মুখোশধারী মুনাফিক্ব (১)
, ১৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১২ জুন, ২০২৫ খ্রি:, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ

সম্মানিত তাবূক প্রান্তর ও পবিত্র মদীনা শরীফ উনাদের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত একটি উপত্যকার নাম ‘আক্বাবা’। এই উপত্যকার উচ্চভূমির পথ ছিলো কঠিন ও দুর্গম, যা ‘আক্বাবা’ নামে পরিচিত। অপরদিকে, তার নিম্নভূমি ছিলো সমতল, সহজ ও সুগম- যেটি ‘বাতনুল ওয়াদী’ নামে পরিচিত। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত তাবূক জিহাদ মুবারক থেকে ফেরার পথে কিছু অভিশপ্ত মুনাফিক্ব উনার বিরুদ্ধে এক জঘন্য ষড়যন্ত্র করে। এক বর্ণনা মতে,
أَجْمَعُوا أَنْ يَقْتُلُوهُ
‘তারা সম্মলিতভাবে একমত হয় যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে শহীদ করবে। ’ না‘ঊযুবিল্লাহ!
বিভিন্ন নির্ভরযোগ্য কিতাবের বর্ণনা অনুযায়ী এই অভিশপ্ত মুনাফিক্বদের সংখ্যা ছিলো আনুমানিক ১২ জন। তারা পরস্পরকে বলে- “যখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আক্বাবা পথ দিয়ে অতিক্রম করবেন, তখন আমরা উনাকে সেই দুর্গম ঢালু পথ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে শহীদ করবো। ” না‘ঊযুবিল্লাহ!
এদের মধ্যে মুনাফিক্ব ইবনে উয়াইনা তার সাথীদের উদ্দেশ্যে বলেছিলো-
اِسْهَرُوا هٰذِهِ اللَّيْلَةَ تَسْلَمُوا الدَّهْرَ كُلَّهُ فَوَاللهِ مَا لَكُمْ أَمْرٌ دُونَ أَنْ يُقْتَلَ هٰذَا الرَّجُلُ
“এই রাতটিতে পাহারায় থাকো, তাহলে সারা জীবন নিরাপদ থাকবে। মহান আল্লাহ পাক উনার ক্বসম! তোমাদের সামনে কোনো নিরাপত্তা নেই, যতক্ষণ পর্যন্ত এই মানুষটিকে (নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে) শহীদ করা না হয়। ” না‘ঊযুবিল্লাহ!
অপর এক অভিশপ্ত মুনাফিক্ব মুররা ইবনে রবী’ বলেছিলো-
تُمِيطِي وَالنَّعِيمُ لَنَا مِنْ بَعْدِهِ كَائِنٌ تُقْتَلِ الْوَاحِدُ الْمُفْرَدُ فَيَكُونُ النَّاسُ عَامَّةً عَامَّةً بِقَتْلِهِ مُطْمَئِنِّينَ
‘এই এক ব্যক্তিকে (নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে) সরিয়ে দাও, তাহলেই উনার পর আমাদের জন্য সুখ-শান্তি নিশ্চিত হবে। যদি এই একমাত্র ব্যক্তিকে (নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে) শহীদ করা হয়, তাহলে উনাকে শহীদ করার মাধ্যমে সকল মানুষই নির্ভয়ে জীবন যাপন করতে পারবে। ’ না‘ঊযুবিল্লাহ!
তারা সুযোগের সন্ধানে থাকলো।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ছাহিবে ইলমে গ¦ইব এবং হাযির-নাযির, সৃষ্টির সমস্ত কিছুই উনার জানা রয়েছেন। তারপরও স্বয়ং মহান আল্লাহ পাক তিনি হযরত জিবরীল আলাইহিস সালাম উনার মাধ্যমে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অভিশপ্ত মুনাফিক্বদের এই ভয়ঙ্কর ষড়যন্ত্র ও চক্রান্তের কথা জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ!
অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আক্বাবা নামক ঐ দুর্গম পথের নিকট পৌঁছে একজন ঘোষণাকারীকে নি¤েœাক্ত ঘোষণা মুবারক সবার মাঝে প্রচার করার জন্য নির্দেশ মুবারক দেন-
إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ لِلْعَقَبَةِ فَلَا يَأْخُذْهَا أَحَدٌ وَاسْلُكُوا بَطْنَ الْوَادِي فَإِنَّهُ أَسْهَلُ لَكُمْ وَأَوْسَعُ
“নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আক্বাবা পথ অবলম্বন করেছেন। অতএব, আপনারা কেউ যেন ঐ পথ অবলম্বন না করেন। বরং আপনারা সবাই উপত্যকার নিচের পথ (بطن الوادي) দিয়ে অগ্রসর হোন। কেননা, সেটি আপনাদের জন্য অধিকতর সহজতর ও প্রশস্ত। ”
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনারা তখন সকলেই আনুগত্যের সাথে সেই নির্দেশ মুবারক পালন করে নিচের পথ দিয়ে চলতে থাকেন। কিন্তু যারা অভিশপ্ত মুনাফিক্ব ছিল, তারা এই স্পষ্ট ও প্রকাশ্য ঘোষণা মুবারক শুনেও তাতে কর্ণপাত করল না। বরং তারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গেই ঐ দুর্গম আক্বাবা পথে উঠতে থাকল। নিজেদের নিকৃষ্ট চক্রান্ত বাস্তবায়নের জন্য তারা প্রত্যেকে পূর্বপ্রস্তুতি স্বরূপ মুখোশ পরিধান করে নিজেদের মুখম-ল ঢেকে ফেলল, যাতে কেউ তাদের চিনে না ফেলে।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তখন হযরত ‘আম্মার ইবনে ইয়াসির রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনাকে নির্দেশ মুবারক দিলেন- “আপনি আমার উটনী মুবারক উনার রশি ধরে সামনে থেকে চালিয়ে নিয়ে যান। ” আর হযরত হুযাইফা ইবনে ইয়ামান রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনাকে নির্দেশ মুবারক দিলেন- “আপনি পিছন থেকে চালিয়ে নিন। ”
তারপর যখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আক্বাবা পথে চলছিলেন,
إِذْ سَمِعَ حِسَّ الْقَوْمِ قَدْ غَشَوْهُ، فَنَفَرَتْ نَاقَةُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى سَقَطَ بَعْضُ مَتَاعِهِ، فَغَضِبَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَمَرَ حُذَيْفَةَ أَنْ يَرُدَّهُمْ
‘তিনি হঠাৎ কিছু লোকের (মুনাফিক্বদের) আওয়াজ শুনতে পেলেন, যারা উনাকে ঘিরে ফেলেছে। এই পরিস্থিতে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উটনী এমনভাবে লাফিয়ে উঠেন যে উনার কিছু ছামান-আসবাব মুবারক নিচে পড়ে যান। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অত্যন্ত মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল আহ্মার মুবারক (মহাসম্মানিত ও মহাপবিত্র জালালী শান মুবারক) প্রকাশ করেন এবং হযরত হুযায়ফা রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনাকে নির্দেশ মুবারক দেন তাদেরকে প্রতিহত করার জন্য। ’
মুবারক নির্দেশে হযরত হুযাইফা রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি তাদের নিকট যেয়ে উনার হাতে থাকা একটি বাঁকা লোহার লাঠি দিয়ে তাদের বাহনগুলোর মুখম-লে আঘাত করতে লাগলেন এবং বলতে লাগলেন, ‘সরে যা! সরে যা! হে মহান আল্লাহ পাক উনার দুশমনরা!’
فَإِذَا هُوَ بِقَوْمٍ مُلَثِّمِينَ
‘তখন তিনি কতিপয় মুখোশধারী লোক দেখতে পেলেন। ’
মুনাফিক্বগুলো নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল আহ্মার মুবারক (মহাসম্মানিত ও মহাপবিত্র জালালী শান মুবারক) দেখে ও উনার উচ্চ আওয়ায মুবারক শুনে তাড়াতাড়ি করে পিছু হটতে থাকে। তারা তৎক্ষণাৎ বুঝে যায় যে, তাদের জঘন্য ষড়যন্ত্র নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট প্রকাশিত হয়ে গেছে। তারা দ্রুত আকাবা থেকে উপত্যকার নিচে নেমে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনাদের মাঝে মিশে যায়।
এরপর হযরত হুযাইফা রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে ফিরে এলেন। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত হুযাইফা রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনাকে জিজ্ঞাসা মুবারক করলেন- “আপনি কি তাদের কাউকে চিনতে পেরেছেন?” হযরত হুযাইফা রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি বললেন-
يا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَدْ عَرَفْتُ رَواحِلَهُمْ وَكانَ القَوْمُ مُتَلَثِّمِينَ فَلَمْ أُبْصِرْهُمْ مِن أَجْلِ ظُلْمَةِ اللَّيْلِ
“ইয়া রসূলাল্লাহ! ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি তাদের বাহনগুলো চিনেছি। কিন্তু লোকগুলো ছিলো মুখোশধারী। আর রাতের অন্ধকার এত বেশি ছিল যে, সে কারণে আমি তাদের চেহারা দেখতে পারিনি। ”
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আবার জিজ্ঞাসা মুবারক করলেন- “আপনি কি জানেন তারা কী করেছিল? কী উদ্দেশ্য ছিল তাদের?”
উত্তরে তিনি বললেন- “মহান আল্লাহ পাক উনার ক্বসম! ইয়া রাসূলাল্লাহ! ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি জানি না। ”
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন,
فَإِنَّهُمْ مَكَرُوا لِيَسِيرُوا مَعِي فَإِذَا طَلَعْتُ العَقَبَةَ زَحَمُونِي فَطَرَحُونِي مِنْهَا
“তারা আমার সঙ্গে চলার ভান করছিলো; অথচ তাদের উদ্দেশ্য ছিলো- যখন আমি আক্বাবায় উঠবো, তখন তারা আমাকে ধাক্কা দিয়ে সেখান থেকে নিচে ফেলে দিবে। অর্থাৎ আমাকে শহীদ করবে। ” না‘ঊযুবিল্লাহ!
পরে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মুনাফিক্বদেরকে ডেকে তাদের কথাবার্তা, উনাকে শহীদ করার গোপন ষড়যন্ত্র এবং চক্রান্তের কথা প্রকাশ করে দিলেন। কিন্তু মুনাফিক্বগুলো মহান আল্লাহ পাক উনার নাম মুবারক-এ ক্বসম করে সমস্ত কিছু অস্বীকার করে বলে- আমাদের এরকম কোনো চিন্তা-ভাবনাই ছিলো না এবং এরকম কথাও আমরা বলিনি। তখন মহান আল্লাহ পাক তিনি নাযিল করেন,
يَحْلِفُونَ بِاللَّهِ مَا قَالُوا وَلَقَدْ قَالُوا كَلِمَةَ الْكُفْرِ وَكَفَرُوا بَعْدَ إِسْلَامِهِمْ وَهَمُّوا بِمَا لَمْ يَنَالُوا
“তারা মহান আল্লাহ পাক উনার নাম মুবারক-এ ক্বসম করে যে, তারা কিছু বলেনি; অথচ অবশ্যই তারা কুফরী কথা বলেছে এবং সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণের পর তারা কুফরিও করেছে। আর তারা এমন কিছুর ষড়যন্ত্র করেছিলো যা তারা অর্জন করতে পারেনি। ” (সম্মানিত ও পবিত্র সূরা তাওবা শরীফ : সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ৭৪)
(তথ্যসূত্র: ইবনে ইসহাক্ব, ইবনে হিশাম, মাগাযী লিল ওয়াক্বিদী, আবুশ শায়েখ, বাইহাক্বী, মুছান্নাফ ইবনে আবী শায়বাহ্, ইবনে সা’দ, দুররে মানছূর, তাফসীরে মাযহারী, সুবুলুল হুদা ওয়ার রশাদ, আস সীরাতুল হালাবিয়্যাহ্, তারীখুল খমীস, ইমতাউল আসমা’, সাইয়্যিদুল মুরসালীন ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইত্যাদি)
এখান থেকে এই বিষয়টি দিবালোকের ন্যায় অত্যন্ত সুস্পষ্টভাবে প্রমাণিত হলো যে, নিজেদের পরিচয় গোপন রেখে হক্বের বিরোধিতা করা, হক্বের ক্ষতি সাধনের চেষ্টা করা মুনাফিক্বদের অন্যতম একটি বৈশিষ্ট্য। কারণ, তারা নিজেরা নিশ্চিতভাবে জানে যে, পরিচয় প্রকাশ পেলে তাদের অস্তিত্ব বজায় থাকবে না; বরং তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, খড়কুটোর মতো ভেসে যাবে। হক্বের প্রবল ¯্রােতের কাছে তারা কখনোই স্থির থাকতে পারবে না।
তার পাশাপাশি এই বিষয়টিও প্রমাণিত হলো যে, মুখোশধারী বা পরিচয় গোপনকারী মুনাফিক্বদের দ্বারা বিরোধিতার শিকার হওয়া খাস সুন্নত মুবারক।
অতএব, এই মুখোশধারী বা পরিচয় গোপনকারী মুনাফিক্বদের থেকে এবং তাদের সর্বপ্রকার ষড়যন্ত্র-চক্রান্ত থেকে সাবধান! (পরবর্তী পর্বের অপেক্ষায় থাকুন)
-মুহাদ্দিছ মুহম্মদ আল আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশের মহাসম্মানিত ও মহাপবিত্র তারীখ মুবারক সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ উনার সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ উনাকে ঈদ হিসেবে গ্রহণ বিষয়ে আপত্তি ও তার খন্ডনমূলক জবাব (৯)
১৯ জুলাই, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৃষ্টির ইতিহাসে এই প্রথম আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুস সালাম মুবারক-এ মহাসম্মানিত ও মহাপবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক বর্ণনা (১)
১৯ জুলাই, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফ্য বা পরিভাষা মুবারক
১৯ জুলাই, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যারা মানহানী করবে, তাদের একমাত্র শরঈ শাস্তি মৃত্যুদন্ড। তাদের তাওবা গ্রহণযোগ্য হবে না
১৯ জুলাই, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশের মহাসম্মানিত ও মহাপবিত্র তারীখ মুবারক সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ উনার সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ উনাকে ঈদ হিসেবে গ্রহণ বিষয়ে আপত্তি ও তার খন্ডনমূলক জবাব (৮)
১৭ জুলাই, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বয়ং মহান আল্লাহ পাক তিনি নিজেই আশিক্ব হয়ে উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ইসম বা নাম মুবারক উনার সাথে উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ইসম বা নাম মুবারক সম্মানিত জান্নাত মুবারক, সম্মানিত ও পবিত্র আরশে আযীম মুবারক এবং সাত আসমানের সমস্ত জায়গায় লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ!
১৭ জুলাই, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফ্য বা পরিভাষা মুবারক
১৭ জুলাই, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যারা মানহানী করবে, তাদের একমাত্র শরঈ শাস্তি মৃত্যুদ-। তাদের তাওবা গ্রহণযোগ্য হবে না
১৭ জুলাই, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশের মহাসম্মানিত ও মহাপবিত্র তারীখ মুবারক সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ উনার সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ উনাকে ঈদ হিসেবে গ্রহণ বিষয়ে আপত্তি ও তার খন্ডনমূলক জবাব (৬)
১৫ জুলাই, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বেমেছাল মহাসম্মানিত বুলন্দী শান মুবারক
১৫ জুলাই, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফ্য বা পরিভাষা মুবারক
১৫ জুলাই, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রায় সাড়ে ১৪০০ বছর পর আহলু বাইতি রসূলল্লিাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়মি মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্ললি আলামীন মামদূহ র্মুশদি ক্ববিলা সাইয়্যদিুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহসি সালাম উনার মহাসম্মানতি ও মহাপবত্রি নূরুস সালাম মুবারক-এ মহাসম্মানতি ও মহাপবত্রি কালামুল্লাহ শরীফ উনার মধ্যে র্বণতি اِسْتَـوٰى (ইস্তাওয়া) শব্দ মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ (১৫)
১৪ জুলাই, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)