হিজরী দশম শতকের মহান মুজাদ্দিদ, হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (১)
, ০১ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২২ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৭ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
নাম মুবারক ও বংশ পরিচয়:
ইসলামি জাহানের এক অভিনব জ্ঞানসমুদ্রের নাম-আল্লামা জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি। মূল নাম- আবদুর রহমান, আবদুল্লাহ। উপনাম- আবুল ফদ্বল এবং উপাধি- জালালুদ্দীন। তিনি হিজরী দশম শতাব্দীর মহান মুজাদ্দিদ। তিনি ছিলেন হাফিজুল হাদীছ। তিনি আরব-অনারবে শাইখুল ইসলাম বলেও সমাধিত মূল্যায়িত।
উনার বংশীয় ধারা- আবদুর রহমান ইবনু আবু বকর কামাল উদ্দিন ইবনু নাসির উদ্দিন মুহাম্মদ ইবনু আবু বকর সাবেকুদ্দিন ইবনু ফখর ইবনু উসমান ইবনু নাযিররুদ্দিন মুহাম্মদ ইবনু সাইফুদ্দিন খাদ্বর ইবনু নজমুদ্দিন আবুস সালাহ আইয়ুব ইবনু নাসিরুদ্দিন মুহাম্মদ ইবনু হুমামুদ্দিন আল-ইমাম আল-খাদ্বরি আল-উসয়ূতি শাফেয়ী রহমতুল্লাহি আলাইহি।
মিশরের রাজধানী কায়রোর জামে মসজিদ ইবনু তুলুনের পাশে বসবাসকারী বা সেখানে হাদীছ শরীফের শিক্ষা দেয়ার কারণে উনাকে “তুলুনী” বলা হয়। উনার পূর্ব পুরুষগণ “উসয়ূত” নামক নগরীতে বসবাস করতেন, তাই উনাকে “উস্য়ূতী” বলা হয়। পূর্ব পুরুষগণের মধ্যে সর্বপ্রথম উসয়ূত নগরীতে উনার পিতামহ হাম্মামুদ্দীন বসবাস করতেন। তারই পূর্বে উনারা বাগদাদ শরীফে হযরত ইমামে আ’যম আবু হানীফা রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফের নিকটতম খুযাইরিয়া গ্রামে বসবাস করতেন।
আল্লামা সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উসয়ূত নগরী দেখেননি, অবশ্য তিনি সেই নগরীর ইতিহাসের উপর একটি ইতিহাস গ্রন্থ রচনা করেছেন। নামের শেষে খাদ্বরির ব্যাপারে তিনি নিজেই বলেন, খাদ্বরি বাগদাদের একটি গ্রাম। আর আমাকে একজন নির্ভরযোগ্য ব্যক্তি বলেন, সে আমার পিতার কাছ থেকে শুনেছে যে, তার পিতা অনারব ছিলেন বা প্রাচ্যদেশ থেকে এসেছিলেন। সম্ভবত এ সম্পর্ক উল্লিখিত গ্রামের দিকে হতে পারে। ফিকহ শাস্ত্রে সাইয়্যিদুনা ইমাম মুহাম্মদ ইবনু ইদরিস শাফেয়ী রহমতুল্লাহি আলাইহি উনার অনুসারী হওয়ায় নামের শেষে জুড়ে আছে শাফেয়ী।
বিলাদত শরীফ:
হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি তিনি ৮৪৯ হিজরী সনের ১লা রজবুল হারাম শরীফ, (১৩ই অক্টোবর ১৪৪৫ খৃ:) ইয়াওমুল আহাদ রোববার মাগরিবের নামাজের পরে মিশরের রাজধানী কায়রোতে বিলাদত শরীফ গ্রহণ করেন। (ইমাম সুয়ূতী, হুসনুল মুহাদ্বারাহ, ৬০৫ পৃষ্ঠা, দারুল কুতুব ইলমিয়্যাহ, বৈরুত, লেবানন, ১৪১৮ হিজরী)
পারিবারিক নাম ও পদবী:
উনার পিতা উনার নাম মুবারক রেখেছিলেন জালালুদ্দীন। এ নামেই তিনি অধিক প্রসিদ্ধ। উনার একটি পদবী ইবনু কুতুবও রয়েছে। এ পদবীর কারণটি অত্যন্ত চিত্তাকর্ষক। তিনি যখন উনার মাতার রেহেম শরীফে ছিলেন। একদিন উনার পিতা উনার মাতাকে কোন একটি কিতাব আনার জন্য বললেন। মা কিতাব আনতে গেলে ওখানেই শুরু হয় প্রসব বেদনা। অতঃপর কিতাবের উপরই তিনি দুনিয়ার যমীনে তাশরীফ আনেন। সুবহানাল্লাহ! এজন্য উনাকে ইবনু কুতুব বলা হয়েছে।
হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার পদবী হলো “আবুল ফদ্বল” যা তার উস্তাদ প্রধান বিচারক শায়েখ ইযযুদ্দীন আহমদ ইবনু ইবরাহিম কেনানী হাম্বলী রহমতুল্লাহি আলাইহি প্রদান করেছিলেন। উপাধি দেয়ার ঘটনাটি এরকম যে, তিনি শায়েখ সমীপে উপস্থিত হলে তিনি জিজ্ঞাসা করলেন, তোমার উপাধি কি? তিনি বললেন, আমার কোন উপাধি নেই। শায়েখ ইযযুদ্দীন আহমদ রহমতুল্লাহি আলাইহি বললেন, আজ থেকে তোমার উপাধি হলো আবুল ফদ্বল আর এ নামটি তিনি নিজ হাতে লিখেও দিলেন। ’ (আল্লামা ইয়াদরুসী, নুরুস সাফর, ৯০ পৃষ্ঠা, ইমাম সুয়ূতীর জীবনী)
উনার পিতামহ:
আল্লামা জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার পিতামহ হাম্মামুদ্দীন একজন সুফী দরবেশ এবং পীরে তরীকত ছিলেন। তিনি হজ্জ সম্পন্ন করার জন্য ইহরাম পরিধান করে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ তালবীয়াহ পাঠ করলেন তখন অদৃশ্য হতে আওয়াজ শুনতে পেলেন, ‘লাব্বাইকাওয়াসা দাইকা’।
মিশরের ফায়েযুল আনওয়ারের মুয়ূত নগরীতে হযরত জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার পিতার মাজার শরীফ অবস্থিত। সেখানে মানুষ উনার মাজার শরীফ যিয়ারত করে বরকত লাভ করছে। তিনি ছাড়াও উনার অন্যান্য প্রপিতামহ সম্ভ্রান্ত হিসেবে প্রসিদ্ধ ছিলেন এবং অধিকতর সরকারী বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন। কেউ কেউ ব্যবসা বাণিজ্যও করেন এবং কেউ সম্পদশীল ছিলেন। যারা ব্যবসায়ী ছিলেন তারা উসয়ূত অঞ্চলে একটি মাদরাসা প্রতিষ্ঠা করে তার উপর অনেক জায়গা-জমিও ওয়াক্ফ করলেন। অবশ্য সঠিক অর্থে দ্বীনের জ্ঞান প্রসারের খেদমত করা উনার পিতার ভাগ্যে জুটলো। এ ব্যাপারে আল্লামা সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার পিতামহের মধ্যে জ্ঞান বিস্তারের যথার্থ দায়িত্ব পালনকারী শুধু আমার পিতাই। (ইমাম সুয়ূতী, হুসনুল মুহাদ্বারাহ, ১/২৮৮ পৃষ্ঠা)
হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার পিতা নিয়মিত পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করতেন এবং প্রত্যেক জুমুয়াবার পবিত্র কুরআন শরীফ খতম করতেন। তিনি শাইখুনিয়্যা মাদরাসার ফিকহ শাস্ত্রের অধ্যাপক, ইবনু তুলুন মসজিদের স্বনামধন্য খতীব এবং আব্বাসীয় খলীফা মুস্তাকফি বিল্লাহর মসজিদের ইমাম ছিলেন।
খলীফা উনাকে অত্যাধিক সম্মান ও সমীহ করে চলতেন। একবার জাহের শাকমক রাজা খলীফা মুস্তাকফি বিল্লাহর মাধ্যমে উনার কাছে মিশর রাজ্যের মুফতি পদ গ্রহণ করার আবেদন করলে তিনি অপরাগতা প্রকাশ করলেন। খলীফা মুস্তাকফি বিল্লাহর ওফাতের চল্লিশ দিন পর ৮৫৫ হিজরীর ছফর মাসের পাঁচ তারিখ ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ইশার আজানের সময় উনার পিতা হাম্মামুদ্দীন তিনি বিছাল শরীফ প্রাপ্ত হন। (অসমাপ্ত)
-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হালালকে হারাম করা নিষেধ
২২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আহলু বাইত শরীফ উনাদের পঞ্চম ইমাম, সাইয়্যিদুনা হযরত ইমামুল খমিস মিন আহলে বাইতে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহামূল্যবান উপদেশ মুবারক
২২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র ‘ছলাতুল জুমুয়াহ’ উনার পূর্বে ৪ রাকায়াত সুন্নত নামায অর্থাৎ পবিত্র ‘ক্বাবলাল জুমুয়াহ’ নামায নিয়ে বাতিলপন্থিদের বিভ্রান্ত্রিকর ও মিথ্যা বক্তব্যের দলীলভিত্তিক জাওয়াব (৮)
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কাফির মুশরিকদের থেকে দূরে থাকতে এবং তাদেরকেও দূরে রাখার ব্যাপারে নির্দেশ মুবারক
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (২)
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সম্মানিত ৩টি স্তর
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসমাউর রিজাল, জারাহ ওয়াত তা’দীল, উছুলে হাদীছ শরীফ উনার অপব্যাখ্যা করে অসংখ্য ছহীহ হাদীছ শরীফ উনাকে জাল বলছে ওহাবী সালাফীরা (৩)
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












