوْمَ مِنَ الْجَنَّةِ وَغَفَرْتَ لِلظَّالِمِ فَلَمْ يُجَبْ عَشِيَّتَه فَلَمَّا أَصْبَحَ بِالْمُزْدَلِفَةِ أَعَادَ الدُّعَاءَ فَأُجِيْبَ إِلٰى مَا سَأَلَ. قَالَ فَضَحِكَ رَسُوْلُ اللّٰهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ قَالَ تَبَسَّمَ فَقَالَ لَه أَبُوْ بَكْرٍ عَلَيْهِ السَّلَامُ وَعُمَرُ ابْنُ الْخَطَّابِ عَلَيْهِ الس বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মৃত্যু ছাড়া এমন কোন রোগ নেই কালোজিরায় যার আরোগ্যতা নেই।”
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরও ইরশাদ মুবারক করেন, যখন রোগ-যন্ত্রণা খুব বেশী কষ্টদায়ক হয় তখন এক চিমটি পরিমাণ কালোজিরা নিয়ে খাবে তারপর পানি ও মধু সেবন করবে।
প্রায় সকল রোগেই বিভিন্নভাবে কালোজিরা ও কালোজিরার তেল ব্যবহারে নানাবিধ উপকার পাওয়া যায়। এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে মহাপবিত্র রাজারবাগ দরবার শরীফ থেকে প্রক বাকি অংশ পড়ুন...
পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার চাঁদ উঠার পূর্বে মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ سيدتنا حضرت ام المؤمنين السادسة عليها السلام عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ رَأَى هِلَالَ ذِي الْحِجَّةِ، فَأَرَادَ أَنْ يُضَحِّيَ فَلَا يَأْخُذْ مِنْ شَعْرِهِ وَلَا مِنْ أَظْفَارِهِ حَتَّى يُضَحِّيَ.
অর্থ : সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাদিসাহ আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার চাঁ বাকি অংশ পড়ুন...
বছরের বারো মাসের চারটি মাস বিশেষ মর্যাদাসম্পন্ন। এই চার মাসের অন্যতম হলো পবিত্র যিলহজ্জ শরীফ মাস। মহান আল্লাহ পাক পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
﴿ إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِندَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ۚ ذَٰلِكَ الدِّينُ الْقَيِّمُ.
অর্থ: নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনার কাছে মাসের সংখ্যা বারোটি, যা মহান আল্লাহ পাক উনার কিতাব অনুযায়ী সেই দিন থেকে চালু আছে, যেদিন মহান আল্লাহ পাক তিনি আসমান এবং যমীন সৃষ্টি করেছেন। এর মধ্যে চারটি মাস হারাম অর্থাৎ সম্মানিত বা পবিত্র। এটিই সু বাকি অংশ পড়ুন...












