তাইয়াম্মুম করার খাছ সুন্নতী তারতীব ও মাসয়ালা-মাসায়িল (৩)
, ১৫ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১৪ মে, ২০২৫ খ্রি:, ১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) সুন্নত মুবারক তা’লীম

পানি পাওয়া সত্ত্বে ও যেসব ক্ষেত্রে তাইয়াম্মুম জায়িয:
যেসব দ্বীনি কাজে বা ইবাদতে ত্বহারাত শর্ত নয়, সে সকল কাজে পানি পাওয়া সত্ত্বে¡ও তাইয়াম্মুম জায়িয। যেমন-
১. মসজিদে প্রবেশ করার জন্য,
২. পবিত্র কুরআন শরীফ মুখস্থ পড়া ও লিখার জন্য,
৩. দ্বীনি ইলিম শিক্ষা দিতে বা শিক্ষা করতে,
৪. কবর যিয়ারত করতে,
৫. রোগীকে দেখতে, ৬. মৃত্যু ব্যক্তিকে দাফন করতে,
৭. সালাম দেয়া ও তার জাওয়াব দেয়ার জন্য,
৮. ঘুমের জন্য ও ঘুম থেকে উঠে,
৯. নাপাক অবস্থায় কোনো কিছু খেতে,
১০. আহলিয়ার সাথে নিরিবিলি অবস্থানের জন্য,
১১. মৌখিক খুতবা পড়ার জন্য,
১২. ছাফা-মারওয়া দৌড়াতে,
১৩. উটের গোশত খাওয়ার পর ইত্যাদি কাজে পানি থাকা সত্ত্বে¡ও তাইয়াম্মুম জায়িয।
তাইয়াম্মুম ভঙ্গের কারণসমূহ:
১. যে সকল কারণে ওযূ ভঙ্গ হয় সেসকল কারণে তাইয়াম্মুমও ভঙ্গ হয়ে যায়। তাছাড়া পানি পাওয়া গেলে এবং উহা ব্যবহার করতে সক্ষম হলে তাইয়াম্মুম ভঙ্গ হয়ে যায়। যদি কারো গোসল ফরয হয়, তবে গোসল ও ওযূ উভয়ের জন্য একবার তাইয়াম্মুমই যথেষ্ট। ওযূ ও গোসল উভয়ের জন্য পৃথক পৃথক নিয়ত করে দু’বার তাইয়াম্মুম করা আবশ্যক নয়।
২. গোসল উনার পরিবর্তে তাইয়াম্মুম করা হলে, যে সমস্ত কারণে গোসল নষ্ট হয়ে যায়, সে সমস্ত কারণে উক্ত তাইয়াম্মুমও নষ্ট হয়ে যাবে।
৩. যদি ওযূ, গোসল উভয়ের জন্য তাইয়াম্মুম করে থাকে, অতঃপর ওযূ নষ্টকারী কোনো কারণ পাওয়া গেলো, তবে ওযূ উনার তাইয়াম্মুম নষ্ট হবে, কিন্তু গোসল উনার তাইয়াম্মুম নষ্ট হবে না। এ ক্ষেত্রে ওযূ করার পরিমাণ পানি পেলে ওযূ করে নিতে হবে।
৪. ওযূ-গোসল উভয়ের জন্য পানি পাওয়া গেলে, ওযূ-গোসল উভয়ের তাইয়াম্মুমই নষ্ট হয়ে যাবে।
৫. যে সমস্ত ওজরে তাইয়াম্মুম মুবাহ হয়েছিলো, সে সমস্ত ওজর দূরীভুত হয়ে গেলে তাইয়াম্মুম ভঙ্গ হয়ে যাবে।
তাইয়াম্মুম উনার জরুরী মাসয়ালা-মাসায়িল:
১. মাটিতে কোনো নাজাসাত পতিত হয়ে তা যদি শুকিয়ে যায় এবং দুর্গন্ধও চলে যায়, তবে উক্ত মাটি পাক এবং তার উপর নামায পড়া জায়িয হবে। কিন্তু সেই মাটি দ্বারা তাইয়াম্মুম জায়িয হবে না।
২. যদি কোনো স্থানে কাদা বা ভিজা মাটি ব্যতীত অন্য কোনো জিনিস না পাওয়া যায়, তবে তা কাপড়ে বা শরীরে মেখে, শুকানোর পর উক্ত মাটি দ্বারা তাইয়াম্মুম করাই উত্তম; যদিও কাদা মাটি দ্বারা তাইয়াম্মুম জায়িয রয়েছে।
আর যদি নামায উনার ওয়াক্ত ফউত (শেষ) হওয়ার আশঙ্কা থাকে, তবে কাদা মাটি দ্বারাই তাইয়াম্মুম করে নামায আদায় করতে হবে, নামায ক্বাযা করা যাবে না।
৩. বন্ধ কৌটা বা টিনে যমযমের পানি সাথে থাকলে, উক্ত কৌটা বা টিন খুলে ওই পানি দ্বারা ওযূ-গোসল করে পবিত্রতা অর্জন করতে হবে। এ ক্ষেত্রে, তাইয়াম্মুম করা জায়িয হবে না।
৪. একই স্থানের মাটিতে যদি একাধিক ব্যক্তি তাইয়াম্মুম করে, তবে তা জায়িয আছে।
৫. রেলগাড়ী বা অন্য কোনো যানবাহনে যাতায়াতকালে পানি না পাওয়ার কারণে তাইয়াম্মুম করলো, পরে গাড়ি চলার সময় পানি দেখলো এতে তার তাইয়াম্মুম টুটবে না, কারণ সেই পানি পাওয়ার সম্ভাবনা তার ছিলো না। যেহেতু চলতি গাড়ি হতে নামা সম্ভব নয়।
৬. নামায উনার মুস্তাহাব ওয়াক্ত শেষ পর্যন্ত পানি পাওয়ার আশা থাকলে পানির জন্য অপেক্ষা করা উত্তম।
৭. পানি না পেয়ে তাইয়াম্মুম করেছিলো, পরে পানি পাওয়া গিয়েছে, কিন্তু অসুখের কারণে পানি ব্যবহার করতে পারছে না, এ অবস্থায় তার পূর্বের তাইয়াম্মুম টুটে যাবে, নতুন তাইয়াম্মুম করতে হবে।
৮. একই তাইয়াম্মুমে ফরয গোসল এবং ওযূ উভয়ই হয়ে যায়, পৃথক পৃথক তাইয়াম্মুম করতে হয় না।
৯. যদি কেউ পবিত্র কুরআন শরীফ স্পর্শ বা ধরার জন্য তাইয়াম্মুম করে থাকে, তবে সেই তাইয়াম্মুম দ্বারা নামায পড়লে জায়িয হবে না। তবে এক ওয়াক্ত নামায উনার তাইয়াম্মুম দ্বারা অন্য ওয়াক্ত নামায পড়া কিংবা অন্য কোনো নফল ইবাদত করা জায়িয আছে।
১০. কেউ ময়দানে তাইয়াম্মুম করে নামায পড়েছে, অথচ পানি নিকটেই ছিলো, কিন্তু সে আদৌ জানতে পারেনি, তবে তার তাইয়াম্মুম এবং নামায উভয় শুদ্ধ হয়েছে, পুনরায় তাকে নামায দোহরাতে হবে না।
১১. সফরে যদি অন্য কারো কাছে পানি থাকে, যদি বিশ্বাস হয় যে, তার নিকট পানি চাইলে সে দিতে পারে, তবে না চেয়ে তাইয়াম্মুম জায়িয হবে না।
আর যদি চাইলে দিবেনা বলে মনে হয়, তবে না চেয়ে তাইয়াম্মুম করে নামায আদায় করবে। কিন্তু নামায উনার পর চাইলে যদি পানি দেয়, তবে নামায দোহরাতে হবে।
১২. পানি ব্যবহারে গোসলে ক্ষতি করে কিন্তু ওযূতে ক্ষতি করে না, তবে গোসলের পরিবর্তে তাইয়াম্মুম করতে হবে।
কিন্তু গোসল উনার তাইয়াম্মুম উনার পরে যখন ওযূ টুটবে, তখন ওযূ উনার পরিবর্তে তাইয়াম্মুম জায়িয হবে না, তাকে তখন ওযূ করতে হবে।
১৩. যে জিনিস আগুনে দিলে জ্বলেও না, গলেও না, তা মাটি জাতীয়। তার উপর তাইয়াম্মুম জায়িয হবে। আর যে জিনিস গলে যায় বা ছাই হয়ে যায়, তার উপর তাইয়াম্মুম জায়িয হবে না।
১৪. যেসব জিনিসের উপর তাইয়াম্মুম জায়িয নয়, সেসব জিনিসের উপর যদি এত অধিক ধুলা কিংবা বালি জমে যে, হাত মারলে বেশ ধুলা উড়ে এবং হাতে কিছু ধুলা ভালোভাবে লেগে যায়, তবে অবশ্য তাইয়াম্মুম জায়িয হবে। আর যদি সামান্য ধুলা উড়ে, তবে তার উপর তাইয়াম্মুম জায়িয হবে না।
১৫. যদি ওযূ-গোসল উনাদের জন্য পানি কিংবা তাইয়াম্মুম উনার জন্য মাটি না পাওয়া যায়, তবে বিনা ওযূ-গোসল এবং বিনা তাইয়াম্মুমেই নামায আদায় করতে হবে, তবুও ওয়াক্তের নামায ছেড়ে দেয়া যাবে না।
কিন্তু, পরে যখন পানি কিংবা মাটি পাওয়া যাবে, তখন ওযূ-গোসল অথবা তাইয়াম্মুম করে ওই নামায দোহরাতে হবে।
সকলের কর্তব্য হচ্ছে, উপরোক্ত সকল নিয়ম-কানুন মেনে তাইয়াম্মুম করা। মহান আল্লাহ পাক তিনি সকলকে মহাসম্মানিত সুন্নত মুবারক অনুযায়ী তাইয়াম্মুম করার এবং সর্বপ্রকার আমল করার তাওফীক্ব দান করুন। আমীন!
-আহমদ হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দ্বীনি মজলিসে বসার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (২)
১৩ জুলাই, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সংগ্রহ করুন সুন্নতী লিবাছ ‘রুমাল’
১৩ জুলাই, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার মাঠা (লাবান)
১২ জুলাই, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সংগ্রহ করুন সুন্নতী খাবার ‘পনির’
১২ জুলাই, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহাসম্মানিত সুন্নতী খাবার ডিম
১১ জুলাই, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সকল প্রকার সুন্নতী সামগ্রী সংগ্রহ করুন সুন্নতী কাঠের বাসন।
১১ জুলাই, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক আমল করলে, মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে ৪টি নিয়ামত মুবারক
১১ জুলাই, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত খাছ সুন্নতী বালিশ মুবারকের বর্ণনা (২)
১০ জুলাই, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সংগ্রহ করুন সুন্নতী লেবাছ “পাগড়ী”
১০ জুলাই, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত খাছ সুন্নতী বালিশ মুবারকের বর্ণনা (১)
০৯ জুলাই, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সংগ্রহ করুন সুন্নতী জয়তুনের তেল
০৯ জুলাই, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দ্বীনি মজলিসে বসার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
০৮ জুলাই, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)