পবিত্র কুরবানীর সম্মান-মর্যাদা রক্ষা করা মুসলমানদের উপর ফরয
দেশের কোটি কোটি মুসলমান বেঁচে থাকতে- পবিত্র কুরবানীর উপর কারো হস্তক্ষেপ কখনোই বরদাশত করা হবে না মুসলমানদের ঐক্যবদ্ধ প্রতিবাদে কুরবানীবিরোধী সর্ব প্রকার ষড়যন্ত্র ও ষড়যন্ত্রকারীরা নিশ্চিহ্ন হবেই হবে। ইনশাআল্লাহ
, ০৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৭ জুন, ২০২৩ খ্রি:, ১৩ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মন্তব্য কলাম

প্রথমে তারা কুরবানীর পশুতে বিষ আছে, অ্যানথ্যাক্স আছে ইত্যাদি বলে বলে মানুষের মনে কুরবানীর গরু ছাগল নিয়ে ভীতি ছড়ানো শুরু করে।
তার সাথে তারা এটাও বলতে শুরু করে, কুরবানীর টাকাগুলো গরিবদের মাঝে দান করে দিন। নাউযুবিল্লাহ!
এরপর তারা যানজটের কথা বলে কুরবানীর পশুর হাটগুলোকে শহরের বাইরে নেয়ার কথা বলে।
এতহাটের দরকার নেই, শুধু শুধু কুরবানীর পশুর হাট বাড়ানোর কি দরকার? কুরবানীর হাটের সংখ্যা কমানো হোক।
আর এখন বলা শুরু হলো- যেখানে সেখানে কুরবানীর পশু জবাই না করে সরকার কর্তৃক নির্দিষ্ট স্থানে জবাই করুন।
সাথে এটাও বলা হচ্ছে ১৮ বছর বয়সের নিচে কাউকে জবাই করতে দেয়া হবে না, এতে তারা সন্ত্রাসীপনা শিখবে। নাউযুবিল্লাহ!
....এভাবে যে তারা ধারাবাহিকভাবে আরো অনেক প্লান করে রেখেছে, এটাতো বলার অপেক্ষা রাখে না। যদিও তাদের এসব প্লানগুলোর একটিও আমাদের এই দেশে তারা পুরোপুরি বাস্তবায়িত করতে পারে নি। এবং পারবে না ইনশাআল্লাহ। তাদের এই না পারার পেছনে অনেকগুলো কারণও আছে। সবচাইতে বড় কারণ হলো মহান আল্লাহ পাক উনার অসীম রহমত, দয়া ইহসান এ দেশের মুসলমানদের উপর এখনো বহাল আছে। সুবহানাল্লাহ!
তাই মুসলমানদের জন্য দায়িত্ব-কর্তব্য হলো মহান আল্লাহ পাক উনার এই রহমত বরকত দয়া ইহসানকে সবসময় ধরে রাখা। এটাই হলো মুসলমানদের শক্তি। এই শক্তি যতদিন থাকবে ততদিন কোনো শক্তিই মুসলমানদেরকে পরাস্ত করতে পারবে না। ইনশাআল্লাহ! মহান আল্লাহ পাক উনার এই রহমত বরকত দয়া ইহসান সবসময় পেতে হলে মুসলমান হিসেবে তাকেও কিছু দায়িত্ব পালন করতে হবে।
এই বাংলাদেশের জনসংখ্যার ৯৮ ভাগ মুসলমান হওয়ার পরও কুরবানীবিরোধী চক্রগুলো, ইসলামবিদ্বেষী চক্রগুলো কিন্তু প্রকাশ্যেই ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে বলে যাচ্ছে, পবিত্র কুরবানীর বিরুদ্ধে বলে যাচ্ছে। তারা এতদূর পর্যন্ত পৌঁছে গেছে যে, তারা সরকারের কিছু লোকদেরও হাত করে ফেলেছে। তাদের মাধ্যমে জোর করে কুরবানীবিরোধী ইসলামবিরোধী আইন কানুন জারি করার চেষ্টা করছে। নাউযুবিল্লাহ! নির্দিষ্ট স্থানে কুরবানীর পশু জবাই, কুরবানীর পশুর হাট কমানো, জবাইকারীর বয়স ১৮ করা -কুরবানীর বিরুদ্ধে সরকারের ঘোষিত এই নির্দেশনাগুলো কিন্তু তারা প্রশাসনকে হাত করেই করছে। নাউযুবিল্লাহ!
মুসলমানদেরটা খেয়ে, মুসলমানদের দেশে থেকে, মুসলমানদেরই সম্মানিত দ্বীন ইসলাম উনার বিরুদ্ধে আইন? কতবড় দুঃসাহস তাদের?
এখন কথা হলো- মুনাফিকগুলি কিন্তু ঠিকই তাদের প্লানগুলো এক এক করে বাস্তবায়িত করার চেষ্টা করছে। কিন্তু এসব চক্রান্তের বিরুদ্ধে এ দেশের মুসলমানদের অবস্থান কোথায়? তারা তো এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো কিছু করছে না। তাদের বিরুদ্ধে প্রতিবাদী হচ্ছে না। মুসলমানরা যদি অন্যায়ের বিরুদ্ধে এভাবে চুপ থাকে তাহলে কি করে মহান আল্লাহ পাক উনার রহমত দয়া ইহসান ইত্যাদি পাওয়ার আশা করতে পারে? না, আশা করতে পারে না। তবে অবশ্যই এটা হতে দেয়া যাবে না। মুসলমানদেরকে অবশ্য অবশ্যই প্রতিবাদী হতে হবে। মুসলমানকে তার মুসলমানিত্ব প্রকাশ করতে হবে।
মুসলমানদের উচিত তাদের মুসলমানিত্বকে ফুটিয়ে তোলা, সেটাকে প্রকাশ করা। মুসলমান হিসেবে তার পবিত্র ঈমানী জযবায় বলীয়ান হয়ে সর্ব প্রকার ইসলামবিদ্বেষী কুচক্রীদের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া। প্রতেকেই যার যার অবস্থান থেকে, যার যার সামর্থ্য অনুসারে প্রতিবাদ শুরু করুন, এসমস্ত চক্রান্তুগুলো নিয়ে সবার সাথে বলাবলি করুন, লেখালেখি করুন, ইন্টারনেটে হোক বা যেভাবে হোক। তাহলে অবশ্যই আশা করা যায় মহান আল্লাহ পাক উনার আরো বেশি বেশি অসীম রহমত দয়া ইহসান মুসলমানদের উপর নাযিল হবে। এবং এতে করে মুসলমানরা সর্ব প্রকার ষড়যন্ত্র, চক্রান্ত ও যালিম শাসকদের থেকে হিফাযত হতে পারবে। ইনশাআল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে বোবা শয়তান তথা অন্যায় দেখে চুপ থাকার বদ খাছলত থেকে রক্ষা করুন। এবং আমাদেরকে আরো বেশি বেশি ঈমানী জযবা ও সাহস দান করুন। সমস্ত অন্যায়ের প্রতিবাদ করার তাওফীক দান করুন। সর্বোপরি মহান আল্লাহ পাক তিনি যেন যত কুরবানীবিরোধী ইসলামবিদ্বেষী অমুসলিম বিধর্মী আছে তাদের সকলকে এই দেশ থেকে এই যমীন থেকে নিশ্চিহ্ন করে দেন, তাদের অস্তিত্বকে মিটিয়ে দেন, তাদেরকে ধ্বংস করে দেন। আমীন আমীন আমীন।
-মুহম্মদ জালালুদ্দীন রহমানী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ইসলামভীতি মোকাবেলায় জাতিসংঘে প্রস্তাব পাস’ হলেও কার্যকরী কিছুই হচ্ছে না ইসরাইলকে সহযোগিতা করতে আমেরিকায় ইসলামোফোবিয়ার বিস্তার আরো বাড়ানো হচ্ছে
১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রসঙ্গ: শিশুদের জন্য ইন্টারনেট নিরাপদ করতে প্যারেন্টাল কন্ট্রোল গাইড লাইন তৈরি করছে সরকার নিয়ন্ত্রনহীন ইন্টারনেট জগতে প্রবেশ করে অশ্লীলতা, হিংস্রতা ও অপসংস্কৃতিতে লিপ্ত হচ্ছে শিশু কিশোররা সরকারের উচিত হবে এই গাইডলাইনে দীর্ঘসূত্রিতা না রেখে তা ত্বরিৎ বাস্তবায়ন করা।
১৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯৮ ভাগ মুসলমানের দেশে মুসলমানের সংজ্ঞা কতজন মুসলমান জানে? প্রকৃত মুসলমান না হয়ে শুধু বাহ্যিক মুসলমান দাবি কী অন্যায় নয়? মুসলমান মাত্রই পবিত্র দ্বীন ইসলাম উনার মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে।
১৩ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র দ্বীন ইসলাম অন্যান্য ধর্মের সাথে সমমর্যাদার ভিত্তিতে সহাবস্থানে থাকতে পারে না। পবিত্র দ্বীন ইসলাম কখনোই কথিত ‘ধর্মনিরপেক্ষতা’র অধীন হতে পারে না।
১২ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংবিধান, সংস্কৃতি ও ঐতিহ্য বিরোধী আপত্তিকর শব্দ প্রকাশের বিপরীতে মহান আল্লাহ পাক উনার ‘কুদরত’ ও ‘রহমত’ এ ছিফত মুবারক দ্বয়ের ব্যাপক প্রচলন ঘটাতে হবে
১১ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে ভেজাল ওষুধের দৌরাত্ম বাড়ছেই। ১২ হাজার কোটি টাকার ওষুধের এক-দশমাংশই নিম্নমানের। ভেজাল ওষুধে বহুবিধ রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। সরকার এখনই প্রতিরোধ না করলে দেশের জনস্বাস্থ্য মহাবিপর্যয়ের মুখে পড়বে।
১০ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের লবণচাষীরা হাজার কোটি টাকার লবণ আমদানী ঠেকিয়ে রেখেছে লবণচাষীদের উপর বিভিন্ন চাপ, বাধা ও নিয়ন্ত্রণ তৈরী করছে সিন্ডিকেট অপরদিকে দেদারছে নিষিদ্ধ ও ক্ষতিকর সোডিয়াম সালফেট আমদানী করে লবণ বলে বাজারজাত করা হচ্ছে
০৯ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র দ্বীন ইসলাম পালন করা কী অপরাধ? সংবিধান কী পবিত্র দ্বীন ইসলাম পালনের সুযোগ দেয়নি? পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের মধ্যে কী বেপর্দা ও ছবির বিরুদ্ধে বলা হয়নি? তাহলে কী রাষ্ট্রযন্ত্রের উচিত নয়- ছবি না তুলে, বেপর্দা না হয়ে দ্বীনদার মুসলমানরা যাতে সাংবিধানিক সুযোগ পায় সে অধিকার সংরক্ষিত করা। প্রয়োজনে সংবিধান সংশোধন করা।
০৮ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিজেদের জীবন পঙ্গু করে বর্তমান অন্তর্বর্তী সরকারকে যারা ক্ষমতায় বসিয়েছে, সেই ছাত্র-জনতা এখন চিকিৎসা পাচ্ছে না। তাদের বিক্ষোভ করতে হচ্ছে, রাস্তায় নামতে হচ্ছে! নিয়মের জটিলতায় ক্ষতিপূরণ পেতে দেরি আহত ও নিহতদের পরিবারের লালফিতায় আটকা গণঅভ্যুত্থানে আহতদের ক্ষতিপূরণ
০৭ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিজেদের জীবন পঙ্গু করে বর্তমান অন্তর্বর্তী সরকারকে যারা ক্ষমতায় বসিয়েছে, সেই ছাত্র-জনতা এখন চিকিৎসা পাচ্ছে না। তাদের বিক্ষোভ করতে হচ্ছে, রাস্তায় নামতে হচ্ছে! এর চেয়ে দুঃখজনক ঘটনা এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা এই অন্তর্বর্তী সরকারের জন্য আর কি হতে পারে?
০৬ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রসঙ্গঃ সম্মানিতা হুর, গেলমানের আলোচনায় কুণ্ঠা। তার বিপরীতে অশ্লীল শব্দ আওড়াতে স্বতঃস্ফূর্ততা হুর, গেলমান লাভের মানসিকতা পোষণের পরিবর্তে বিবস্ত্রপনায় বিপর্যস্থ হওয়া তথা চরিত্রহীনতায় পর্যবসিত হওয়া। নাঊযুবিল্লাহ!
০৫ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সঠিক পরিসংখ্যান ও জরিপের অভাবে বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার সঠিক পরিসংখ্যান ছাড়া শুধু অর্থনীতিই নয় কোনো খাতেরই সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিকল্পনা সম্ভব নয় বাজার নিয়ন্ত্রণে চাই সঠিক ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত জরিপ তথা পরিসংখ্যা
০৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)