হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের বেমেছাল ফাযায়িল-ফযীলত মুবারক সম্পর্কে ছহিবু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
এডমিন, ২৬ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৯ মার্চ, ২০২৩ খ্রি:, ০৫ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা

এখানে স্পষ্ট বলা হচ্ছে-
يَا أَيُّهَا النَّبِيُّ جَاهِدِ الْكُفَّارَ وَالْمُنَافِقِينَ
কাফির মুনাফিক্বদের বিরুদ্ধে জিহাদ করুন। এই বেয়াদবগুলি হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের শান মুবারকে চূ-চেরা কিল ও কাল করে নিজেরা কাফির ও জাহান্নামী হচ্ছে, মুসলমানদেরকেও বিভ্রান্ত করতেছে। নাউযুবিল্লাহ! কাজেই এদের বিরুদ্ধে অত্যন্ত কঠিন জিহাদ ঘোষণা করুন, দৃঢ় হউন। অর্থাৎ উম্মতদেরকে বলেন এদের বিরুদ্ধে যেন শক্ত ব্যবস্থা গ্রহণ করে। এদের জায় ঠিকানা হচ্ছে জাহান্নাম, এটা নিকৃষ্ট একটা জায় ঠিকানা। এরা জাহান্নামের কিট। এদের কোন ইজ্জত- সম্মান নেই, এদেরকে লাঞ্ছিত করতে হবে। এদের এটাই একমাত্র প্রাপ্য। এরপর যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলে দিচ্ছেন দেখ, তোমরাতো জানো না বিষয়টা।
ضَرَبَ اللَّهُ مَثَلاً لِّلَّذِينَ كَفَرُوا اِمْرَأَةَ نُوحٍ وَاِمْرَأَةَ لُوطٍ كَانَتَا تَحْتَ عَبْدَيْنِ مِنْ عِبَادِنَا صَالِحَيْنِ فَخَانَتَاهُمَا فَلَمْ يُغْنِيَا عَنْهُمَا مِنَ اللَّهِ شَيْئًا وَقِيلَ ادْخُلا النَّارَ مَعَ الدَّاخِلِينَ
এখানে যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি একটা জিনিস প্রকাশ করেছেন, হযরত নবী এবং রসূল আলাইহিমুস সালাম উনাদের যারা আহলিয়া ছিলেন উনারা প্রত্যেকেই আল্লাহ ওয়ালী ছিলেন কিন্তু দুই জন ব্যতীত। সেটাই বলে দিচ্ছেন, তোমরাতো জানো না। তোমরা অপব্যাখ্যা করো, কুফরী কথা বলো। উনাদের শান মুবারকে এটা বলা কুফরী, তোমরা জাহান্নামী হবে। তোমরা যেনে রাখ-
ضَرَبَ اللَّهُ مَثَلاً لِّلَّذِينَ كَفَرُوا
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি একটা মিছাল দিচ্ছেন কাফিরদেরকে-
اِمْرَأَةَ نُوحٍ وَاِمْرَأَةَ لُوطٍ
হযরত নূহ আলাইহিস সালাম উনার একজন আহলিয়া এবং হযরত লূত আলাইহিস সালাম উনার একজন আহলিয়া, এই দুইজন ঈমানদার ছিলো না। সেটাই যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলে দিচ্ছেন-
فَخَانَتَاهُمَا
সেই দুইজন খিয়ানত করেছিল। যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলে দিচ্ছেন, তোমাদেরতো বিষয়টা জানা নেই। তোমরাতো হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের শান মুবারকে চূ-চেরা কিল ও কাল করতেছ। এটা কাট্টা কুফরী।
সংকলনে-সাইয়্যিদ শাবীব আহমদ।