শুধু গ্রেফতার করলে আর জেলে পুরলেই কিশোর গ্যাং নির্মূল হবে না কিশোর গ্যাংকে সমুন্নত কিশোর সমাজে পরিণত করতে হলে প্রয়োজন ইসলামী মূল্যবোধের জাগরণ প্রয়োজন শিক্ষা সিলেবাসে, সংস্কৃতিতে ইসলামী আদর্শের প্রতিফলন
, ২২ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ আশির, ১৩৯১ শামসী সন , ০৪ মার্চ, ২০২৪ খ্রি:, ২০ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সম্পাদকীয়

কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কিশোর গ্যাং। সারা দেশেই তারা অপরাধ করে বেড়াচ্ছে। সম্প্রতি চট্টগ্রাম মহানগরী ও ফেনীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছয় কিশোর গ্যাং গ্রুপের প্রধানসহ ২৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাতভর অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গত ৫ বছরে ঢাকায় কিশোর অপরাধীদের হাতে ১২০ জন খুন হয়েছে। এর মধ্যে গত ২ বছরে ৩৪ জন খুন হয়েছে। এসব ঘটনায় চার শতাধিক কিশোরকে আসামি করা হয়েছে।
২০১৭ সালের জানুয়ারিতে উত্তরায় আদনান কবির হত্যার পর কিশোর গ্যাংয়ের কর্মকা- আলোচনায় আসে। ওই সময় রাজধানীসহ সারা দেশে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান শুরু হয়। এর কিছুদিন পর অভিযানে ঢিলেঢালা ভাব শুরু হয়।
জানা গেছে, ঢাকায় শতাধিক কিশোর গ্যাং সক্রিয়। ঢাকার মিরপুর ও উত্তরা এলাকায় সবচেয়ে বেশি কিশোর গ্যাং সক্রিয়। এ দুই এলাকায় প্রায় অর্ধশত কিশোর গ্যাং সক্রিয়। কিশোর গ্যাংয়ের সদস্যরা খুনাখুনি, মাদক, চাঁদাবাজি ও ছিনতাইয়ের মতো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। বিশেষ করে মিরপুর এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা স্থানীয় রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় ভয়ংকর সব অপরাধে জড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক ছত্রছায়ায় কিশোর গ্যাং কালচার ভয়াবহ আকার ধারণ করেছে।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এক গ্রুপের সদস্যরা অন্য গ্রুপের সদস্যদের খুন করতেও দ্বিধাবোধ করছে না।
প্রসঙ্গত, কিশোর-যুবকরা যেকোনো সমাজের কিংবা রাষ্ট্রের ভবিষ্যৎ শক্তি এবং তাদের বিকাশে সমাজ বিকশিত হয়, এই সত্য এড়ানোর কোনো পথ নেই। আমরা জানি, শৈশব থেকে যৌবনে উত্তরণের মাঝের ধাপ হলো কৈশোর। এ সময়ে শারীরিক বিকাশের সঙ্গে সঙ্গে মানসিক বিকাশও ঘটে এবং পরিবর্তন হয় দৃষ্টিভঙ্গির। আজকের কিশোর-কিশোরী যারা দেশ-জাতির ভবিষ্যৎ তাদের একাংশের বিপথে পা বাড়ানো আমাদের উদ্বিগ্ন না করে পারে না।
এর দায় রাজনীতিক, জনপ্রতিনিধি এবং সর্বোপরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীলরা এড়াতে পারে না।
সমস্যার গভীরে দৃষ্টি দিতে হবে এবং সম্ভাবনাময় জীবনগুলোকে যারা বিপথে ঠেলে দিয়ে কিশোর গ্যাংয়ের কাতারে নিয়ে যাচ্ছে তাদের চিহ্নিত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতেই হবে। কেউ অপরাধী হয়ে জন্মায় না। প্রশাসন, সামাজিক ও রাজনৈতিক শক্তির যূথবদ্ধ প্রচেষ্টায় এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ বের করতে হবে। রাজনীতির নামে অপরাজনীতির ছায়া সমাজে কম ক্ষত সৃষ্টি করেনি। কিশোর গ্যাং তৈরির প্রেক্ষাপটের পেছনে অপরাজনীতির দায় সর্বাংশে। সুনীতি ও সু-আচার এ বিষয়গুলোর ওপর জোর দিয়ে স্বচ্ছ রাজনৈতিক কর্মকা- পরিচালিত করার পাশাপাশি দায়িত্বশীল প্রত্যেকের জবাবদিহি নিশ্চিত করা আরও জরুরি। আমাদের অভিজ্ঞতায় আছে, যখন রাজনৈতিক অস্থিরতা বাড়ে তখন স্বার্থান্বেষীরা সমাজের অবহেলিত অংশের কিশোর-যুবকদের লক্ষ্য করে প্রলোভনে ফেলে ব্যবহার করে। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে এরই পুনরাবৃত্তি ঘটল কি না, তা-ও খতিয়ে দেখা দরকার।
এছাড়াও কিছু পদক্ষেপ নেয়া যায়, কিশোর ও তরুণদের সঠিক পথে রাখার জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্র কিছু উদ্যোগ গ্রহণ করতে পারে যেমন: তাদের দ্রুত কর্মমুখী করা, রাস্তায় দলবদ্ধ হয়ে বসতে না দেয়া, চুলের স্টাইল করতে না দেয়া, হলুদ অনুষ্ঠান বর্জন করা, সহশিক্ষা মুক্ত রাখা, নারী-পুরুষদের অবাধে মিশতে না দেয়া, নেশা জাতীয় পণ্য সরবরাহ না করা, সাংস্কৃতি করা, নাটক সিনেমা তথা অনৈসলামিক সংস্কৃতি বন্ধ প্রদর্শন না করা।
তবে পুলিশী কায়দায় কিশোর দলের অপরাধ দমন করলেই চলবে না। প্রয়োজন হচ্ছে এদের সংশোধন করা এবং অপরাধী যেন তৈরি না হয়, সে ব্যবস্থা গ্রহণ করা। সম্মানিত দ্বীন ইসলাম মূলত মানুষে যেন অপরাধ না করতে পারে, সে ব্যাপারে আবহ ও পরিবেশ তথা পটভূমিকা তৈরি করে। কিশোর গ্যাংয়ের অপরাধ দমনে পবিত্র কুরআন শরীফে বর্ণিত হযরত লোকমান হেকিমের সন্তানের জন্য দেয়া উপদেশগুলো বেশ কার্যকর যেমনÑ হে প্রিয় পুত্র, মহান আল্লাহ পাক উনার সাথে শিরক করো না। কেননা, শিরক হচ্ছে অত্যন্ত বড় জুলুম (পবিত্র সূরা লুকমান শরীফ : পবিত্র আয়াত শরীফ ১৩)। হে বৎস, কোনো বস্তু যদি সরিষার দানা পরিমাণও হয়, অতঃপর তা যদি থাকে প্রস্তর গর্ভে অথবা আকাশে অথবা ভূগর্ভে, তবে মহান আল্লাহ পাক তিনি তাও উপস্থিত করবেন। নিশ্চয়ই আল্লাহ পাক তিনি গোপন ভেদ জানেন, সবকিছুর খবর রাখেন (পবিত্র সূরা লুকমান শরীফ : পবিত্র আয়াত শরীফ ৩১:১৬)।
অহংকারবশে তুমি মানুষকে অবজ্ঞা করো না (পবিত্র সূরা লুকমান শরীফ : পবিত্র আয়াত শরীফ ৩১:১৮)। এবং পৃথিবীতে গর্বভরে পদচারণ করো না। নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না (পবিত্র সূরা লুকমান শরীফ : পবিত্র আয়াত শরীফ ৩১:১৮)। হে পুত্র, নামাজ কায়েম কর (পবিত্র সূরা লুকমান শরীফ : পবিত্র আয়াত শরীফ ১৭)। এবং ভালো কাজের আদেশ কর আর অন্যায় ও পাপ কাজ থেকে বিরত রাখ (পবিত্র সূরা লুকমান শরীফ : পবিত্র আয়াত শরীফ ১৭)। যা কিছু দুঃখ-কষ্ট-লাঞ্ছনা আসবে, এ কাজে তাহা সব উদারভাবে বরদাশত করো। কেননা, এমন কাজ, যা সম্পন্ন করার একান্তই জরুরি ও অপরিহার্য (পবিত্র সূরা লুকমান শরীফ : পবিত্র আয়াত শরীফ ১৭)। মধ্যমনীতি অবলম্বন করে মাঝামাঝি ধরনের চালচলন অবলম্বন করো (পবিত্র সূরা লুকমান শরীফ : পবিত্র আয়াত শরীফ ১৯)। তোমার কণ্ঠধ্বনি নিচু করো, সংযত ও নরম করো, কেননা সবচেয়ে ঘৃণ্য হচ্ছে গর্দভের কর্কশ আওয়াজ (পবিত্র সূরা লুকমান শরীফ : পবিত্র আয়াত শরীফ ১৯)। হে মহান আল্লাহ পাক, আমাদের স্ত্রীদের ও সন্তানদের দিক থেকে চোখের শীতলতা দান করো এবং আমাদের পরহেজগার লোকদের নেতা বানাও (পবিত্র সূরা ফুরকান শরীফ : পবিত্র আয়াত শরীফ ৭৪)।
উল্লেখ্য, সম্মানিত দ্বীন ইসলামে শাস্তির বিধান তিন ধরনের, যারা কিশোর অপরাধে জড়িয়ে পড়েছে তাদের সংশোধন ও দমনে সম্মানিত দ্বীন ইসলামের এ শাস্তির বিধান প্রয়োগ জরুরি। ইসলাম অপরাধের ক্ষেত্রভেদে বেত্রাঘাত, রজম ও শিরোচ্ছেদের বিধান দেয়। এগুলো কঠোর ও কঠিন শাস্তি। এ শাস্তি জনসমক্ষে দিতে হয়। যাতে সবাই শাস্তির কঠোরতা দেখে অপরাধ থেকে বিরত থাকে। ইরশাদ মুবারক হয়েছে, হে বুদ্ধিমানগণ! কেসাসের মধ্যে তোমাদের জন্যে জীবন রয়েছে, যাতে তোমরা সাবধান হতে পার (পবিত্র সূরা বাকারা শরীফ : পবিত্র আয়াত শরীফ ২:১৭৯ )।
তবে শুধু পবিত্র সূরা লুকমান শরীফই নয় মূলত: সামগ্রিকভাবে কুরআন, সুন্নাহ শরীফের প্রতিফলনই এ বিষয়ে অনিবার্য। তবে এক্ষেত্রে শিক্ষা সিলেবাস কোর্সে অনৈসলামিক অনুষঙ্গ বাদ দিয়ে ইসলামী ইলম অন্তর্ভূক্ত করতে হবে।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। (আমীন)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ পবিত্র ২৬শে যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খ্বামিসাহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র নিসবাতে আযীমাহ শরীফ দিবস। সুবহানাল্লাহ!
২৩ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ মহামহিম ২৫শে যিলহজ্জ শরীফ। ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বাবুল ইলম ওয়াল হিকাম, আসাদুল্লাহিল গালিব, খলীফাতু রসূলিল্লাহ, মুরতাদ্বা, হায়দার, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার সুমহান খিলাফত মুবারক গ্রহণ দিবস। সুবহানাল্লাহ!
২২ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিশ্বের বিভিন্ন দেশ বর্জ্য সম্ভাবনাকে কাজে লাগালেও বাংলাদেশ এখনো বহু পিছিয়ে। অথচ বাংলাদেশে বর্জ্য থেকে হাজার হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব; রয়েছে বায়োফুয়েল উৎপাদনের সম্ভাবনা। সরকারের উচিত- দেশের বর্জ্য ব্যবস্থাপনাকে সমৃদ্ধির উৎসে পরিণত করা।
২১ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র দ্বীন ইসলাম উনার প্রতি যত্নশীল না হলে মুসলমানরা বিপন্ন বলে আওয়াজ উঠবে। ৯৮ ভাগ মুসলমান অধ্যুষিত দেশে পবিত্র দ্বীন ইসলাম উনার বিরোধিতা করে কোনো মঞ্চ বা রাষ্ট্রযন্ত্র টিকে থাকতে পারবে না।
২১ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উপদেষ্টাদের সংশ্লিষ্ট সংস্থা ও ব্যক্তি ফুলে-ফেপে উঠলেও পথশিশুদের পথ দেখাতে ফ্যাসিস্ট সরকারের মতই অন্ধ, বধির, বোকার ভূমিকায় থেকে তারা কী বৈষম্যেরই বিস্তার ক্ষেত্র করে চলছে না? পথশিশুদের বৈষম্য বিরোধী আন্দোলনের সুফল চাই
২০ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পলিথিন নিয়ে বাগাড়ম্বর, ইট ভাটা বন্ধে তোড় জোর, নারিকেল দ্বীপ বন্ধে গোয়ার-গোবিন্দ- ‘পরিবেশ উপদেষ্টা’ ও তার সরকার নদী ভাঙ্গন রোধে ফ্যাসিস্ট সরকারেরই নির্লজ্জ অনুসারী কেন? নদী ভাঙ্গন রোধে নিষ্ক্রিয় থেকে তারা কী বৈষম্যের ষ্টীম রোলারই চালিয়ে যাচ্ছে না?
২০ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রসঙ্গ: রাষ্ট্রদ্বীন ইসলাম মুসলমানের দ্বীনি অধিকার, পবিত্র দ্বীন ইসলাম পালনে আবহ এবং রাষ্ট্রযন্ত্রের দায়
১৯ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রসঙ্গঃ স্বদেশের প্রতি মুহব্বত দাবিদার মুসলমান এবং স্বদেশের প্রতি আঘাত।
১৯ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সমুদ্র অর্থনীতিতে নতুন সম্ভাবনা সামুদ্রিক শৈবাল। সামুদ্রিক শৈবাল ব্যবহারে শিল্প কাঁচামালে সাশ্রয় হবে ২৬ হাজার কোটি টাকা। রফতানিতে আয় হতে পারে ১.৬ বিলিয়ন ডলার। সমুদ্র সম্পদের উপযুক্ত ব্যবহার পাল্টে দিতে পারে জাতীয় অর্থনীতির গতিপথ।
১৮ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বছরে ৩০ লাখ টন ই-বর্জ্য দেশের জন্য মারাত্মক ঝুঁকি অথচ সঠিক ব্যবস্থাপনায় এই ঝুঁকিই হতে পারে অমিত সম্ভাবনাময় সমৃদ্ধির পুঁজি।
১৮ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিমান্বিত ১৯শে যিলহজ্জ শরীফে মহা আলিশানে তাশরীফ নিলেন সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, আওলাদে রসূল, সাইয়্যিদাতুনা হযরত শাহ নাওয়াদী আলাইহাস সালাম। উনার দৃশ্যমান ফযীলতের পাশাপাশি অদৃশ্য মান-মর্যাদা, শান-শওকত সম্পর্কে ইলিম ও মুহব্বত-মারিফত হাছিল এবং তদসংশ্লিষ্ট ফযীলত, রহমত, বরকত হাছিলে নিবেদিত ও প্রচেষ্ট হতে হবে। ইনশাআল্লাহ!
১৭ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান বরকতময় ১৮ই পবিত্র যিলহজ্জ শরীফ! খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক অর্থাৎ পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৫ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)