মন্তব্য কলাম
নারিকেল দ্বীপে মানুষের চেয়ে কুকুরের মর্যাদা বেশী দিচ্ছে অন্তর্বর্তী সরকার। মানুষ না খেয়ে মরছে, শিক্ষা বঞ্চিত হচ্ছে, চিকিৎসার অভাবে মানুষ মরছে, বিদ্যুতের অভাবে অন্ধকারসহ নানা দুর্ভোগ পোহাচ্ছে সেদিকে নজর নেই, কার্যক্রম নেই, তৎপরতা নেই কিন্তু কুকুরের জন্য ৫০০০ ডিম ও চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জমাদী পাঠানো হচ্ছে
অপরদিকে কুকুরের কারণে জীববৈচিত্র্য নষ্ট হলেও, মানুষ আহত হলেও কুকুর সরাতে দিচ্ছে না পরিবেশবাদীরা এরা কি তবে মানুষ বাদ দিয়ে কুকুর প্রেমী? ১০ হাজার মানুষের নারিকেল দ্বীপে ৫০০০ কুকুর এই কুকুর প্রেমীরা কি তবে মানুষ মেরে নারিকেল দ্বীপকে কুকুরের দ্বীপ বানাতে চায়? (১ম পর্ব)
, ২৭ নভেম্বর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) মন্তব্য কলাম
দেশের একমাত্র প্রবালদ্বীপ নারিকেল দ্বীপ সবসময়ই পর্যটকদের কাছে জনপ্রিয়। গত কয়েক বছর ধরেই দ্বীপটিতে বাড়ছে পর্যটক সংখ্যা, তৈরি হচ্ছে নতুন নতুন রিসোর্ট, পর্যটনকেন্দ্র।
সাধারণত অক্টোবরের শেষ থেকে দ্বীপটিতে শুরু হয় পর্যটন মৌসুম। কিন্তু এবার নভেম্বরের মাঝামাঝি সময় এসেও শুরু হয়নি পর্যটকের আনাগোনা। অনিশ্চয়তার কবলে রয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল। এর মধ্যে দ্বীপে বসবাসকারী মানুষ নিজস্ব প্রয়োজনে কাঠের ট্রলার বা স্পিড বোটে টেকনাফে আসা-যাওয়া করতেও প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। তাদের আসা বা যাওয়া এখন নির্ভর করছে প্রশাসনিক অনুমতির উপর।
এর বাইরে বাংলাদেশের কোনো নাগরিককেও দ্বীপটিতে যেতে হলে লিখিত অনুমতি নিতে হচ্ছে।
দ্বীপের বাসিন্দারা বলছেন, তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের আনা-নেওয়ার ক্ষেত্রেও জটিলতা তৈরি হয়েছে। পর্যটকবাহী জাহাজ চলাচল তো বন্ধ, স্পিডবোড চলাচলেও রয়েছে নিষেধাজ্ঞা। স্থানীয়রা যাত্রীবাহী কাঠের ট্রলারে যাওয়া আসা করলেও নিতে হচ্ছে প্রশাসনের অনুমতি।
নারিকেল দ্বীপের দায়িত্বপ্রাপ্ত কোস্টগার্ড এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক অনুমতির উপর নির্ভর করছে এসব ট্রলারের আসা যাওয়া। তবে এই অনুমতি কেবল মাত্র দ্বীপের বাসিন্দার জন্য। দ্বীপের বাসিন্দা নন এমন কেউ যেতে চাইলে নিতে হবে লিখিত অনুমতি। এই অনুমতি না মিললে ট্রলারে ওঠারই সুযোগ পাওয়া যাবে না।
দ্বীপের ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, দ্বীপের মানুষের জন্য যেখানে অনুমতি প্রয়োজন হচ্ছে সেখানে বাইরের কেউ যাওয়া আরও কঠিন।
“দ্বীপের অসুস্থ মানুষদের চিকিৎসার প্রয়োজনেও টেকনাফে যেতে অনুমতি লাগছে। অনেক ক্ষেত্রে অনুমতির পাওয়ায় দেরি হলে রোগীর মৃত্যুও হচ্ছে। ”
নিজের মায়ের মৃত্যুর অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “মা গুরুতর অসুস্থ হয়ে গেলে টেকনাফ নিতে স্পিডবোট বা নৌযান চলাচলের অনুমতি সংগ্রহ করতে গিয়ে বিলম্ব হয়ে যায়। অনুমতি পাওয়ার পর মাকে নিয়ে দ্বীপের জেটি ঘাটে পৌঁছার আগেই মারা যান তিনি। ”
চলতি বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই আলোচিত হয়ে ওঠে বঙ্গোপসাগরের বুকে জেগে থাকা দ্বীপ নারিকেল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিলো যে, নারিকেল দ্বীপে যুক্তরাষ্ট্র ঘাঁটি করতে চায়।
যদিও বারবারই এ অভিযোগ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে।
এমনকি যুক্তরাষ্ট্রকে নারিকেল দ্বীপ ব্যবহার করতে দিলে ক্ষমতাচ্যুত হতে হতো না; শেখ হাসিনার দেশত্যাগের পর আওয়ামী লীগের পক্ষ থেকে এমন দাবিও এসেছে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত মাসে আবারও দৃশ্যপটে আসে নারিকেল দ্বীপ, যখন উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে ঘোষণা করা হয় কিছু বিধিনিষেধ। বেধে দেওয়া হয় পর্যটক প্রবেশের সীমা, নিষেধাজ্ঞা আসে রাত্রিযাপনে।
পর্যটন নিষেধাজ্ঞা নিয়ে আলোচনায় সরব হয়ে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম। তৈরি হয় নানা শঙ্কা, গুঞ্জন।
পর্যটকদের নারিকেল দ্বীপ ভ্রমণে যেতে নিবন্ধন ও ট্রাভেল পাস নিতে হবে- সরকারের এমন সিদ্ধান্তে হতাশ হয়েছেন দ্বীপবাসী। তারা বলছেন, পর্যটক খাতে ব্যাপক প্রভাব পড়বে এই সিদ্ধান্ত। ক্ষতিগ্রস্ত হবেন পর্যটন ব্যবসার ওপর নির্ভরশীল দ্বীপের মানুষ।
দ্বীপের পর্যটন নির্ভরশীল ৮০ শতাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন।
নারিকেল দ্বীপ জেটিঘাটের শ্রমিক রিদুয়ান বলেন, ‘দ্বীপে পর্যটক এলে তাদের ব্যাগ-ট্রলিসহ হোটেলে পৌঁছে দিলে টাকা পেতাম। সে টাকায় পরিবারের খরচ জোগাড় হতো। এখন পর্যটন মৌসুমের দুই মাস পেরিয়ে গেলেও কোনো পর্যটক নেই। দ্বীপে পর্যটক আসার ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করলে আমরা দ্বীপবাসী ক্ষতিগ্রস্ত হবো। ’
নারিকেল দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, পর্যটননির্ভর দ্বীপের মানুষ বর্তমানে অনেক কষ্টে আছেন। সরকারের নানান বিধিনিষেধ দ্বীপের মানুষের কষ্ট আরও বাড়িয়ে দিল।
তিনি বলেন, অক্টোবর থেকে নারিকেল দ্বীপের বাসিন্দারাও জরুরি প্রয়োজনে কাঠের ট্রলার বা স্পিডবোটে টেকনাফ আসা-যাওয়া করতে পারছেন না। তাদেরও টেকনাফে আসা বা যাওয়ার ক্ষেত্রে প্রশাসনের অনুমতি নিতে হচ্ছে।
সরকারের এ সিদ্ধান্ত নারিকেল দ্বীপে পর্যটন খাতের ওপর প্রভাব পড়বে জানিয়ে কক্সবাজার অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের (টুয়াক) সাবেক প্রেসিডেন্ট (বর্তমানে কমিটির উপদেষ্টা) আনোয়ার কামাল বলেন, পর্যটকদের নিবন্ধন ও ট্রাভেল পাসে নারিকেল দ্বীপে যাওয়া মানে নিজ দেশে ভিসা নিয়ে বিদেশ ভ্রমণ করার মতো সিদ্ধান্ত, যার প্রভাব পড়বে পর্যটন খাতে।
এদিকে বেশ কিছুদিন ধরেই দ্বীপের সাড়ে ১০ হাজার মানুষের জন্য নির্মিত নারিকেল দ্বীপ ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি অনেকটা অচল। সরকারি ২০ শয্যার এই হাসপাতালে সরকারিভাবে একজন মেডিকেল অফিসার, এক জন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, একজন মিডওয়াইফ থাকার কথা থাকলেও তা নেই।
কক্সবাজার সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানিয়েছে, ওই প্রকল্পের অধীনে নারিকেল দ্বীপ হাসপাতালে ১৬ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেওয়া হয়। গত ৩০ জুন এই প্রকল্পের অর্থ বরাদ্দ না থাকায় জনবল প্রত্যাহারের চিঠি প্রদান করেছিল সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থা। বিষয়টি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরসহ সরকারের নানা পর্যায়ে চিঠি দেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে ১ জুলাই বিশ্বব্যাংকের পক্ষের এক চিঠিতে এসব প্রকল্প ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। এর পরের ছয় মাসও প্রকল্প চালু রাখার কথা থাকলেও হঠাৎ করে ৩০ সেপ্টেম্বর প্রকল্পের অর্থ বরাদ্দ না থাকায় আবারও বন্ধ করে দেওয়া হয়।
ফলে নারিকেল দ্বীপ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে নিয়োগ দেওয়া কর্মকর্তা-কর্মচারীরা চাকরি হারান। এতে দ্বীপের চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়।
দ্বীপের শিক্ষা প্রতিষ্ঠানেও শিক্ষক সংকট তীব্র বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, প্রাথমিক বিদ্যালয় চলছে দুই জন প্যারা শিক্ষক দিয়ে। মাধ্যমিক স্কুলটিও রয়েছে শিক্ষক সংকট।
এ অবস্থায় যাওয়া আসা নিয়ে নতুন সংকট তৈরি হওয়ায় এবং পর্যটননির্ভর আয় বন্ধ হয়ে যাওয়ায় নতুন সংকটের মধ্যে পড়েছেন দ্বীপের মানুষ। পাশাপাশি কুকুরের অত্যাচার এবং আক্রমণে অতিষ্ঠ নারিকেল দ্বীপের মানুষেরা।
জানা গেছে, দ্বীপে কুকুরের সংখ্যা কমাতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর নারিকেল দ্বীপ থেকে ২ হাজার কুকুরকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ঘোলারচরে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিল। সে অনুযায়ী, গত বছরের মার্চে নারিকেল দ্বীপ থেকে ৩৬টি কুকুর আটক করে খাঁচায় রাখা হয়। কিন্তু পরে কয়েকটি পরিবেশবাদী সংগঠন এর বিরোধিতা করে। তাদের দাবির মুখে কুকুর স্থানান্তরের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল হক বলেন, ‘২০১৯ সালের প্রাণীকল্যাণ আইন অনুযায়ী, কোনো মালিকবিহীন প্রাণী হত্যা বা অপসারণ করা দ-নীয় অপরাধ। এই আইনের কারণে রাষ্ট্রের কোনো নাগরিক তো বটেই প্রশাসনও কুকুর নিধন কিংবা অপসারণ করতে পারে না। ’
তিনি বলেন, ‘কয়েক হাজার কুকুর রাতদিন এখানে সেখানে বিচরণ করছে। এর ফলে দ্বীপের পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে। প্রায়ই দ্বীপের স্থানীয় বাসিন্দা ও আগত পর্যটকরা কুকুরের আক্রমণের শিকার হচ্ছেন। ’
দেশের একমাত্র প্রবাল দ্বীপ হিসেবে খ্যাত নারিকেল দ্বীপে বর্তমানে প্রায় ৫ হাজার কুকুর বিচরণ করছে। দ্বীপটির জনসংখ্যা ১০ হাজারের মতো।
পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং নারিকেল দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে গত সপ্তাহের খবরে জানা যায়, কক্সবাজারের টেকনাফ গত সপ্তাহে উপজেলার নারিকেল দ্বীপে সন্ধ্যা থেকে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন পুরো দ্বীপের হাজারো মানুষ। হঠাৎ বিদ্যুতের এমন বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েন দ্বীপবাসী।
আর নারিকেল দ্বীপের অধিবাসী, বাংলাদেশের সার্বভৌমত্ব, অর্থনীতি, ভূ-রাজনীতি, সমরাস্ত্রনীতি ও কূটনীতির রক্ষাকারী নারিকেল দ্বীপবাসীর প্রতি অবজ্ঞা, ঘৃণা, উপেক্ষা প্রকাশ করে নারিকেল দ্বীপের মানুষ নয়, নারিকেল দ্বীপের কুকুরের প্রেমে মত্ত হয়ে উন্মক্ত কুকুরপ্রেমীরা অন্তর্বতী সরকারের ছত্রছায়ায়, সহযোগিতার কুকুরদের জন্য হলেও চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে। আর নারিকেল দ্বীপবাসীর ক্রন্দন কেবল অরণ্য রোদনেই অন্তর্মিত হচ্ছে।
অন্তর্বতীকালীন সরকারই নারিকেল দ্বীপবাসীর প্রতি এই মহাবিদ্রুপ, উপহাস, ঘৃণার কুখ্যাত শোষক ও ভয়াবহ নিপীড়ক।
(ইনশাআল্লাহ চলবে)
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত দ্বীন ইসলামে কী প্রকৃতির মুহব্বত ও ঋতু প্রিয়তার কথা নেই? নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে শীতকাল যে কত প্রিয় তা অনেকেরই অজানা। শীতে আছে গণীমত (পর্ব -২)
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্মানিত দ্বীন ইসলামে কী প্রকৃতির মুহব্বত ও ঋতু প্রিয়তার কথা নেই? নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে শীতকাল যে কত প্রিয় তা অনেকেরই অজানা। শীতে আছে গণীমত (পর্ব -১)
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সন্ত্রাসবাদ নয়; জিহাদী যোগ্যতা অর্জন করা পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ অনুযায়ী ফরয। ৯৮ ভাগ মুসলমান অধ্যুষিত দেশে সরকারি পৃষ্ঠপোষকতায় সব নাগরিকের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে। উন্নত প্রশিক্ষন, যুদ্ধকৌশল, সামরিক সক্ষমতা এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশ সেনাবাহিনী এখন সাফল্যের শীর্ষে। সরকারের উচিত- দেশের মর্যাদা বুলন্দ ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ত্বকে সমুন্নত রাখতে সেনাবাহিনীর প্রতি সকল প্রকার পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা।
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর তথ্যানুযায়ী বেনিয়া বৃটিশগুলো মুসলিম ভারত থেকে লুট করেছে ১২ হাজার লক্ষ কোটি টাকা প্রকৃতপক্ষে তারা লুট করেছে লক্ষ লক্ষ কোটি টাকা
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র এখনও বন্ধ করলে যা লাভ হবে চালু রাখলে তার চেয়ে অনেক বেশী ক্ষতি হবে ৫৩টি পরিবেশবাদী সংগঠনের দাবী অবিলম্বে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ কেন্দ্র করা হোক কিন্তু তাদের উপেক্ষা করে পরিবেশ উপদেষ্টা প্রমাণ করছে তার পরিবেশবাদী তৎপরতা অন্য পরিবেশবাদীদের সাথে সাংঘর্ষিক এবং তার পরিবেশবাদী প্রচারণা কার্যকলাপ আসলে দেশ ও দেশের মানুষের জন্য নয় বরং বিশেষ প্রভুর নির্দেশনায় (প্রথম পর্ব)
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুয়ার নেশায় বুদ হচ্ছে শিশু-কিশোররা-শিক্ষার্থীরা অধিকাংশ সাইটই পরিচালিত হয় দেশের বাইরে থেকে অনলাইনে জুয়ায় ছোট ছোট বাজির টাকা দিন শেষে একটি বড় অঙ্কের অর্থ হয়ে দেশ থেকে ডলারের মাধ্যমে পাচার হচ্ছে প্রতিদিন এসব খেলা স্বাভাবিক গেমের মতো হওয়ায় প্রকাশ্যে খেলা হলেও আশপাশের মানুষ তা বুঝতে পারেন না কেবলমাত্র ইসলামী মূল্যবোধের উজ্জীবনেই জুয়া বন্ধ সম্ভব ইনশাআল্লাহ
০২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গার্মেন্টসের চেয়েও বড় অবস্থানে তথা বিশ্বের শীর্ষ অবস্থানে অধিষ্ঠান হতে পারে বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প। যথাযথ পৃষ্ঠপোষকতা করলে শুধু মাত্র এ খাত থেকেই বছরে ১১ লাখ কোটি টাকা অর্জন সম্ভব ইনশাআল্লাহ। যা বর্তমান বাজেটের প্রায় দেড়গুণ আর শুধু অনিয়ম এবং সরকারের অবহেলা, অসহযোগীতা দূর করলে বর্তমানেই সম্ভব প্রায় ২ লাখ কোটি টাকা অর্জন জাহাজ নির্মাণ শিল্পের সমৃদ্ধি সম্পর্কে সচেতন হওয়া এবং সরকারের গাফলতির বিরুদ্ধে প্রতিবাদ করা জনগণের জন্যও জরুরী। (২য় পর্ব)
০১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার রোবে, দোয়ার বরকতে- কুদরতীভাবে কমে যাচ্ছে ডলারের আধিপত্য বাংলাদেশের রিজার্ভ ডলারে রাখা উচিৎ নয়- এতে লাভ আমেরিকার মুসলিম বিশ্বে অভিন্ন মুদ্রা ব্যবস্থা বিশেষত মূল্যহীন কাগজী মুদ্রা বাদ দিয়ে সুন্নতী দিনার-দিরহাম মুদ্রা চালু করা আবশ্যক ইনশাআল্লাহ (দ্বিতীয় পর্ব)
৩০ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদেশি হাইব্রিড বীজের ফাঁদে দেশের কৃষি। হারিয়ে যাচ্ছে দেশীয় ফসলের জাত, ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য। ফুলে-ফেঁপে উঠছে বীজ কোম্পানিগুলো।
২৯ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুশরিক ভারতের প্রতি লা’নত ওদের জনসংখ্যা দিন দিন নিম্নমুখী পক্ষান্তরে ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দেশ বাংলাদেশে খোদায়ী রহমত। (সুবহানাল্লাহ) বাংলাদেশে জনসংখ্যার এখন ৬৫ ভাগই কর্মক্ষম এবং জনসংখ্যার বৃদ্ধির হার উর্ধ্বগামী বাংলাদেশ ভোগ করছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের নিয়ামত। সুবহানাল্লাহ!
২৮ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রসঙ্গ: মধ্যম আয়ের ফাঁদ এড়াতে সতর্কতা তথা মধ্যম আয়ের স্থবিরতা তাওয়াক্কুল আর তাকওয়া অবলম্বনে সব সমস্যা দূর হয়ে অচিরেই বাংলাদেশ হতে পারবে শীর্ষ সমৃদ্ধশালী দেশ ইনশাআল্লাহ
২৭ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রিজওয়ানার পরিবেশবাদী প্রচারণার বিপরীতে রবি ঠগ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনে ইতিবাচক বার্তা এবং ইউনুসের পানি ও প্রকৃতি প্রেমের বানীর পরিবর্তে আপত্তি সত্ত্বেও একনেকে রবি ঠগ বিশ্ববিদ্যালয় প্রকল্প অনুমোদনে জনগণ তথা নেটিজনের মূল্যায়নটা কী?
২৬ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












