সঞ্চয় বাড়ছে কোটিপতিদের
এডমিন, ০৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৩ রবি’ ১৩৯১ শামসী সন , ২১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ০৬ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) আজকের পত্রিকা
মূল্যস্ফীতির ঊর্ধ্বগতিতে বেসামাল অবস্থা। দীর্ঘ সময় ধরে চাপে আছে নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণির বড় সংখ্যক মানুষ। এমন এক বাস্তবতায় ব্যাংকে বেড়েছে সঞ্চয়। কোটিপতির ঘরে নাম লিখিয়েছেন বেশ কয়েকজন আমানতকারী। অর্থাৎ সংকট থাকলেও দেশে বেড়েছে কোটিপতির সংখ্যা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, চলতি বছরের জুন শেষে কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত হয়েছে আরও ৩ হাজার ৬০৮টি হিসাব। এ সময়ে ব্যাংক খাতে মোট আমানতের হিসাব সংখ্যা দাঁড়িয়েছে ১৪ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ১৯২টি। এসব হিসাবে মোট আমানত ১৬ লাখ ৮৭ হাজার কোটি টাকা। এর মধ্যে কোটিপতি অ্যাকাউন্টের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৫৫৪টি, যাদের আমানতের পরিমাণ ৭ লাখ ৩১ হাজার ৩৩২ কোটি টাকা; যা ব্যাংকিং খাতে মোট আমানতের প্রায় ৪৩.৩৫ শতাংশ।
২০২২ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে মোট আমানতকারী হিসাবের সংখ্যা ছিল ১৩ কোটি ৬২ লাখ ৪৯ হাজার ৭৬৪টি। এসব হিসাবে মোট আমানত ছিল ১৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা। এর মধ্যে কোটিপতি অ্যাকাউন্টের সংখ্যা ১ লাখ ৯ হাজার ৯৪৬টি, যাদের আমানতের পরিমাণ ৬ লাখ ৭৭ হাজার ৬০৫ কোটি টাকা। অর্থাৎ ছয় মাসে কোটিপতি হিসাব বেড়েছে ৩ হাজার ৬০৮টি । আর আমানত বেড়েছে ৫৩ হাজার ৭২৭ কোটি টাকা।
অর্থনীতিতে যখন সংকট চলে, আয়ের পথ সংকুচিত হয়, তখন একশ্রেণির মানুষের হাতে অর্থবিত্ত বেড়ে যাওয়া সুখের লক্ষণ নয় বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, বাজারে জিনিসপত্রের দাম চড়া। পরিবহন, শিক্ষা, চিকিৎসাসহ অন্য সব খাতেও খরচ বেড়েছে। এতে অনেক মানুষের সঞ্চয় করার ক্ষমতা কমে গেছে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ বলেন, সমাজে বৈষম্য থাকা এবং অর্থনৈতিক উন্নয়ন একটি গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকায় দেশে কোটিপতি আমানতকারীর সংখ্যা বাড়ছে। বর্তমানে মূল্যস্ফীতির পারদ ঊর্ধ্বমুখী। মানুষের আয় না বাড়ার কারণে নিম্ন ও মধ্যবিত্তদের জীবনযাত্রার ব্যয় মেটাতেই হিমশিম অবস্থা। এই সময়েও দেশের একটি শ্রেণির মানুষের আয় বেড়ে যাওয়ার অর্থ উন্নয়ন একটি গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ‘ব্যাংকে কোটিপতি আমানতকারীর সংখ্যা বৃদ্ধি মানে সমাজে বৈষম্য বাড়ছে। এটাই অর্থনৈতিক বৈষম্য। যে কারণে দেশে কোটি টাকার আমানতকারীর সংখ্যা বাড়ছে।’
কেন্দ্রীয় ব্যাংকসংশ্লিষ্টরা বলেছেন, কোটি টাকার হিসাব মানেই কোটিপতি ব্যক্তির হিসাব নয়। কারণ ব্যাংকে এক কোটি টাকার বেশি অর্থ রাখার তালিকায় ব্যক্তি ছাড়া অনেক প্রতিষ্ঠানও রয়েছে। আবার ব্যক্তি ও প্রতিষ্ঠান কতটি ব্যাংক হিসাব খুলতে পারবে, তার নির্দিষ্ট সীমা নেই। ফলে এক প্রতিষ্ঠান বা ব্যক্তির একাধিক হিসাবও রয়েছে। এর মধ্যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কোটি টাকার হিসাবও রয়েছে।