মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের হাক্বীক্বী মুহব্বত-মা’রিফত, নিসবত-কুরবত, রেযামন্দি-সন্তুষ্টি মুবারক ব্যতীত, কেউ কস্মিনকালেও মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র মাহবূব হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অর্থাৎ উনাদের হাক্বীক্বী মুহব্বত-মা’রিফত, নিসবত-কুরবত, রেযামন্দি-সন্তুষ্টি মুবারক হাছিল করতে পারবে না (৩)
এডমিন, ০১ রবীউর আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ রবি’ ১৩৯১ শামসী সন , ১৭সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ০২ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ

মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছেন-
عَنْ حَضْرَتْ اَبِـىْ هُرَيْرَةَ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْـرُكُمْ خَيْـرُكُمْ لِاَهْلِـىْ مِنْۢ بَعْدِىْ قَالَ فَبَاعَ عَبْدُ الرَّحْـمٰنِ بْنُ عَوْفٍ حَدِيْقَةً بِاَرْبَعِ مِائَةِ اَلْفٍ فَقَسَمَهَا فِـىْ اَزْوَاجِ النَّبِـىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
অর্থ: “হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তোমাদের মধ্যে ঐ ব্যক্তি সর্বোত্তম, যে ব্যক্তি আমার পর মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের নিকট উত্তম। সুবহানাল্লাহ! বর্ণনাকারী বলেন, তারপর হযরত আব্দুর রহমান ইবনে আউফ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি একটি বাগান ৪ লক্ষ দীনারের বিনিময়ে বিক্রি করে সমস্ত অর্থ মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মাঝে বণ্টন করে দেন অর্থাৎ উনাদের মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারক-এ হাদিয়া মুবারক করেন। সুবহানাল্লাহ! (আস সুন্নাহ্ লিইবনে ‘আছিম ২/৬১৬, মুসনাদে আবী ইয়া’লা ১০/৩৩০, মু’জাম ইবনে আ’রাবী ১/৩৭৩, আল মাক্বছাদুল ‘উলা ফী যাওয়াইদে আবী ইয়া’লা ৩/১৯৭ ইত্যাদি)
শুধু তাই নয়; কিতাবে আরো বর্ণিত রয়েছেন যে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি উনার সম্মানিত আওলাদ হযরত আবূ সালামাহ্ রহমতুল্লাহি আলাইহি উনাকে একটি বাগানের বিষয়ে সম্মানিত ওয়াছীয়ত মুবারক করে যান যে, তিনি যেন সেই বাগানটি মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে হাদিয়া মুবারক করেন। যার মূল্য ছিলো ৪০ হাজার দীনার। সুবহানাল্লাহ! সেটাই মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছেন,
عَنْ حَضْرَتْ اَبِـىْ سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْـمٰنِ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ اَنَّ اَبَاهُ وَصّٰى لِاُمَّهَاتِ الْمُؤْمِنِيْـنَ عَلَيْهِنَّ السَّلَامُ بـِحَدِيْقَةٍ بِيْعَتْ بَعْدَهٗ بِاَرْبَعِيْـنَ اَلْفَ دِيْنَارٍ
অর্থ: “হযরত আবূ সালামাহ্ ইবনে আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত। নিশ্চয়ই উনার সম্মানিত পিতা সাইয়্যিদুনা হযরত আব্দুর রহমান ইবনে আউফ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি উনাকে একটি বাগান মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারক-এ হাদিয়া মুবারক করার জন্য সম্মানিত ওছীয়ত মুবারক করে যান। উনার পর সেই বাগানটি ৪০ হাজার দীনারে বিক্রি করা হয়েছিলো। (তারপর বিক্রিত সমস্ত অর্থ মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারক-এ হাদিয়া মুবারক স্বরূপ পেশ করা হয়েছিলো।) সুবহানাল্লাহ! (মুস্তাদরকে হাকিম ৩/৩৫২)
-মুহাদ্দিছ মুহম্মদ ইবনে ছিদ্দীকুর রহমান।